আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন আগে আমি FL Studio Mobile এর উপর ভিত্তি করে একটি পোষ্ট করেছিলাম।উক্ত পোষ্টে আমি ডাওনলোড এবং ইন্সটল করা পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছি।যারা এখনো এই এপস টি ইন্সটল করেন নি বা এটার বিষয়ে কিছু জানেন না তারা আমার আগের পোষ্ট টি দেখে আসুন। দুর্ভাগ্য বশত ঐ পোষ্টে আমি যে লিংক টি শেয়ার করেছিলাম ঐ লিংক টি এখন আর কাজ করেনা তাই এই পোষ্টে আমি নতুন একটা লিংক দিব।সফটওয়্যার টি ডাওনলোড করতে এখানে ক্লিক করুন এবং নিচের ছবি গুলো অনুসরণ করুন।।।।।
ধরুন আপনি সফল ভাবে ইন্সটল করেছেন। এবার আসি কাজের কথায় এর কাজ অনেক তা আমি আগেই বলেছি যেমন; নতুন মিউজিক বানানো,গান ডিজে বা রিমিক্স করা,উন্নত মানের পিয়ানো হিসেবে ব্যবহার করা এবং উপরের কোন কিছুতেই যদি আপনার দক্ষতা না থাকে তাহলে কারাওকের সাথে নিজে গান গেয়ে প্রফেশনাল গায়কদের মতো গান করতে পারবেন।
আর আজকের এই পোষ্টে আমি এটাই আলোচনা করবো যে,কিভবে Fl Studio Mobile দিয়ে গান রেকর্ড করা যায়।তাই সম্পূর্ন পোষ্টটি পড়তে থাকুন এবং নিচের ছবি গুলো ভালো ভাবে অনুসরণ করুন।
প্রথমে ইউটিউব থেকে বা ওয়েবসাইট থেকে একটি কারাওকে mp3 ফরম্যাট এ ডাওনলোড করুন। কারাওকে youtube এ ভুরি ভুরি।শুধু গানের নামের শেষে karaoke শব্দটা যোগ করলেই হবে।তারপর vidmate বা tubemate বা যেকোন ইউটিউব ভিডিও ডাওনলোডার দিয়ে mp3 ফরমাটে ডাওনলোড করবেন।
তারপর কারাওকে টি কপি করুন তারপর আপনার ফোন মেমোরি বা enternal storage এ দেখুন FLM User File নামে একটি ফোল্ডার আছে সেই ফোল্ডারে প্রবেশ করার পর আরো অনেক ফোল্ডার পাবেন তারপর My recording ফোল্ডারে প্রবেশ করুন এবং কারাওকে টি past করে দিন।
এবার এপস টি ওপেন করুন এবং ছবি গুলো অনুসরণ করুন।
ধরুন সব কাজ শেষ এবার গান টি সেভ করুন
তারপর উপরের ছবির মত সেভ হবে ।কিছুক্ষন অপেক্ষা করতে হবে ।ধরুন সেভ হয়ে গেছে এবার খুজে বের করার পালা।
কোন সমস্যা হলে কমেন্ট করুন। আজ এই পর্যন্তই আগামি পোষ্টে এই এপ্স এর অন্য কাজ নিয়ে হাজির হব।
প্রয়োজনে ফেইছবুকে আমিযারা পিয়ানো বাজানো শিখতে চান তারা আমার একমাত্র পিয়ানোর চ্যানেলBangla Pinao24 এ ঘুরে আসতে পারেন।
যারা Youtube দেখে পিয়ানো শিখেন তাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।ধন্যবাদ সবাই কে এতো বড় পোষ্ট টি পড়ার জন্য
*****বাকি টিউন গুলো পেতে প্রতিদিন ট্রিকবিডি ভিজিট করুন।*****
[বিঃদ্রঃএই এপসটির সম্পুর্ন সাইজ ৭০০ এম্বির মতো তাই কেউ না বুঝে টাকা নষ্ট করবেন না।আর ডাওনলোড করার পর যদি ইন্সটলে কোন প্রবলেম হয় তাহলে ডিলেট না আমাকে একটি মেসেজ দিন ফেইছবুকে]