রবি/এয়ারটেল Younder চলে যাওয়াতে অনেকেই শোকাহত। আমি নিজেও তা কাটিয়ে উঠতে পারিনি। তাই অনেক কষ্টে এর মতই একটি ছোটখাট অ্যাপ চালিয়ে কষ্ট দূর করার চেষ্টায় আছি। যে সকল কারণে আমার এই অ্যাপ ভাল লাগত তা নিচে বলছি।

Yonder Music


১. ফ্রীতে চালানো যায়।
২. অসংখ্য গান রয়েছে। ( প্রায় সব? )
৩. গানের কোয়ালিটি সেই।
৪. অ্যাড ফ্রী?।
৫. যেকোনো গান খুজার ঝামেলা নেই। এক ক্লিক যথেষ্ট।
৬. আরো বেশ কিছু ফিচার।

এই ধরণের কোনো অ্যাপ যদি আর না থাকে কেমন লাগে। এই অ্যাপ এর আগে ডিজার ইউস করতাম। সেখানে ফ্রী না হলেও প্রায় সব সেইম ফিচার ছিল+ Lyricks এর সুব্যবস্তা ছিল। কিন্তু অ্যাপ টি টাকা চায়। শুধু ১৫ দিন ফ্রী তে চালাতে দেয়। এর পরে Yonder পেয়ে ত আমি পুরাই পাগল। কিন্তু এখন তাও নেই। তাই গুগলে গুতাগুতি করে একটি না কয়েকটি এর ব্যাতিক্রম হিসেবে পেয়েছি।

মিউজিক অ্যাপ


1. Soundcloud
2. Rocket Music Player
3. Free Music

আজকে যে অ্যাপ এর কথা বলব তা হল ফ্রী মিউজিক। এটি মূলত সাউন্ডক্লাউড থেকে গান প্লে করে। এই মিজিক প্লেয়ার টি আমি ইউস করার কারণ হল অ্যাপ টি খুবই সিম্পল। এর সাইয মাত্র ২ এমবি। অ্যাপ টি অনলাইন থেকে প্লে করার পাশাপাশি আপনার মেমোরি তে থাকা গান প্লে করতে পারে।এতে রয়েছে লাখ লাখ গান, এর মানে ইয়ন্ডার এর মত আপনি অসংখ্য গান খুব সহজেই পেয়ে যাবেন।অ্যাপ টি তে যা ভাল লাগে নি তা হল অ্যাড। তবে লাকি পেচার দিয়ে রিমুভ করে চালাতে পারেন চাইলে??।

App Review+Details


১. ফ্রিতে চালানো যায়। টাকা লাগে না কিন্তু এম্বি লাগে।
২. গানের কোয়ালিটি সেই।
৩. অ্যাড আছে।
৪. অসংখ্য গান আছে ( প্রায় সব? )
৫. যেকোনো গান খুজার ঝামেলা নেয়। এক ক্লিক যথেষ্ট।
৬. আরো বেশ কিছু ফিচার।
Play Store Link 2.56MB

অ্যাপ টি নিয়ে পোস্ট করার মানে এই নয় যে আপনি ইয়ন্ডার এর মত ফ্রীতে শুনতে পারবেন। অনলাইনে গান খুজে পাওয়ার সমস্যা থেকে মুক্তির জন্যিই এবং এর কম সাইজ দেখে পোস্ট টি করা। অ্যাপ এর সাইজ খুবই কম। তেমন কোনো ফিচার নেই গান প্লে করা ছাড়া এই কারণে অনলাইনে প্লে করা গান সেইভ করা যায় না।



49 thoughts on "[2.56MB] Robi/Airtel ইয়ন্ডার মিউজিক এর মত কোটি কোটি গান শুনুন ফ্রি মিউজিক অ্যাপ দিয়ে।[চার্জ প্রজোয্য][Free Music]"

