Site icon Trickbd.com

show connected wifi password/কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড {দেখুন}-১ ক্লিকেই]১০০% কাজের[রুট প্রয়োজন]

Unnamed

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

♥আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।♥

টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।

যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।

এখন কাজের কথায় আসি।

কিছু কথা:

আমরা যারা কোন ওয়াইফাই এ কানেক্ট আছি বা কেউ আমাদের ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করে দিয়েছে কিন্তু পাসওয়ার্ড কি, তা বলেনাই।

যার কারনে আমরা অন্য ফোনে ওই ওয়াইফাই টি কানেক্ট করতে পারছিনা।

সেই জন্যই আমি আজকে আপনাদের সাথে connected wifi password দেখতে বা জানতে পারার জন্য এই কাজটি শেয়ার করলাম।

♥♥[বি:দ্র:— এই কাজটি করতে আপনার ফোন অবশ্যই রুট করা থাকতে হবে।]♥♥

******তো কথা না বারিয়ে কাজের কথায় যাই। ********

♥♥এখানে আমি পর্যাপ্ত পরিমান স্ক্রিনশট দিয়েছি।♥♥

তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

♥♥♥আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।♥♥

♦♦আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।♦♦

তো প্রথমে:

এই কাজের জন্য আমাদের ১ এমবি এর একটি এ্যাপ্স এর প্রয়োজন হবে।

এ্যাপ্সটি পেতে google drive এ যান।

এখন,

আপনারা দেখুন,

আমি আমার ফোনটি ওয়াইফাই এর সাথে কানেক্ট করবো।
এবং

connected wifi password জেনে অন্য একটি ফোন একই ওয়াইফাই এ কানেক্ট করবো।

এখন,
আপনারা দেখুন আমার ফোনটি কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে কানেক্ট নাই।

এখন ফোনের সেটিং বা নোটিফিকেশন বার এর ওয়াইফাই

আইকোন টি চাপ দিয়ে ফোনে ওয়াইফাই কানেক্ট করিয়ে নিবো।

একটু অপেক্ষা করি….

তারপর দেখুন,

ওয়াইফাই আইকোনে একটা ওয়াইফাই নেটওয়ার্ক এর নাম দেখাচ্ছে।

আর দেখুন ফোনটি ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে কানেক্ট হয়েছে।

এখন আমি এই connected wifi password পেতে

এই এ্যাপ্স এ প্রবেশ করবো।

এ্যাপ্স টিতে প্রবেশ করলে রুট পারমিশন চাইবে।

Allow করে দেওয়ার পর
এ্যাপ্সটিতে ১ ক্লিকে প্রবেশ করার সাথে সাথেই আমি পেয়ে গেলাম আমার কাঙ্খিত connected wifi password .

আর সাথে দেখুন আমার আগে থেকে connect থাকা wifi গুলোর password.

এখন অন্য একটি ফোনে এই পাসওয়ার্ড দিয়ে ফোনটি এই ওয়াইফাই এর সাথে কানেক্ট করাবো।

দেখুন, এই ফোন কোন ওয়াইফাই এ কানেক্ট করা নাই।

আমি এই ফোনের ওয়াইফাই অপশন থেকে সার্চ করে

SHORNOLOTA JEYELLERS নামে একটি ওয়াইফাই নেটওয়ার্ক পেলাম।

দেখুন, নেটওয়ার্ক টিতে প্রবেশ করতেই পাসওয়ার্ড চাচ্ছে।

এখন, আমি যে connected wifi password .
টি পেয়েছিলাম,
সেই পাসওয়ার্ড টি এখানে লিখে দিলাম।

দিয়ে connect এ ক্লিক করলাম।

এখন দেখুন ওয়াইফাই নেটওয়ার্ক টি এই ফোনে কানেক্ট হয়েছে।

আর দেখুন ওয়াইফাই নেটওয়ার্ক এর নাম আর কানেক্ট হওয়া লেখা।

এই ভাবে আপনারা connected wifi password .
পাওয়ার পর অন্য ফোনে কানেক্ট করে ওয়াইফাই ব্যাবহার করবেন।

[বি:দ্র:=এই কাজটি কেউ অসৎ কাজে ব্যাবহার করবেন না।]

♥♥আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।♥♥

ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।

সব শেষে প্রত্যেক মুসলমান দের প্রতি আমার অনুরোধ রইলো যে,আপনারা সবাই আল্লাহ তালার হুকুম অনুযায়ী নিজের জীবন
কে চালিত করবেন।

আর সবাই আমার জন্য দোয়া করবেন।