Site icon Trickbd.com

এখন থেকে শিউরক্যাশ ব্যাংক নিয়ন্ত্রণ করুন আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়েই। Dail করে Menu বের করার ঝামেল শেষ! (SureCash App)

Unnamed

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন? কেননা ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে!
যাই হোক, কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি। এপস্ টির নাম শিউরক্যাশ (SureCash)
আমরা অনেকেই শিউরক্যাশ ব্যবহার করি, শুধুমাত্র স্কুল, কলেজ, অফিস ইত্যাদির বেতন দেওয়া, বা উপবৃত্তি নেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে, Dial করে menu বের করতে আমাদের মেজাজ ও মোবাইলের বারোটা বেজে যায়। তাই রুপালী ব্যাংক লিমিটেড আমাদের জন্য আধুনিক মাধ্যমে লেনদেন করার জন্য এই এপস্ টি তৈরি করেছেন।
বেশি বলার দরকার নেই, আপনারা নিচের স্ক্রিনশট গুলো দেখলেই বুঝে যাবেন! তাই যাদের প্রয়োজন বা যারা শিউরক্যাশ ব্যবহার করেন তারা এখনি এখান থেকে ডাউনলোড করে নিন, আর স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন?
Download From Google Play
১. ডাউনলোড করে ওপেন করুন

২. লগিন পেইজে আপনার নাম্বার ও পিন দিয়ে কনফার্ম করে লগিন করুন


৩. লগিন হলে এই রকম আসবে। আপনার সকল আদান-প্রধান তথ্য দেখতে পারবেন। বিস্তারিত দেখতে চাইলে যেকোনো একটা নাম্বারে ক্লিক করুন।

৪. এই দেখুন আমি আমার নাম্বার এ ক্লিক করেছি, আর এখানে তার history দেখাচ্ছে।

৫. তারপর back এ আসুন। আর SureCash লেখার বাম পাশে যে অফশন চিহ্ন আছে, সেটাতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার Setting Menu আসবে। এখন থেকে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

৬. এখন পুনরায় হোম পেইজে চলে আসুন। তারপর নিচে লেখা Recharge এ ক্লিক করুন। এ রকম আসবে। এখান থেকে আপনি যেকোনো নাম্বারে ফ্লেক্সিলোড দিতে পারবেন।

৭. সেন্ড মানি করতে চাইলে এইভাবে করতে পারবেন। দেখে নিন?

যাই হোক, Dial করে লেনদেন করার চেয়ে এইটা অনেক ভালো ও ফাস্ট পদ্ধতি। যাদের প্রয়োজন তারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
আর কোন সমস্যা হলে অথবা না বুঝলে কমেন্ট করুন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো।

সুস্থ্য থাকুন, ভালো থাকুন! ট্রিকবিডির সাথেই থাকুন। (ধন্যবাদ)

Exit mobile version