  1. Labib Author says:
    ভালো, কিন্তু ফ্রি নয়। Wifi user দের জন্য ভালো।
    আর নিজের পোষ্টে নিজে লাইক?
    1. Labib Author says:
      Please don’t mind.
    2. YASIR-YCS Author Post Creator says:
      ??। আমি নিজেও অবাক নিজের পোস্ট এ নিজের লাইক অপশন টা দেখে। ট্রাই করলাম??
  2. Prince Contributor says:
    গনা শুনতে কি এমবি লাগবে?
  3. Prince Contributor says:
    ঐ বেটা তাহলে ইয়ন্ডারের সাথে তুলনা করছো কেন? #YASIR
    1. YASIR-YCS Author Post Creator says:
      পোস্ট এই বলে দিসি বেটা। ইয়ন্ডার এর সাথে তুলনা মানে যে ফ্রী হতে হবে তা কেডা বলসে।
    2. Prince Contributor says:
      পাকনামো করিস কেন?
    3. Labib Author says:
      খারাপ কথা বলবেন না।
    4. YASIR-YCS Author Post Creator says:
      ভাই আপনি আবা* হলে আমার দোষ কোথায়।
    5. Prince Contributor says:
      তোরে লাথ্থি মারমু পাউল, তুই গার তেরামি করিস কেন,তুই তো অথর, তোর ধৈর্য থাকা প্রয়োজন, তোর সাথে তো সাধারন ইউজার উল্টাপাল্টা বলবেই, তুই সেটা ঠান্ডা মাথায় বুজিয়ে বল।
    6. YASIR-YCS Author Post Creator says:
      আপনার মত ইউজার দের এর চেয়ে বেশি সম্মান দেয়া ভাল না। কারণ আপনি যে এক নাম্বারের বেয়াদব তা আপনার দ্বিতীয় কমেন্টে বুজে গেসি। আর আমি অই সব লেখক দের মত না যারা আপনার মত আবা* দের থেকে বিনা কারণে গালি শুনে চুপ বসে থাকব।
  4. Md Ashik Hossain Contributor says:
    Younder music ar ke hoysa??
    1. YASIR-YCS Author Post Creator says:
      মারা গেসে??
  5. EvilBoy Rain Contributor says:
    Younder app er ki hoyse?
  6. Skp2 Contributor says:
    এমবি তো ভাই Taka দিয়েই কিনতে হয়,,তাহলে ফ্রি হয় কেমনে????
    1. YASIR-YCS Author Post Creator says:
      হয়ত আমার টাইটেলের কারণে অনেকের সমস্যা হচ্ছে।
      অ্যাপ এর নাম ফ্রী মিউজিক
      আর আপনি ফ্রী তে গান শুনতে পারবেন মানে
      প্লে স্টোরে অনেক অ্যাপ আছে যা তে গান শুনতে টাকা লাগে
      যেমন: ডিজার
      এই কারণে বললাম
    2. Skp2 Contributor says:
      এখানে আপনি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব করছে না,,,আজকাল গ্রামিন সিম কোম্পানি তাই বলে দিচ্ছে Data Charge Applicable,,,,,আর তাছাড়া আপনি বলেছেন Yonder music এর কথা,,যা কোনো ডাটা/Taka লাগতো না,,,এভাবে Thumbnail না দিলেও পারতেন।
    3. YASIR-YCS Author Post Creator says:
      আপনি হয়ত Thumbnail=Title বুজাইসেন।
      আমি ইয়ন্ডার এর কথা বলসি কারণ ইয়ন্ডার ফ্রী তে চালানো যায় এই জন্য নয়। কারণ এতে লাখ লাখ গান আছে যা অনলাইনে শুনা যায়। এই ধরণের পাওয়া সহজ না। ইয়ন্ডার এর আগে অনেক কষ্ট করে গান শুনতে হত আমার। এক টা গান এর জন্য ভিবিনয সাইট ঘুরাঘুরি ত আর করা যায় না। আর এই কথা পোস্ট এ ও উল্লেখ করেছি।
      আর হ্যা টাইটেল নিয়ে আমিও তেমন খুশি না?
    4. Skp2 Contributor says:
      টাইটেলটা এইরকম দিলে পারতেন—-Yonder Music নেই তো কি হয়েছে,নিয়ে নিন অসংখ্য গান সংগৃহিত একটা App’s.নাম-Free Music(তবে এমবি লাগবে)।
