আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি । মাঝে মাঝে আমরা ফোন বাসায় রেখে বাইরে যাই অথবা আপনার অনুউপস্থিতিতে আপনার বন্ধু বা অন্য কেউ আপনার ফোন থেকে কাওকে কল দিতে পারে যা আপনি একদমই পছন্দ করেন না।
তো আজ আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ফোন এর Dial pad lock করবেন। তার মানে আপনার ফোন থেকে কেউ কল করতে পারবে না। তবে ফোন আসলে রিসিভ করতে পারবে।
তার জন্য একটি অ্যাপ এর প্রয়োজন হবে অ্যাপ লিনক
আপ টির একটি screen short

এই অ্যাপ এর সেটিং গুলার বর্ণনাঃ

Dial Lock:

এই অপশন টি অন করলে যতক্ষণ না আপনি অফ করছেন ততক্ষণ আপনার ফোন থেকে কেউই কল করতে পারবে না। এমন কি আপনিও না। বন্ধ করতে Dial Unlocked এ ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে।

Temporary Lock

:এই অপশন অন করার পর পাশেই দেখবেন। ১.২.৩.৪….. সংখ্যা আছে। আপনি যদি ৪ সিলেক্ট করেন তাহলে ৪ বার আপনার ফোন থেকে কেউ ই কল করতে পারবে না। যদি ৫ম বার চেষ্টা করে তাহলে কল করতে পারবে।
আর যে ২ টি সেটিং আছে আপনারা নিজেই বুজতে পারবেন তাই আর লিখলাম না।
ভালো থাকবেন

6 thoughts on "আপনার ফোনের Dial Lock করে দিন। আপনি ছাড়া আপনার ফোন থেকে কেউই কাওকে কল দিতে পারবে না ।"

    1. os olid Author Post Creator says:
      tnx vai
  1. MARZ SHUPTO Author says:
    বিস্তারিত লিখবেন
  2. password Contributor says:
    good/////////////
    1. os olid Author Post Creator says:
      wlc
  3. BB1 Contributor says:
    সুন্দর একটা app. কিন্তু এই app টা ক্রাক করা খুবই সহজ।

    আপনার নেট অাইকনের পাশে যে লোগো রয়েছে, ওটা কিভাবে করা?

Leave a Reply