সাবাই কেমন আছেন?
আশা করি সকলেই ভালো আছেন।
কম্পিউটার আমরা অনেকেই ব্যবহার করি, তাই আমরা প্রায় সকলেই জানি যে কম্পিউটারের সাথে থাকে বড় একটি মনিটর।
তবে কেমন হয় যদি আপনার হাতের স্মার্টফোনটিকে কম্পিউটারের একটি মনিটরে পরিণত করা সম্ভব হয়। অসম্ভব এ বিষয় সম্ভব করে তুলেছে একটি অ্যাপ।
প্রফেশনাল কাজে কম্পিউটারে একাধিক মনিটর ব্যবহার করতে অনেককেই দেখা যায়। অনেকের পক্ষে অবশ্য আলাদা একটি মনিটর কেনা সম্ভব হয়ে উঠে না ফিন্যানশিয়াল কারনের জন্য।
এ ক্ষেত্রে আপনার মোবাইল ফোনটিকে সেকেন্ডারি ডিসপ্লে বানিয়ে আলাদা মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন।
এই অ্যাপটি প্লে-স্টোর অথবা, নিচে থেকে বিনামুল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে,
অ্যাপটি নিচে থেকে ডাউনলোড করেতে ডাউনলোড লিখাতে ক্লিক করুন:-
এখন কিছু স্কিনসট দেখে নেওয়া যাক:-
এখন অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করে ব্যবহার করতে হলে, আপনাকে আপনার কম্পিউটাররে সঙ্গে ফোনের সংযোগ করতে অবশ্যই একই নেটওয়ার্কের ইন্টারনেট সংযোগ লাগবে।
কানেক্ট হয়ে গেলে একটি পপ আপ দেখতে পাবেন, সেখান থেকে অন/ওকে করে নিন।
এরপর কিভাবে অ্যাপটি ব্যবহার করতে হবে তা বিস্তারিত অ্যাপের সেটিংস মেন্যুতে রয়েছে তা দেখলেই বুঝতে পারবেন।
আপনি চাইলে স্ক্রিন রেজুলেশন অনুযায়ী শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিন রেজুলেশন সেটিংস থেকে নির্বাচন করে দিতে হবে।
এটির সাহায্যে রিমোর্ট কট্রোল হিসেবে পিসিকে নিয়ন্ত্রণও করা যাবে।
এক কথায় এই অ্যাপটি মূলত ফোনকে কম্পিউটারের মনিটর এর পরিবর্তে ব্যবহার করতে সাহায্য করবে।
অ্যাপটিতে কোন রকম বিজ্ঞাপনের ঝামেলা নেই। গুগল প্লে থেকে অ্যাপটি এক লাখের অধিক বার ডাউনলোড হয়েছে।
কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন,
ধন্যবাদ।