***আসসালামু আলাইকুম***
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
.
আজ আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনি pc/xbox/ps4 এর গেম আপনার এন্ড্রয়েডেই খেলবেন। তো আপনি মনে করতে পারেন যে PsP এর গেম ডাউনলোড করে হয়তো PSP Emulator দিয়ে কিভাবে খেলতে হয় তা দেখাবে!! কিন্তু না আপনি পিসি/কম্পিউটারের জনপ্রিয় গেমগুলোও খেলতে পারবেন ক্লাউড গেমিং এর মাধ্যমে। না, ভাই আলাদাভাবে কোন কিছু ডাউনলোড করতে হবে না। আগে কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিই।
.
Q : তো ক্লাউড স্টোরেজ শুনছিলাম, ক্লাউড গেমিং আবার কি??
A : আরে বলছি, ক্লাউড গেমিং এর মাধ্যমে আপনি তাদের সার্ভারে থাকা সকল গেমস খেলতে পারবেন। তাদের ক্লাউড থেকে সরাসরি ক্লাউড গেমিং এর সুবিধা পাবেন।
.
Q : এই গেমগুলো খেলতে নেট কানেকশন লাগবে কি?
A : হুম, নেট কানেকশন ছাড়া তো অ্যাপে ঢুকতেই পারবেন না।
.
Q : ভাই, কত এম্বি কাটে?
A : ভাইয়া, আমার তো প্রতি সেকেন্ডে ৮০/১০০ কেবি কাটছিল। তবে জায়গা/কানেকশন ভেদে স্পিড বাড়তে বা কমতে পারে।
.
Q : অ্যাপটি কি পুরো ফ্রি? নাকি টাকা দেওয়া লাগবে?
A : এই অ্যাপটি পেইড। অর্থাৎ আপনাকে টাকা দিয়ে তাদের গেমগুলো খেলতে হবে। কিন্তু কিছু গেম ফ্রিতে ৩০ মিনিট করে খেলতে পারবেন।
.
তো প্রশ্ন-উত্তর পর্ব শেষ এবার রিভিউ শুরু করা যাক।
.
প্রথমে প্লে-স্টোর এর স্ক্রিনশটগুলো দেখে আসি
.
তো প্রথমে নিচ থেকে ডাউনলোড করে নিন….
সাইজ : ৩৪ এম্বি মাত্র
.
এবার অ্যাপটি ওপেন করুন…
তারপর Guest এ ক্লিক করুন। SignUP করতে চাইলে করতে পারেন। তারপর নিচের মতো আসবে,
এবার Try it for free থেকে যেকোন একটি গেম সিলেক্ট করুন। আমি WWE সিলেক্ট করছি।
তারপর Start Game এ ক্লিক করুন…
এবার নিচের মতো সার্ভার চেক করবে। এটা প্রথমবার হয় তাই ১০/১৫ মিনিট মতো সময় লাগতে পারে। যত স্পিড ভালো পাবে ততো তাড়াতাড়ি শেষ হবে। (সত্যি বলতে আজ আমার নেটের স্পিড তুলনামূলকভাবে কম পাচ্ছিলাম এবং বেশিরভাগ সময়ে ডিসকানেক্ট হচ্ছিল, তাই গেমটি HD তে লোড নিতে পারেনি।)
এবার OK ক্লিক করার পর, Start লেখা আসলে সেখানে ক্লিক করুন…
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন নিচের মতো আসলে যেকোনো একস্থানে ক্লিক করুন…
দেখুন এইবার আপনার গেম শুরু হয়ে গেছে। আবার সাথে কন্ট্রোলারও আছে। যারা বুঝেন তাদের কন্ট্রোলার ব্যবহার করতে অসুবিধা হবেনা…
.
ফ্রিতে অনেক ওপেনওয়ার্ল্ড গেম খেলতে পারবেন। সেটার কিছু স্ক্রিনশট দেখুন…
আরেকটি ফ্রি গেমের স্ক্রিনশট দেখে আসি….
.
জেনে নিন : এতে রয়েছে ২০০ টিরও বেশি ক্লাউড পিসি গেমস। সাথে আপনি চাইলে সরাসরি এখান থেকে স্ক্রিন রেকর্ডও করতে পারবেন। এছাড়া বন্ধুদের সাথে মাল্টিপ্লেয়ারে খেলতে পারবেন। নেট কানেকশন ভালো থাকলে গেমটি HD তে লোড নিবে।
এখন জিজ্ঞাসা করতে পারেন এই অ্যাপটির মোড ভার্সন দিতে। কিন্তু সব অ্যাপেরই মোড ভার্সন থাকে না। কিন্তু এই অ্যাপের মোড ভার্সন অনেক জায়গায় টাইটেল এ আছে কিন্তু আমার জানামতে আমি পাইনি। তাই কেউ পেলে অবশ্যই কমেন্টে জানাবেন।
.
