Site icon Trickbd.com

আপনার মোবাইলকে বানিয়ে ফেলুন TV রিমোট, (With SreenShot)

Unnamed

বন্ধুরা
কেমন আছেন সবাই,
অনেক দিন পর ট্রিকবিডিতে আসলাম,
কাজের চাপে ট্রিকবিডিতে লেখাই হয় না।

কিছুদিন ধরে ফেসবুকে ট্রিকবিডিকে নিয়ে যা সমালোচনা হচ্ছে,
সবার ট্রিকবিডির এডমিনদের উপর এতো রেগে কেন বুঝতে পারছি না,
দেখলাম সবাই এক হয়ে একটি ফেসবুক গ্রুপ বানাচ্ছে, যারা সবাই মিলে ট্রিকবিডির এ্যাড এ ফেক ক্লিক করবে,
যাতে এ্যাসেন্স তাদের Block দেয়,
সবার এতো রাগ কিসের এটা কিছুটা অনুমান করতে পারলাম,
সবার দেখি একটাই বক্তব্য,
এ্যামিনরা নাকি ভাব ন্যায়
এটা কেমন কথা?? ?
স্পাম এর জ্বালায় আগে ট্রিকবিডিতে আসাই যেত না,
সেটাতো বন্ধ হয়েছে ট্রিকবিডির এই কঠোর উদ্দেগের কারনেই,
না হলে ট্রিকবিডিতে কেউ কিছুই শিখতে পারতো না, শুধু স্পাম পোস্ট হতো,

এতো কিছুর পরও ট্রিকবিডির কয়েকটি কাজে আমিও হার্ট হয়েছি,
সেটা হলো কিছু মানসম্মত টিউনার কে টিউনার থেকে বাদ দেয়া,

যাই হোক, সেটা তাদের ব্যাপার,
ফেসবুকে ট্রিকবিডিকে নিয়ে এতো সমালোচনা দেখেই এতো কিছু বলা,
তারপরও ট্রিকবিডিকে বলবো কিছু ভাল টিউনার নেয়ার জন্য যাতে আমরা কিছু শিখতে পারি,
ট্রিকবিডিতে আগের মত পোস্টই হয় না টিউনারের অভাবে।

ওকে বাদ দিন এসব,

আজ আপনাদের দেখাবো, কিভাবে আপনার মোবাইল দিয়ে টিভি রিমোট বানাবেন,

এটা খুবই সহজ,

প্রথমে প্লে স্টোরে গিয়ে
Universal Remote Control লিখে সার্চ করে এপটি ইস্টল করে নিন।

এর পর ওপেন করুন।
এর পর দেখুন ss এর মতো লেখা আছে
Smart TV Remote


ওখানে ক্লিক করুন যদি
আপনার টিভি টি Brand ( like: LG, Sony) এর টিভি হয়!

তারপর দেখুন একটা রিমোটের মত ওপশন পাবেন।


ওখান থেকে রিমোটের সব ধরনের বেনিফিট পাবেন।

আর যদি Bran এর টিভি না হয় তাহলে

দেখুন লেখা আছে
Select Tv Brand (IR)

এর পর আপনার টিভি নাম সার্চ করুন
তারপর সেটি সিলেক্ট করে ওপেন করুন।
দেখবেন একটি রিমোটের ওপশন পাবেন,

ওখান থেকে আপনার টিভি টি আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করুন

অারো বিস্তারিত ভাবে জানতে ভিডিওটি দেখুন

বি:দ্র: আপনার টিভিটি যদি লোকাল ব্যান্ড কিংবা অনেক আগের পুরানো টিভি হয় তাহলে কিন্তু কাজ করবে না।

লিখেছেন: মোহাম্মাদ জাকারিয়া

Exit mobile version