Site icon Trickbd.com

ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে। ভিডিও এর মেগাবাইট কমিয়ে আনুন। ভিডিও যত বড়ই হোক না কেন কাজ করবে।

Unnamed

আসলামুআলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা খুব সহজে ভিডিওর মেগাবাইট কমিয়ে আনবেন।

এনিয়ে ট্রিকবিডিতে আগে পোস্ট করা হয়েছে। কিন্তু সেই পোস্টগুলো শুধু মাত্র ৫ মিনিটের কম ভিডিও ক্ষেত্রে কাজ করে। তার থেকে বড় ভিডিও হলে কাজ করে না। কিন্তু আমি যে মাধ্যমটি শেয়ার করব। এটার মাধ্যমে আপনি যতো বড় ভিডিও হোক না কেন কাজ করবে। এবং ভিডিওর কোয়ালিটি ও ভালো থাকবে।

আমাদের অনেক সময় ভিডিও মেগাবাইট কমানোর প্রয়োজন পড়ে। যেমন ধরুন আপনি কাউকে ভিডিও দিবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার ফোনটি এন্ড্রয়েড ফোন না। সেক্ষেত্রে আপনার ফোনের এইচডি ভিডিও তার ফোনে সাপোর্ট করবে না।

প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।

সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন

এবার আমার মতো করে ওপেন করুন। নিচের স্ক্রীনশট ফলো করুন।

এবার আপনি যে ভিডিওটি কনভার্ট করতে চান। অথবা মেগাবাইট কমিয়ে আনতে চান সেই ভিডিওটি নিয়ে নিন। ভিডিওটি নিয়া হয়ে গেলে yes-এ ক্লিক করতে বলবে। ক্লিক করুন। নিচে দেখুন।

আপনি যেমন রেজুলেশন দিবেন। তেমনটা সিলেক্ট করে দিন।

এবার সেভ করুন।

দেখুন সেভ হচ্ছে।

এখানে কিছুক্ষণ সময় নিবে। সে পর্যন্ত আপনি ওয়েট করতে পারেন। অথবা ব্যাকগ্রাউন্ডে রেখে অন্য কাজও করতে পারেন। ১০০% হয়ে গেলেই কাজ কমপ্লিট।

এবার দেখুন আগের ভিডিও সাইজ।

এবার কনভার্ট করার পরে যে ভিডিওটি হলো। তার সাইজ দেখুন।

এভাবে আপনারা যে কোন ভিডিও সাইজ কমিয়ে আনতে পারেন। ভিডিও কোয়ালিটি তেমন খারাপ হবেনা এখানে।

আশা করি এই ট্রিক্সটি সবার কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে পোস্টটি পাবলিশ করবেন। সকলে ভাল থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করুন