Site icon Trickbd.com

যাদের রাঁতে ঘুম হয়না বা ঘুমাতে চেষ্টা করেন কিন্তু খেয়াল অন্যদিকে চলে যায়, তাদের জন্য একটি অসাধারণ অ্যাপ নিয়ে আসলাম, একবার ট্রাই করে দেখুন।

Unnamed

আসসালমু আলাইকুম

সবাই কেমন আছেন।
আশা করি ভালো আছেন।

আজ আমি এমন একটা অ্যাপ নিয়ে আলোচনা করবো। যেটা প্রায় অধিকাংশ লোকেরই হয়তো দরকার হবে।
তো চলুন শুরু করা যাক।

অ্যাপটার কাজ কী

এরকম সমস্যা সমাধাণের জন্যই Relax Melodies Apps.

এই অ্যাপটার সাউন্ড আপনার চিন্তাভাবনাকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দিবে, শীতল করে দিবে ফলে তাড়াতাড়ি ঘুমিয়ে পরবেন ।

প্লে স্টোরে গিয়ে দেখতে পারেন এটার রিভিউ এবং ডাউনলোড সংখ্যা।

সুতরাং বুঝতেই পারছেন কতটা হেল্পফুল এই অ্যাপটা। এই অ্যাপসে আছে বিভিন্ন ফ্রী ৫০টার মত মন মাতানো সূর।
যা শুনলে কল্পনার রাজ্যে হারিয়ে যেতে মন চাইবে, ঘুমিয়ে যাবেন অটোমেটিক।
এছাড়া পেইড সাউন্ড আছে আরও অনেক।
আমি পেইড অ্যাপটাই আপনাদের জন্য নিয়ে আসছি সম্পুর্ণ ফ্রীতে।
এটাতে আরও পাবেন বিভিন্ন মেডিটেশন এর টিউটোরিয়াল ফ্রীতে। আছে টাইম ফিক্স করে দেওয়ার অপশন, ঠিক কতক্ষণ পর অ্যাপসটার সাউন্ড আপনি বন্ধ করে দিতে চান।

ভালো ফলাফল পেতে ইয়ারফোন ব্যবহার করুন।

আর বেশি কিছু বললামনা, অ্যাপটা অপেন করলেই বুঝতে পারবেন সব।

লেটেস্ট প্রো, প্যাচ করা

সরাসরি গুগল ড্রাইভ এর ডাউনলোড লিংক

ট্রিকবিডি সাইটে আমার প্রথম পোস্ট, ভবিষ্যৎ এ চেষ্টা করবো আরও ভালো ভালো পোস্ট করার।
সাথেই থাকুন, এবং আপনাদের মন্তব্য জানান।
ভূল মানুষের হতেই পারে। আশা করি ভুল হলে ধরিয়ে দিবেন।