***আসসালামু আলাইকুম***
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
.
আজ আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনি pc/xbox/ps4 এর গেম আপনার এন্ড্রয়েডেই খেলবেন। তো আপনি মনে করতে পারেন যে PsP এর গেম ডাউনলোড করে হয়তো PSP Emulator দিয়ে কিভাবে খেলতে হয় তা দেখাবে!! কিন্তু না আপনি পিসি/কম্পিউটারের জনপ্রিয় গেমগুলোও খেলতে পারবেন ক্লাউড গেমিং এর মাধ্যমে। না, ভাই আলাদাভাবে কোন কিছু ডাউনলোড করতে হবে না। আগে কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিই।
.
Q : তো ক্লাউড স্টোরেজ শুনছিলাম, ক্লাউড গেমিং আবার কি??
A : আরে বলছি, ক্লাউড গেমিং এর মাধ্যমে আপনি তাদের সার্ভারে থাকা সকল গেমস খেলতে পারবেন। তাদের ক্লাউড থেকে সরাসরি ক্লাউড গেমিং এর সুবিধা পাবেন।
.
Q : এই গেমগুলো খেলতে নেট কানেকশন লাগবে কি?
A : হুম, নেট কানেকশন ছাড়া তো অ্যাপে ঢুকতেই পারবেন না।
.
Q : ভাই, কত এম্বি কাটে?
A : ভাইয়া, আমার তো প্রতি সেকেন্ডে ৮০/১০০ কেবি কাটছিল। তবে জায়গা/কানেকশন ভেদে স্পিড বাড়তে বা কমতে পারে।
.
Q : অ্যাপটি কি পুরো ফ্রি? নাকি টাকা দেওয়া লাগবে?
A : এই অ্যাপটি পেইড। অর্থাৎ আপনাকে টাকা দিয়ে তাদের গেমগুলো খেলতে হবে। কিন্তু কিছু গেম ফ্রিতে ৩০ মিনিট করে খেলতে পারবেন।
.
তো প্রশ্ন-উত্তর পর্ব শেষ এবার রিভিউ শুরু করা যাক।
.
প্রথমে প্লে-স্টোর এর স্ক্রিনশটগুলো দেখে আসি
.
তো প্রথমে নিচ থেকে ডাউনলোড করে নিন….
PLAY STORE LINK
সাইজ : ৩৪ এম্বি মাত্র
.
এবার অ্যাপটি ওপেন করুন…
তারপর Guest এ ক্লিক করুন। SignUP করতে চাইলে করতে পারেন। তারপর নিচের মতো আসবে,
এবার Try it for free থেকে যেকোন একটি গেম সিলেক্ট করুন। আমি WWE সিলেক্ট করছি।
তারপর Start Game এ ক্লিক করুন…
এবার নিচের মতো সার্ভার চেক করবে। এটা প্রথমবার হয় তাই ১০/১৫ মিনিট মতো সময় লাগতে পারে। যত স্পিড ভালো পাবে ততো তাড়াতাড়ি শেষ হবে। (সত্যি বলতে আজ আমার নেটের স্পিড তুলনামূলকভাবে কম পাচ্ছিলাম এবং বেশিরভাগ সময়ে ডিসকানেক্ট হচ্ছিল, তাই গেমটি HD তে লোড নিতে পারেনি।)
এবার OK ক্লিক করার পর, Start লেখা আসলে সেখানে ক্লিক করুন…
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন নিচের মতো আসলে যেকোনো একস্থানে ক্লিক করুন…
দেখুন এইবার আপনার গেম শুরু হয়ে গেছে। আবার সাথে কন্ট্রোলারও আছে। যারা বুঝেন তাদের কন্ট্রোলার ব্যবহার করতে অসুবিধা হবেনা…
.
ফ্রিতে অনেক ওপেনওয়ার্ল্ড গেম খেলতে পারবেন। সেটার কিছু স্ক্রিনশট দেখুন…
আরেকটি ফ্রি গেমের স্ক্রিনশট দেখে আসি….
.
জেনে নিন : এতে রয়েছে ২০০ টিরও বেশি ক্লাউড পিসি গেমস। সাথে আপনি চাইলে সরাসরি এখান থেকে স্ক্রিন রেকর্ডও করতে পারবেন। এছাড়া বন্ধুদের সাথে মাল্টিপ্লেয়ারে খেলতে পারবেন। নেট কানেকশন ভালো থাকলে গেমটি HD তে লোড নিবে।
এখন জিজ্ঞাসা করতে পারেন এই অ্যাপটির মোড ভার্সন দিতে। কিন্তু সব অ্যাপেরই মোড ভার্সন থাকে না। কিন্তু এই অ্যাপের মোড ভার্সন অনেক জায়গায় টাইটেল এ আছে কিন্তু আমার জানামতে আমি পাইনি। তাই কেউ পেলে অবশ্যই কমেন্টে জানাবেন।
.
বি:দ্র : এই পোষ্টটি আগে ট্রিকবিডিতে করা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ এপর্যন্ত। আগামীতে আরো ভালো কিছু নিয়ে হাজির হবো। সবাই পাশে থাকবেন। ভালো থাকবেন । বিদায়।