আসসালামু অলাইকুম
আশা করি সবাই ভাল আছেন?এবং ট্রিকবিডি এর সাথে আছেন।আজ আমি হাজির হলাম Lock Me Out অ্যাপ রিভিউ নিয়ে।
App Name: Lock Me Out
Size: 1 MB
বি.দ্র: ডাউনলোড করার জন্য UC Browser বা Built in Browser ব্যবহার করুন।
Lock Me Out এই অ্যাপ এর কাজ হল আপনার ফোনকে আপনার থেকে দূরে রাখা।অর্থাৎ আপনি যদি ফোন ব্যবহারে প্রায় আসক্ত থাকেন বা প্রায় সময় ফোন ব্যবহার করেন বা গেম খেলা পছন্দ করেন কিন্তু চাইছেন নিয়মমাফিক ভাবে ফোন ব্যবহার করতে কিন্তু শত চেষ্টা করেও ফোন ব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে পারেন না, তাদের জন্য এই কার্যকারী অ্যাপ।এই অ্যাপ আপনাকে আপনার ফোন ব্যবহার থেকে বিরত রাখবে।অ্যাপটি আপনার কাঙ্ক্ষিত সময় ধরে বা কাঙ্ক্ষিত সময় ব্যাপি আপনার ফোন লক করে রাখে, আপনি চাইলেও তখন ফোন আনলক করতে পারবেন না।এভাবে অ্যাপটি আপনাকে ফোন ব্যবহার থেকে বিরত রাখবে।
অন্যান্য ফিচার সমূহঃ
- ১৫ মিনিট থেকে ৩ ঘন্টা পর্যন্ত লক করে রাখতে পারবেন।
- নির্দিষ্ট সময় থেকে লক করে রাখতে পারবেন।
- নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় লক করে রাখতে পারবেন।
- আপনার কাঙ্ক্ষিত দিনে লক করে রাখতে পারবেন।
- ৩.৬ প্লে-স্টোর রেটিং
- সাইজ মাত্র ১ এমবি
- XDA এর ডেভেলপ করা অ্যাপ
শুরু করা যাকঃ
-
প্রথমে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
-
অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করুন।
-
অ্যাপটি ওপেন করে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন একটিভ করে নিন।
-
একটিভ পারমিশন গ্রান্ট করে নিন।
-
এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সময় দিন।যে সময় ধরে আপনি ফোন ব্যবহার করবেন না।
-
এখানে ২ মিনিট সময় নির্ধারণ করে দেওয়া হল।
-
তারপর lock me out অপশন এ ক্লিক করার প্রায় ৩ সেকেন্ড পর ফোন লক হয়ে যাবে।
-
এভাবে আপনার নির্ধারিত সময় পর্যন্ত লক থাকবে।সময় শেষ হলে ফোন আবার আগের মত আনলক করতে পারবেন।
-
আপনার নোটিফিকেশন পেনেল থেকে অবশিষ্ট সময় দেখতে পারবেন।
-
অ্যাপটি ব্যবহার করতে না চাইলে বা অ্যাপ আনইন্সটল করতে ডিভাইন অ্যাডমিনিস্ট্রেশন অফ করে নিন।
-
অফ হওয়ার পর অ্যাপটি আনইন্সটল করা সম্ভব হবে এবং ফোন লক ফিচার অফ হয়ে যাবে।
পূর্ববর্তী পোস্ট সমুহ:
মন্তব্য:
পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। পোস্ট সম্পর্কিত কোন তথ্য বা মতামতের জন্য কমেন্ট করে জানান।টেক বিষয়ে যাবতীয় কোন সমস্যার জন্য কমেন্ট করুন।
সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen
এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ।তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না(করাতো দূরে থাক)।যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন।ধন্যবাদ।
Trickbd তে শেখাতে এসেছি । যা জানি তা শেখাব এবং যা জানি না তাও শেখাব।
Shaheen UddoulaShaheen Uddoula
Author
Trickbd তে শেখাতে এসেছি । যা জানি তা শেখাব এবং যা জানি না তাও শেখাব। কেননা শেখার কোন শেষ নেই।
তারপরেও ধন্যবাদ।উপকারী পোস্ট
”joto unnoti totoi khhoti”
আমি Fully Addicted Phone.
Now It’s Time To Change..