আসলামুআলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা খুব সহজে ভিডিওর মেগাবাইট কমিয়ে আনবেন।

এনিয়ে ট্রিকবিডিতে আগে পোস্ট করা হয়েছে। কিন্তু সেই পোস্টগুলো শুধু মাত্র ৫ মিনিটের কম ভিডিও ক্ষেত্রে কাজ করে। তার থেকে বড় ভিডিও হলে কাজ করে না। কিন্তু আমি যে মাধ্যমটি শেয়ার করব। এটার মাধ্যমে আপনি যতো বড় ভিডিও হোক না কেন কাজ করবে। এবং ভিডিওর কোয়ালিটি ও ভালো থাকবে।

আমাদের অনেক সময় ভিডিও মেগাবাইট কমানোর প্রয়োজন পড়ে। যেমন ধরুন আপনি কাউকে ভিডিও দিবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার ফোনটি এন্ড্রয়েড ফোন না। সেক্ষেত্রে আপনার ফোনের এইচডি ভিডিও তার ফোনে সাপোর্ট করবে না।

প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।

সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন

এবার আমার মতো করে ওপেন করুন। নিচের স্ক্রীনশট ফলো করুন।

এবার আপনি যে ভিডিওটি কনভার্ট করতে চান। অথবা মেগাবাইট কমিয়ে আনতে চান সেই ভিডিওটি নিয়ে নিন। ভিডিওটি নিয়া হয়ে গেলে yes-এ ক্লিক করতে বলবে। ক্লিক করুন। নিচে দেখুন।

আপনি যেমন রেজুলেশন দিবেন। তেমনটা সিলেক্ট করে দিন।

এবার সেভ করুন।

দেখুন সেভ হচ্ছে।

এখানে কিছুক্ষণ সময় নিবে। সে পর্যন্ত আপনি ওয়েট করতে পারেন। অথবা ব্যাকগ্রাউন্ডে রেখে অন্য কাজও করতে পারেন। ১০০% হয়ে গেলেই কাজ কমপ্লিট।

এবার দেখুন আগের ভিডিও সাইজ।

এবার কনভার্ট করার পরে যে ভিডিওটি হলো। তার সাইজ দেখুন।

এভাবে আপনারা যে কোন ভিডিও সাইজ কমিয়ে আনতে পারেন। ভিডিও কোয়ালিটি তেমন খারাপ হবেনা এখানে।

আশা করি এই ট্রিক্সটি সবার কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে পোস্টটি পাবলিশ করবেন। সকলে ভাল থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করুন

36 thoughts on "ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে। ভিডিও এর মেগাবাইট কমিয়ে আনুন। ভিডিও যত বড়ই হোক না কেন কাজ করবে।"

  1. ImranTrickBD Contributor says:
    Wow Very Good Post ???
  2. কার্যকর পোস্ট নয়, ভিডিও‌ কোয়ালিটি কমে যায়।
  3. Hatem Author says:
    video resolution kome jay, tar mane quality kome jay..
  4. Ashraful Author says:
    Sotti………….?
    Prove koi?
  5. Najmul Islam Author says:
    Videos quality kome jabe..
  6. Labib Author says:
    এই এপ নিয়ে আগে পোষ্ট হইছে।
    1. Skp2 Contributor says:
      Hmm,,২ টা আছে,,,
  7. Hatem Author says:
    aar eita to disen app-review category te but apni app review koren nai. TrickBD support er post gula dekkhun
    1. Trickbd Support Moderator says:
      হুম।
      পেমেন্ট ক্যানসেল।
    2. Hatem Author says:
      pashe asi!!!
    3. Md Contributor Post Creator says:
      পেমেন্ট ক্যানসেল হয়েছে তাতে আমার কোন সমস্যা নেই। তবে আপনাদের দায়িত্ব দেখে আমার খুব ভালো লাগলো। আশা করি আপনারা সবসময় এভাবে কাজ করে যাবেন। আগামী এর পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর পোস্ট করব। আর আমার গানগুলো trickbd শেয়ার করব। ধন্যবাদ।
    4. Trickbd Support Moderator says:
      ধন্যবাদ।
      পাশে থাকুন।
  8. Shariar R. Arif Contributor says:
    Ai app niya Post kora ace
  9. Md.Abid Perves Author says:
    পোস্টটি কার্যকর নয়।???
  10. Arshad Prottoy Contributor says:
    Prove দিলে ভাল হত।আর এটা নিয়ে পোস্ট আছে।
    1. Md Contributor Post Creator says:
      Tnx brother
  11. Somrat Contributor says:
    আপনার এই পোস্ট আমার খুব কাজে লাগেছে। ধন্যবাদ ভাই।
    1. Md Contributor Post Creator says:
      আপনাদের কাজের জন্য একটা পোস্ট করা। আপনারা শিখে যদি উপকৃত হন তাতে আমার সার্থকতা। ধন্যবাদ ভাই পাশে থাকবেন।
  12. Tanvir78 Contributor says:
    Amon post aro chi.
    1. Md Contributor Post Creator says:
      Tnx brother. Pashe takben
  13. Neymar Jr Contributor says:
    আপনি এখানে সাইজ কমেছে তার প্রমান দিলেন কিন্তু ভিডিও কেমন হলো দেখালেন না।
    পেমেন্ট ক্যান্সেল ই যথেস্ট নয়।
    1. Md Contributor Post Creator says:
      Tnx brother. You are a great friend.
  14. Sabbir Hossain Author says:
    কিছুটা হলেও সাইজ কমবেই। তবে kinemaster হলে ভালো হয়।
    1. Md Contributor Post Creator says:
      Tnx brother
    1. Md Contributor Post Creator says:
      Tnx brother
    1. Md Contributor Post Creator says:
      Tnx bro
  15. MARUF PARVEJ Contributor says:
    quality kharap hoye jabe evabe pixel komale…

Leave a Reply