Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » এন্ড্রোয়েড এ্যাপস সমগ্র [পর্ব-০৬] :: বহুল ব্যবহৃত সোস্যাল নেটওয়্যার্কিং এ্যাপস ১

এন্ড্রোয়েড এ্যাপস সমগ্র [পর্ব-০৬] :: বহুল ব্যবহৃত সোস্যাল নেটওয়্যার্কিং এ্যাপস ১

আসসালামু’আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন। “ এন্ড্রোয়েড এ্যাপস সমগ্র” এর ধারাবাহিকতায় আজ আমি আপনাদের কাছে উপস্থাপন করছি বহুল ব্যবহৃত কয়েকটি সোস্যাল নেটওয়্যার্কিং এর এ্যাপ। ফ্রেন্ডস, ফ্যামিলি বা স্ট্রেন্জারদের সাথে আলাপ করতে আমাদের সোস্যাল নেটওয়্যার্কিং এ্যাপের প্রয়োজন পরে। সোস্যাল  নেটওয়্যার্ক এর মাধ্যমে আপনি ভিবিন্ন আর্টিকল, ছবি বা ভিডিও সেয়ার করতে পারবেন। এরকম ধারনা আমরা প্রায় সবই জানি। তাই দেখে নিন জনপ্রিয় কিছু সোস্যাল নেটওয়্যার্কিং এ্যাপস।

কোনরকম সন্দেহ ব্যতীত ফেসবুকই সেরা সোস্যাল নেটওয়্যার্কের এ্যাপ। 1.5 বিলিয়নের উপর ইউজার নিয়ে ফেসবুক সব social networks এর শীর্ষে। ফেসবুক যাত্রা শুরু করে 2004 সালে। তবে সবার জন্য উনমুক্ত করে দেয়া হয় 2006-এ। ফেসবুক এ্যাপে ফেসবুকের প্রায় সব ফিচারই রয়েছে। এটি অনেক cache সেভ করে ফলে অফলাইনেও নিউজ ফিড পড়া যায়। এর প্রধান সমস্যা হল অধিক র্যাম নিয়ে থাকা ও চার্জ খরচ করা।

বাংলাদেশে না হলেও ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে Twitter এর ব্যব্যহার ফেসবুকের চেয়ে কম নয়। টুইটারে 140 অক্ষরের মধ্যে টুইট/স্টেটাস লিখতে হয়। তাই একে মাইক্রু ব্লগিং সাইট বলা হয়। পার্সনালি আমি ফেসবুক থেকে টুইটার বেশি পছন্দ করি। কেননা এখানে স্পাম, ফেক আইডি বা ফেসবুকের মত এত ঝামেলা নেই। তাছাড়া Twitter এর মাধ্যমে সারা বিশ্বের সাথে কানেক্টেড থাকা যায়। Twitter এ্যাপ টুইটারের সব ফিচারই দেয়ে থাকে। তবে এ্যাপ থেকে Username পাল্টাতে পারবেন না।

গুগল social network এর বাজারে টেক্কা দেয়ার জন্য প্রতিষ্ঠা করেছিল Google plus। একটি সোস্যাল নেটওয়্যার্ক যা প্রায় ফেসবুকের মত। শুধু ইন্টারফেস টা ভিন্ন। এন্ড্রোয়েড ফোনে Google+ built-in এ্যাপ করে দেয়া থাকে। এর ইউজারও অনেক। আপনি যদি কোন জিমেইল খুলে থাকেন তাহলে আপনার গুগল প্লাস একাউন্ট ও তৈরী হয়ে যায়। গুগল প্লাস এ্যাপে আপনি পোস্ট, চ্যাট, নিউজ ফিড, কমিউনিটি, ট্রেন্ড ইত্যাদি সব ফিচারই পাবেন।

Instagram একটি ফটো সেয়ারিং সাইট। আপনি আপনার ফটো/ছবি/ভিডিও সেয়ার করতে পারবেন। Instagram ব্যবহার করার কারন বিশেষ করে সেলিব্রিটি দের ফলো করা। এখানে আপনি ছবির সাথে লেখা/টেক্সট ও পোস্ট করতে পারবেন। Hashtags দিয়ে ছবি ছাড়লে লাইক কয়েকগুন বেড়ে যায়। Instagram-এ ছবি ছাড়তে হলে এর এ্যাপের প্রয়োজন পরে। অর্থাৎ website interface  থেকে ছবি আপলোড করা যায় না।


7 years ago (Mar 26, 2017)

About Author (48)

Himel Chowdhury
contributor

Just curious about how things work.

Trickbd Official Telegram

3 responses to “এন্ড্রোয়েড এ্যাপস সমগ্র [পর্ব-০৬] :: বহুল ব্যবহৃত সোস্যাল নেটওয়্যার্কিং এ্যাপস ১”

  1. Wrifat Contributor says:

    nice post also.ami o fb theke twitter beshi like kori. to bro whatsapp,imo,printerest,viber egulo koi?

    • Himel Chowdhury Contributor Post Creator says:

      পোস্ট টিটলের শেষে দেখুন ‘১’ দিয়েছি। অর্থাৎ এটা social network apps এর প্রথম পর্ব।

    • Wrifat Contributor says:

      তবে ঠিক আছে।১ টা চোখেই পড়েনি।

Leave a Reply

Switch To Desktop Version