Site icon Trickbd.com

[2.56MB] Robi/Airtel ইয়ন্ডার মিউজিক এর মত কোটি কোটি গান শুনুন ফ্রি মিউজিক অ্যাপ দিয়ে।[চার্জ প্রজোয্য][Free Music]

Unnamed

রবি/এয়ারটেল Younder চলে যাওয়াতে অনেকেই শোকাহত। আমি নিজেও তা কাটিয়ে উঠতে পারিনি। তাই অনেক কষ্টে এর মতই একটি ছোটখাট অ্যাপ চালিয়ে কষ্ট দূর করার চেষ্টায় আছি। যে সকল কারণে আমার এই অ্যাপ ভাল লাগত তা নিচে বলছি।

Yonder Music


১. ফ্রীতে চালানো যায়।
২. অসংখ্য গান রয়েছে। ( প্রায় সব? )
৩. গানের কোয়ালিটি সেই।
৪. অ্যাড ফ্রী?।
৫. যেকোনো গান খুজার ঝামেলা নেই। এক ক্লিক যথেষ্ট।
৬. আরো বেশ কিছু ফিচার।

এই ধরণের কোনো অ্যাপ যদি আর না থাকে কেমন লাগে। এই অ্যাপ এর আগে ডিজার ইউস করতাম। সেখানে ফ্রী না হলেও প্রায় সব সেইম ফিচার ছিল+ Lyricks এর সুব্যবস্তা ছিল। কিন্তু অ্যাপ টি টাকা চায়। শুধু ১৫ দিন ফ্রী তে চালাতে দেয়। এর পরে Yonder পেয়ে ত আমি পুরাই পাগল। কিন্তু এখন তাও নেই। তাই গুগলে গুতাগুতি করে একটি না কয়েকটি এর ব্যাতিক্রম হিসেবে পেয়েছি।

মিউজিক অ্যাপ


1. Soundcloud
2. Rocket Music Player
3. Free Music

আজকে যে অ্যাপ এর কথা বলব তা হল ফ্রী মিউজিক। এটি মূলত সাউন্ডক্লাউড থেকে গান প্লে করে। এই মিজিক প্লেয়ার টি আমি ইউস করার কারণ হল অ্যাপ টি খুবই সিম্পল। এর সাইয মাত্র ২ এমবি। অ্যাপ টি অনলাইন থেকে প্লে করার পাশাপাশি আপনার মেমোরি তে থাকা গান প্লে করতে পারে।এতে রয়েছে লাখ লাখ গান, এর মানে ইয়ন্ডার এর মত আপনি অসংখ্য গান খুব সহজেই পেয়ে যাবেন।অ্যাপ টি তে যা ভাল লাগে নি তা হল অ্যাড। তবে লাকি পেচার দিয়ে রিমুভ করে চালাতে পারেন চাইলে??।

App Review+Details


১. ফ্রিতে চালানো যায়। টাকা লাগে না কিন্তু এম্বি লাগে।
২. গানের কোয়ালিটি সেই।
৩. অ্যাড আছে।
৪. অসংখ্য গান আছে ( প্রায় সব? )
৫. যেকোনো গান খুজার ঝামেলা নেয়। এক ক্লিক যথেষ্ট।
৬. আরো বেশ কিছু ফিচার।
Play Store Link 2.56MB

অ্যাপ টি নিয়ে পোস্ট করার মানে এই নয় যে আপনি ইয়ন্ডার এর মত ফ্রীতে শুনতে পারবেন। অনলাইনে গান খুজে পাওয়ার সমস্যা থেকে মুক্তির জন্যিই এবং এর কম সাইজ দেখে পোস্ট টি করা। অ্যাপ এর সাইজ খুবই কম। তেমন কোনো ফিচার নেই গান প্লে করা ছাড়া এই কারণে অনলাইনে প্লে করা গান সেইভ করা যায় না।