আসসালামু আলাইকুম,
তো আজ আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ফোন এর Dial pad lock করবেন। তার মানে আপনার ফোন থেকে কেউ কল করতে পারবে না। তবে ফোন আসলে রিসিভ করতে পারবে।
তার জন্য একটি অ্যাপ এর প্রয়োজন হবে অ্যাপ লিনক
আপ টির একটি screen short
এই অ্যাপ এর সেটিং গুলার বর্ণনাঃ
Dial Lock:
এই অপশন টি অন করলে যতক্ষণ না আপনি অফ করছেন ততক্ষণ আপনার ফোন থেকে কেউই কল করতে পারবে না। এমন কি আপনিও না। বন্ধ করতে Dial Unlocked এ ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে।
Temporary Lock
:এই অপশন অন করার পর পাশেই দেখবেন। ১.২.৩.৪….. সংখ্যা আছে। আপনি যদি ৪ সিলেক্ট করেন তাহলে ৪ বার আপনার ফোন থেকে কেউ ই কল করতে পারবে না। যদি ৫ম বার চেষ্টা করে তাহলে কল করতে পারবে।
আর যে ২ টি সেটিং আছে আপনারা নিজেই বুজতে পারবেন তাই আর লিখলাম না।
ভালো থাকবেন