Site icon Trickbd.com

আপনি কি গেম খেলা বা ফোন ব্যবহারে প্রায় আসক্ত?চেষ্টা করেও ফোন ব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না?ব্যবহার করুন Lock Me Out অ্যাপ আর নিজেকে বিরিত রাখুন অনাকাঙ্ক্ষিত ফোন ব্যবহার থেকে।

Unnamed

আসসালামু অলাইকুম

আশা করি সবাই ভাল আছেন?এবং ট্রিকবিডি এর সাথে আছেন।আজ আমি হাজির হলাম Lock Me Out অ্যাপ রিভিউ নিয়ে।

App Name: Lock Me Out

Size: 1 MB

Download

বি.দ্র: ডাউনলোড করার জন্য UC Browser বা Built in Browser ব্যবহার করুন।

Lock Me Out এই অ্যাপ এর কাজ হল আপনার ফোনকে আপনার থেকে দূরে রাখা।অর্থাৎ আপনি যদি ফোন ব্যবহারে প্রায় আসক্ত থাকেন বা প্রায় সময় ফোন ব্যবহার করেন বা গেম খেলা পছন্দ করেন কিন্তু চাইছেন নিয়মমাফিক ভাবে ফোন ব্যবহার করতে কিন্তু শত চেষ্টা করেও ফোন ব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে পারেন না, তাদের জন্য এই কার্যকারী অ্যাপ।এই অ্যাপ আপনাকে আপনার ফোন ব্যবহার থেকে বিরত রাখবে।অ্যাপটি আপনার কাঙ্ক্ষিত সময় ধরে বা কাঙ্ক্ষিত সময় ব্যাপি আপনার ফোন লক করে রাখে, আপনি চাইলেও তখন ফোন আনলক করতে পারবেন না।এভাবে অ্যাপটি আপনাকে ফোন ব্যবহার থেকে বিরত রাখবে।

অন্যান্য ফিচার সমূহঃ

শুরু করা যাকঃ

পূর্ববর্তী পোস্ট সমুহ:

মন্তব্য:

পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। পোস্ট সম্পর্কিত কোন তথ্য বা মতামতের জন্য কমেন্ট করে জানান।টেক বিষয়ে যাবতীয় কোন সমস্যার জন্য কমেন্ট করুন।

সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen

এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ।তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না(করাতো দূরে থাক)।যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন।ধন্যবাদ।