বি:দ্র : এই পোষ্টটি আগে ট্রিকবিডিতে করা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ এপর্যন্ত। আগামীতে আরো ভালো কিছু নিয়ে হাজির হবো। সবাই পাশে থাকবেন। ভালো থাকবেন । বিদায়।
আর মন্তব্য করতে ভুলবেন না।
ওয়াও!!!!!
হুম?
গেমটা সুন্দর।
এটা গেম নয়, এটা একটা অ্যাপ। এর মাধ্যমে আপনি অনলাইনে ক্লাউড স্টোরেজ থেকে গেম খেলতে পারবেন। তবে এর মধ্যে থাকা সবগুলো গেমই সুন্দর।
nice post
ধন্যবাদ, ভাইয়া।
bhai e app ta work kore kinto apner speed atlest 3mpbs hote hobe. wifi lagbe sim diye cha la le beshi mb jabe.
না, ভাইয়া। আপনার স্পিড ৩০০ কেবি হলেও স্মুথলি চলবে। আমি নিজে খেলেছি তাই এক্সপেরিয়েন্স আমারও আছে। ধন্যবাদ।
Vai at least 150-200 kbs speed lagbe
হুম, সেটাই। আমার ফোনে ১৫০ এ চালিয়েছি।
help me
pc er jonno konn video player best.
Pot Player সবচেয়ে ভালো✌?
tnx bro
আপনার বলে দেয়া দরকার ছিল যে, This is Only for Wifi users!
না, ব্রো। সিমেও খেললে বেশি এম্বি কাটে না।?
তবুও! ?
বুঝলাম?…?
?
id change kore khela jabe?
আপনি Guest মোড ব্যবহার করেন। ৩০ মিনিট হলে ক্লিয়ার ডাটা দিয়ে আবার খেলতে পারবেন। ✌ প্রবলেম হলে ফেসবুকে যোগাযোগ করুন।?
ভাই গেম গুলো কি ১ গিগা র্যাম এ খেলা যাবে?
fifa 17,pes 17
মানে কিসে খেলার কথা বলছেন আমার দেওয়া অ্যাপ এ? নাকি আপনার ফোনে? বুঝিয়ে বলুন।
Phone e.. 1gb ram e ki apner dea game gula khela jabe??
হুম, পারবেন।
আচ্ছা, Gta v কি চলবে?
আর ফোনের কনফিগারেশন কেমন হতে হবে?
না, ভাইয়া এটাতে GTA V নেই। তবে GTA V এর মতো আরো অনেক ওপেন ওয়ার্ল্ড গেম আছে। আর ফোনের কনফিগারেশন বলতে কি বোঝাতে চেয়েছেন সেটা বলবেন…জিটিএ ৫ খেলার জন্য কনফিগারেশন? নাকি এই অ্যাপ রান করার জন্য কনফিগারেশন? ধন্যবাদ।
but gloud games apps a to gta v acha bro.ja kalar jonne obosoy apnar id 10level ar upore hote hobe ami ay gloud games appti goto 1 year jabot babohar kori
দুঃখিত, আমি তো জানতাম না। ধন্যবাদ। পোষ্টটি আপডেট করে দিচ্ছি।
Ami cloud gaming kori but GTA Valo mone Hoi nai akhane
আছে হয়ত…আমি তো দেখলাম না??।
Ai emulator ar koyekta game link din
এই ইমুলেটর এর মধ্যেই গেম আছে। আলাদাভাবে ডাউনলোড করা লাগবেনা। ধন্যবাদ।
ok tnx.
wlc bro✌
Apni onnnano pray sob pc games e play korte parben but wifi na thakle try korben na tahole lalbati jolbe
হাহা, না ভাইয়া। এতে নেট কম কাটে। ধন্যবাদ।
Ami kelsi onek Kate. Sei kstone phone a rakhini software ta
হতেও পারে, নেটওয়ার্ক ভেদে।
এগুলো কী online game?
হুম… ?
GTA Valo nai post update korun. ..
আচ্ছা☺
Good
ধন্যবাদ, ভাইয়া।
Bookmarked ?.
ধন্যবাদ, ব্রো।