অনেক সময় আমাদের বন্ধু বা রিলেটিভের জন্য রক্তের প্রয়োজন হয়…
অনেকে রক্ত দিতে ইচ্ছুক থাকলে ও তাদের আমরা খুজে পাই না অথবা খুজতে মাঝে মাঝে অনেক কাঠ খড় পোড়াতে হয়…

আর এই সমস্যার একটা দারুন সমাধান হতে পারে Blood Donation App.
এটি একটি Android Application.
কিভাবে কাজ করেঃ

  • *. আপনি অ্যাপ টি ডাউনলোড করে Registation করবেন। তখন অ্যাপ আপনার একটি অ্যাকাউন্ট হবে। আপনি তখন অ্যাপ টি ব্যাবহার করতে পারবেন।
  • *. এইভাবে আপনার বন্ধু, পরিবারের সদস্য, আপনার এলাকার লোকজন ও রেজিস্টার করলে তাদের ও একটি করে আকাউন্ট হবে।*. এখন যখন আপনার রক্তের প্রয়োজন হবে তখন আপনি Search অপশন থেকে Blood Group সিলেক্ট করে সার্চ করতে পারবেন।
    Search করার সময় আপনি দুই ভাবে Search করতে পারবেন।

১। স্থান (Loacation) ভিত্তিক
২। ইনিস্টিটিউট (Institute) ভিত্তিক

স্থান (Loacation)ঃ
আপনি আপনার Division. District, Thana সিলেক্ট করে দিতে পারবেন।

ইনিস্টিটিউট (Institute)ঃ
ধরুন আপনি চান যে আপনি আপনার স্কুল (School), কলেজ (College) , ইউনিভার্সিটি (University) বা প্রতিষ্ঠান এর নাম বা নামের প্রথম এক বা দুই অক্ষর(Letter) লিখে সার্চ করতে পারেন।
যদি উক্ত এলাকার বা প্রতিষ্ঠানের কেউ নির্দিষ্ট ব্লাড ধারি Register করে থাকেন তবে আপনি search Result তাদের দেখতে পারবেন। এবং সেখান থকে তাদের প্রফাইল (Profile) এ গিয়ে তাদের সাথে কন্টাক্ট (Contact) করার তথ্য পেয়ে যাবেন।

  • *. এবার ধরুন যে আপনি কাউকে খুজে পেলেন না… তখন আপনি News Feed এ একটি পোস্ট করতে পারেন। আপনার Division এর সকল Registered User রা আপনার পোস্ট দেখতে পাবেন। এতে আপনার সাহায্য পাওয়ার সম্ভাবনা ও বেড়ে যাবে।

মোট কথা, আপনার এলাকার বা ইনিস্টিটিউটের যত লোক Register করবে আপনার ব্লাড ডোনার পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে।

সুতরাং, আপনার বন্ধুদের জানান। তাদের ও Register করতে উদবুদ্ধ করুন।

আপনার বিপদের সময় এই Application টা ই হতে পারে আপনার পরম বন্ধু।

Download Link:

Download

Screenshot_2015-09-05-19-10-42Screenshot_2015-09-05-19-11-58

Leave a Reply