    5. Skp2 Contributor says:
      ভাই,,কোটিতে চলে গেলেন!!???
    6. YASIR-YCS Author Post Creator says:
      ???
    7. YASIR-YCS Author Post Creator says:
      ব্রা তাদের দাবি Million গান আছে। কোটি ত হবেই।
      Younder এ 20 M দাবি ছিল=২ কোটি??
    8. Mahbub Pathan Author says:
      হুম#skp2 ভাই আপনার কথা ঠিকাছে এবং আপনার টাইটেলটিও।
  7. akashmd01 Contributor says:
    faul post
    1. YASIR-YCS Author Post Creator says:
      হুম?
  8. Mahbub Pathan Author says:
    আসলে আপনি ফ্রি মিউজিক সফটওয়্যার নিয়ে পোস্ট করেছেন, ভালো কথা। কিন্তু রবি এবং এয়ারটেলের ইয়োন্ডার মিউজিকের সাথে তুলনা করে পোস্টটি করাতে সবাই আপনার দোষই দেখবে এবং খারাপ মন্তব্য করবে এটাই স্বাভাবিক। আপনি যে ফ্রিতে গান শোনার কথা বললেন, এইরকম এমবি দিয়েতো আমরা অনলাইনে এবং অন্যান্য সফটওয়্যারে গান শুনতে পারি। ইয়োন্ডার মিউজিকের মত তো আর পুরোই ফ্রি না।
    1. YASIR-YCS Author Post Creator says:
      হুম ব্র। টাইটেল+ পোস্ট এভাবে করা উচিত হয়নি। কিন্তু করতে ইচ্ছে হয়েছে তাই করে ফেললাম?। আর অন্যন্য অনেক সফটওয়ার আমি ইউস করেছি এবং অনেক জায়গায় অনেক সমস্যায় পড়তে হয়েছে। এই কারণে অ্যাপ টি ভাল লাগাই পোস্ট করি।
    2. Mahbub Pathan Author says:
      হুম, ঠিকাছে।
  9. mdanondo Author says:
    ভাই টাইটেল থেকে free music টা বাদ দেন তা হলে ভালো হবে সবার জন্য। কারো কোনো সম্যসা হবে না আশা করি।
    1. YASIR-YCS Author Post Creator says:
      ফ্রী মিউজিক অ্যাপ এর নাম? বাদ কেন যাবে।
    2. mdanondo Author says:
      ওইটা দেখেই তো সবাই মনে করে একদম ফ্রিতে গান শুনা যাবে। কোন এমবি বা নেটকানেক্ট লাগবে না। তাই
    3. YASIR-YCS Author Post Creator says:
      অইটা তারা মনে করবে যারা পোস্ট না পড়ে কমেন্ট করে।
  10. SAJIB Contributor says:
    ai app a bangla song ace?
    1. YASIR-YCS Author Post Creator says:
      জানা নেই। বাংলা শুনি না?
    2. Kirito Contributor says:
      কেউ যদি আপলোড করে থাকে তাহলে থাকবে।
    1. YASIR-YCS Author Post Creator says:
      ??
  11. Shariar R. Arif Contributor says:
    Robi Yondor কত দিন থাকবে ? বলতে পারেন ?
    1. Kirito Contributor says:
      এখনো চলে নাকি?
  12. Fahim Ahmod Contributor says:
    at 6:42 pm
    ভাইয়া,

    ActionTrick.TK দিয়ে আগে ফ্রী ব্রাউজিং করা যেতো এখন যাচ্চে না। কেউ Help করেন

  13. Kirito Contributor says:
    এর চেয়ে ডিরেক্টলি সাউন্ডক্লাউড থেকে শুনলেই হয়। ইন্টারফেস, অফলাইন, অন্যান্য ফিচারের হিসেবে সাউন্ডক্লাউডই ভাল।
    1. YASIR-YCS Author Post Creator says:
      সাইজ?
    2. Kirito Contributor says:
      কিছু পেতে হলে কিছু দিতে হয়। ?
  14. Sarkershajib Contributor says:
    vi,wifi userder jonno ei post??
  15. Biplop Contributor says:
    এটা তো MB দিয়ে শুনতে হয় তাহলে লাভ কি ডাউনলোড করেই শোনলে ভালো হয়।

Leave a Reply