আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন? কেননা ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে!
যাই হোক, কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি। এপস্ টির নাম শিউরক্যাশ (SureCash)
আমরা অনেকেই শিউরক্যাশ ব্যবহার করি, শুধুমাত্র স্কুল, কলেজ, অফিস ইত্যাদির বেতন দেওয়া, বা উপবৃত্তি নেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে, Dial করে menu বের করতে আমাদের মেজাজ ও মোবাইলের বারোটা বেজে যায়। তাই রুপালী ব্যাংক লিমিটেড আমাদের জন্য আধুনিক মাধ্যমে লেনদেন করার জন্য এই এপস্ টি তৈরি করেছেন।
বেশি বলার দরকার নেই, আপনারা নিচের স্ক্রিনশট গুলো দেখলেই বুঝে যাবেন! তাই যাদের প্রয়োজন বা যারা শিউরক্যাশ ব্যবহার করেন তারা এখনি এখান থেকে ডাউনলোড করে নিন, আর স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন?
Download From Google Play
১. ডাউনলোড করে ওপেন করুন

২. লগিন পেইজে আপনার নাম্বার ও পিন দিয়ে কনফার্ম করে লগিন করুন


৩. লগিন হলে এই রকম আসবে। আপনার সকল আদান-প্রধান তথ্য দেখতে পারবেন। বিস্তারিত দেখতে চাইলে যেকোনো একটা নাম্বারে ক্লিক করুন।

৪. এই দেখুন আমি আমার নাম্বার এ ক্লিক করেছি, আর এখানে তার history দেখাচ্ছে।

৫. তারপর back এ আসুন। আর SureCash লেখার বাম পাশে যে অফশন চিহ্ন আছে, সেটাতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার Setting Menu আসবে। এখন থেকে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

৬. এখন পুনরায় হোম পেইজে চলে আসুন। তারপর নিচে লেখা Recharge এ ক্লিক করুন। এ রকম আসবে। এখান থেকে আপনি যেকোনো নাম্বারে ফ্লেক্সিলোড দিতে পারবেন।

৭. সেন্ড মানি করতে চাইলে এইভাবে করতে পারবেন। দেখে নিন?

যাই হোক, Dial করে লেনদেন করার চেয়ে এইটা অনেক ভালো ও ফাস্ট পদ্ধতি। যাদের প্রয়োজন তারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
আর কোন সমস্যা হলে অথবা না বুঝলে কমেন্ট করুন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো।

সুস্থ্য থাকুন, ভালো থাকুন! ট্রিকবিডির সাথেই থাকুন। (ধন্যবাদ)

7 thoughts on "এখন থেকে শিউরক্যাশ ব্যাংক নিয়ন্ত্রণ করুন আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়েই। Dail করে Menu বের করার ঝামেল শেষ! (SureCash App)"

  1. Kamruzzaman99 Contributor says:
    Vai Pin reset Korar Kono system ase Ki?
    1. Jewel Shikder Jony✅ Author Post Creator says:
      হ্যা, আছে!
    2. Kamruzzaman99 Contributor says:
      system ta bolen
    3. Jewel Shikder Jony✅ Author Post Creator says:
      ৫ নং স্ক্রিনশট এ দেখুন change pin অফশন আছে, ঐখান থেকে করে নিন?
  2. Jewel Shikder Jony Author Post Creator says:
    ৫ নাম্বার স্ক্রিনশট এ দেখুন, Change Pin Option আছে। ওখান থেকে করে নিন?
  3. Kamruzzaman99 Contributor says:
    vai pin change noy2…….pin vole gele pin reset Korar system ta
    1. Jewel Shikder Jony✅ Author Post Creator says:
      customer care a call korte hobe (with bio data)

Leave a Reply