সাবাই কেমন আছেন?

আশা করি সকলেই ভালো আছেন।

কম্পিউটার আমরা অনেকেই ব্যবহার করি, তাই আমরা প্রায় সকলেই জানি যে কম্পিউটারের সাথে থাকে বড় একটি মনিটর।

তবে কেমন হয় যদি আপনার হাতের স্মার্টফোনটিকে কম্পিউটারের একটি মনিটরে পরিণত করা সম্ভব হয়। অসম্ভব এ বিষয় সম্ভব করে তুলেছে একটি অ্যাপ।

প্রফেশনাল কাজে কম্পিউটারে একাধিক মনিটর ব্যবহার করতে অনেককেই দেখা যায়। অনেকের পক্ষে অবশ্য আলাদা একটি মনিটর কেনা সম্ভব হয়ে উঠে না ফিন্যানশিয়াল কারনের জন্য।

এ ক্ষেত্রে আপনার মোবাইল ফোনটিকে সেকেন্ডারি ডিসপ্লে বানিয়ে আলাদা মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন।

এই অ্যাপটি প্লে-স্টোর অথবা, নিচে থেকে বিনামুল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে,

অ্যাপটি নিচে থেকে ডাউনলোড করেতে ডাউনলোড লিখাতে ক্লিক করুন:-

ডাউনলোড

এখন কিছু স্কিনসট দেখে নেওয়া যাক:-

এখন অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করে ব্যবহার করতে হলে, আপনাকে আপনার কম্পিউটাররে সঙ্গে ফোনের সংযোগ করতে অবশ্যই একই নেটওয়ার্কের ইন্টারনেট সংযোগ লাগবে।

কানেক্ট হয়ে গেলে একটি পপ আপ দেখতে পাবেন, সেখান থেকে অন/ওকে করে নিন।

এরপর কিভাবে অ্যাপটি ব্যবহার করতে হবে তা বিস্তারিত অ্যাপের সেটিংস মেন্যুতে রয়েছে তা দেখলেই বুঝতে পারবেন।

আপনি চাইলে স্ক্রিন রেজুলেশন অনুযায়ী শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিন রেজুলেশন সেটিংস থেকে নির্বাচন করে দিতে হবে।

এটির সাহায্যে রিমোর্ট কট্রোল হিসেবে পিসিকে নিয়ন্ত্রণও করা যাবে।

এক কথায় এই অ্যাপটি মূলত ফোনকে কম্পিউটারের মনিটর এর পরিবর্তে ব্যবহার করতে সাহায্য করবে।

অ্যাপটিতে কোন রকম বিজ্ঞাপনের ঝামেলা নেই। গুগল প্লে থেকে অ্যাপটি এক লাখের অধিক বার ডাউনলোড হয়েছে।

কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন,

ধন্যবাদ

42 thoughts on "[Must see] আপনার হাতের স্মার্টফোনটিকে কম্পিউটারের মনিটরে পরিণত করুন!!!"

    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ ব্রাদার
  1. abu_saiful Contributor says:
    Ata ki luncher
    1. SajibDas Author Post Creator says:
      না ব্রো,পোষ্টি সম্পূর্ন পড়ুন তাহলেই বুঝতে পারবেন,
      ধন্যবাদ।
  2. Bappy Subscriber says:
    Author koro..
    1. SajibDas Author Post Creator says:
      কাকে বলছেন ভাই?
    1. SajibDas Author Post Creator says:
  3. Dx Sohel Contributor says:
    দারুন
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।।
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।
    2. SajibDas Author Post Creator says:
      বানিয়ে বানিয়ে তো আর লিখতে পারবো না,ব্রাদার।
  4. YASIR-YCS Author says:
    আমার জানা মতে এত অল্প ডিটেলস এর পোস্ট ট্রিকবিডি তে পাব্লিশ করা হয় না। ভাই আরো কিছু স্ক্রিনশট যুক্ত করুন। আরো কিছু তথ্য দিয়ে পোস্ট টি সম্পূর্ণ করুন। এত অল্পে তেমন কিছু বুজা গেল না।
    1. Md Jisan Contributor says:
      ঠিক বলছেন
    2. SajibDas Author Post Creator says:
      ভাই,,ট্রিকবিডিতে এর থেকে কম তথ্য দিয়েও পোষ্ট দেওয়া হচ্ছে,,আর এখানে না বুঝার মতো তো কিছু নেই, আর অ্যাপটি দিয়ে যতটুকু কাজ হয় তার সবটাই লিখেছি।
    3. SajibDas Author Post Creator says:
      বানিয়ে বানিয়ে তো আর লিখতে পারবো না,ব্রাদার।
    4. SajibDas Author Post Creator says:
      ভাই অ্যাপটি মূলত মনিটরের পরিবর্তে ফোন ব্যবহার।
    5. YASIR-YCS Author says:
      ফোনে কোন কাজ করতে হবে না,ম
    6. SajibDas Author Post Creator says:
      ভাই পোষ্ট একটু অাপডেট করা হয়েছে,
      আর এইটা ফোনে ফোনে হবে না,,,শুধু মাত্র কম্পিউটারে মনিটরের পরিবর্তে এইটা ব্যবহার করতে পারবেন।
    7. YASIR-YCS Author says:
      গুড
    8. SajibDas Author Post Creator says:
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।
  5. Raju ✅ Contributor says:
    এইড্যাও পোস্ট!
    1. SajibDas Author Post Creator says:
      ক্যান কি মনে হচ্ছে?
  6. MD Rayhan Hossen Contributor says:
    ভাল্লাগছে
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ Bro
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ
  7. Masum ahmed Contributor says:
    internet connection chara data cable diya hobr na?
    1. SajibDas Author Post Creator says:
      ডাটা কেবল দিয়েও হয় তবে,এইটা দিয়ে হবে না।
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।
  8. Junaid Author says:
    পুস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।
    1. SajibDas Author Post Creator says:
      ভাই আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
  9. Junaid Author says:
    Welcome.ট্রিকবিডির সাথেই থাকুন।
    1. SajibDas Author Post Creator says:
      জ্বি ব্রাদার
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।
  10. Tahsin Author says:
    হা হা হা লাঞ্চার দিয়ে থিম পরিবর্তন করলেই মনিটর হয়ে যায়???????????????হায়রে Trickbd
    1. SajibDas Author Post Creator says:
      বোকার মতো কথা না বলে সম্পূর্ন পোষ্টি ভালো ভাবে পড়ুন।

Leave a Reply