বন্ধুরা
কেমন আছেন সবাই,
অনেক দিন পর ট্রিকবিডিতে আসলাম,
কাজের চাপে ট্রিকবিডিতে লেখাই হয় না।
কিছুদিন ধরে ফেসবুকে ট্রিকবিডিকে নিয়ে যা সমালোচনা হচ্ছে,
সবার ট্রিকবিডির এডমিনদের উপর এতো রেগে কেন বুঝতে পারছি না,
দেখলাম সবাই এক হয়ে একটি ফেসবুক গ্রুপ বানাচ্ছে, যারা সবাই মিলে ট্রিকবিডির এ্যাড এ ফেক ক্লিক করবে,
যাতে এ্যাসেন্স তাদের Block দেয়,
সবার এতো রাগ কিসের এটা কিছুটা অনুমান করতে পারলাম,
সবার দেখি একটাই বক্তব্য,
এ্যামিনরা নাকি ভাব ন্যায়
এটা কেমন কথা?? ?
স্পাম এর জ্বালায় আগে ট্রিকবিডিতে আসাই যেত না,
সেটাতো বন্ধ হয়েছে ট্রিকবিডির এই কঠোর উদ্দেগের কারনেই,
না হলে ট্রিকবিডিতে কেউ কিছুই শিখতে পারতো না, শুধু স্পাম পোস্ট হতো,
এতো কিছুর পরও ট্রিকবিডির কয়েকটি কাজে আমিও হার্ট হয়েছি,
সেটা হলো কিছু মানসম্মত টিউনার কে টিউনার থেকে বাদ দেয়া,
ফেসবুকে ট্রিকবিডিকে নিয়ে এতো সমালোচনা দেখেই এতো কিছু বলা,
তারপরও ট্রিকবিডিকে বলবো কিছু ভাল টিউনার নেয়ার জন্য যাতে আমরা কিছু শিখতে পারি,
ট্রিকবিডিতে আগের মত পোস্টই হয় না টিউনারের অভাবে।
ওকে বাদ দিন এসব,
আজ আপনাদের দেখাবো, কিভাবে আপনার মোবাইল দিয়ে টিভি রিমোট বানাবেন,
এটা খুবই সহজ,
প্রথমে প্লে স্টোরে গিয়ে
Universal Remote Control লিখে সার্চ করে এপটি ইস্টল করে নিন।
এর পর ওপেন করুন।
এর পর দেখুন ss এর মতো লেখা আছে
Smart TV Remote
ওখানে ক্লিক করুন যদি
আপনার টিভি টি Brand ( like: LG, Sony) এর টিভি হয়!
তারপর দেখুন একটা রিমোটের মত ওপশন পাবেন।
ওখান থেকে রিমোটের সব ধরনের বেনিফিট পাবেন।
আর যদি Bran এর টিভি না হয় তাহলে
দেখুন লেখা আছে
Select Tv Brand (IR)
তারপর সেটি সিলেক্ট করে ওপেন করুন।
দেখবেন একটি রিমোটের ওপশন পাবেন,
ওখান থেকে আপনার টিভি টি আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করুন
অারো বিস্তারিত ভাবে জানতে ভিডিওটি দেখুন
বি:দ্র: আপনার টিভিটি যদি লোকাল ব্যান্ড কিংবা অনেক আগের পুরানো টিভি হয় তাহলে কিন্তু কাজ করবে না।
লিখেছেন: মোহাম্মাদ জাকারিয়া
নিজে অ্যাপ ডাউনকোড না করে Play Store থেকে ঐ অ্যাপের ফটোগুলো স্ক্রিনশট নিয়ে তার পোস্টে……..
next time amr post a comment korben na ??
Jodi use kore thaken taile bolen ace kina??
Ta to parlen na
bishtarito vabei post diyesi, na bujhle muri khan
ধন্যবাদ
তবে IR (Infrared Sensor) ছাড়া এই রিমোট কাজ করবেনা।
তাই সবাই নেগেটিভ কমেন্ট করছে।
ট্রিকবিডির বিরুদ্ধে যারা অপপ্রচার করছে,তারা সবাই নিয়ম ভঙ্গ করে ট্রিকবিডি থেকে বিতাড়িত হয়েছেন।
নিজেদের সর্বোচ্চ লাভের জন্য ট্রিকবিডিকে ব্যবহার করেছেন।
এটা হওয়ারই ছিলো।
এখন তো ট্রিকবিডি আরো পপুলার হয়েছে।
যদিও মানসম্মত পোষ্ট একটু কমেছে।
যেসব ফোনে ইনফারেড সেন্সর আছে শুধু সেগুলোতেই হবে ।
অথবা সেন্সর টেস্ট করার কোনো এপ দিয়ে দেখুন।
..ok….r kokono hoybe o na/
যাদের ফোনে IR Sensor আছে শুধু তাদের ফোনেই কাজ করবে..
আর ফোনে IR Sensor আছে, তাদের ফোনে অফিসিয়ালি এই এপ্স দেওয়া থাকে..
এইটা সব মোবাইল এ কাজ করে না।আহাম্মক
sensore লাইট বানাতে হবে
TV. .te….kaj Kore na…………???
এটা শুধুমাত্র হাই ডেফিনেশন এল_ই_ডি আর এল_সি_ডি টিভিতেই কাজ করবে, যেসব টিভিতে wifi কানেক্ট করা যায়,,,
পোস্টের কোথাও এর উল্লেখ করা হয়নি,