আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

♥আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।♥

টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।

যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।

এখন কাজের কথায় আসি।

কিছু কথা:

আমরা যারা কোন ওয়াইফাই এ কানেক্ট আছি বা কেউ আমাদের ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করে দিয়েছে কিন্তু পাসওয়ার্ড কি, তা বলেনাই।

যার কারনে আমরা অন্য ফোনে ওই ওয়াইফাই টি কানেক্ট করতে পারছিনা।

সেই জন্যই আমি আজকে আপনাদের সাথে connected wifi password দেখতে বা জানতে পারার জন্য এই কাজটি শেয়ার করলাম।

♥♥[বি:দ্র:— এই কাজটি করতে আপনার ফোন অবশ্যই রুট করা থাকতে হবে।]♥♥

******তো কথা না বারিয়ে কাজের কথায় যাই। ********

♥♥এখানে আমি পর্যাপ্ত পরিমান স্ক্রিনশট দিয়েছি।♥♥

তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

♥♥♥আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।♥♥

♦♦আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।♦♦

তো প্রথমে:

এই কাজের জন্য আমাদের ১ এমবি এর একটি এ্যাপ্স এর প্রয়োজন হবে।

এ্যাপ্সটি পেতে google drive এ যান।

এখন,

আপনারা দেখুন,

আমি আমার ফোনটি ওয়াইফাই এর সাথে কানেক্ট করবো।
এবং

connected wifi password জেনে অন্য একটি ফোন একই ওয়াইফাই এ কানেক্ট করবো।

এখন,
আপনারা দেখুন আমার ফোনটি কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে কানেক্ট নাই।

এখন ফোনের সেটিং বা নোটিফিকেশন বার এর ওয়াইফাই

আইকোন টি চাপ দিয়ে ফোনে ওয়াইফাই কানেক্ট করিয়ে নিবো।

একটু অপেক্ষা করি….

তারপর দেখুন,

ওয়াইফাই আইকোনে একটা ওয়াইফাই নেটওয়ার্ক এর নাম দেখাচ্ছে।

আর দেখুন ফোনটি ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে কানেক্ট হয়েছে।

এখন আমি এই connected wifi password পেতে

এই এ্যাপ্স এ প্রবেশ করবো।

এ্যাপ্স টিতে প্রবেশ করলে রুট পারমিশন চাইবে।

Allow করে দেওয়ার পর
এ্যাপ্সটিতে ১ ক্লিকে প্রবেশ করার সাথে সাথেই আমি পেয়ে গেলাম আমার কাঙ্খিত connected wifi password .

আর সাথে দেখুন আমার আগে থেকে connect থাকা wifi গুলোর password.

এখন অন্য একটি ফোনে এই পাসওয়ার্ড দিয়ে ফোনটি এই ওয়াইফাই এর সাথে কানেক্ট করাবো।

দেখুন, এই ফোন কোন ওয়াইফাই এ কানেক্ট করা নাই।

আমি এই ফোনের ওয়াইফাই অপশন থেকে সার্চ করে

SHORNOLOTA JEYELLERS নামে একটি ওয়াইফাই নেটওয়ার্ক পেলাম।

দেখুন, নেটওয়ার্ক টিতে প্রবেশ করতেই পাসওয়ার্ড চাচ্ছে।

এখন, আমি যে connected wifi password .
টি পেয়েছিলাম,
সেই পাসওয়ার্ড টি এখানে লিখে দিলাম।

দিয়ে connect এ ক্লিক করলাম।

এখন দেখুন ওয়াইফাই নেটওয়ার্ক টি এই ফোনে কানেক্ট হয়েছে।

আর দেখুন ওয়াইফাই নেটওয়ার্ক এর নাম আর কানেক্ট হওয়া লেখা।

এই ভাবে আপনারা connected wifi password .
পাওয়ার পর অন্য ফোনে কানেক্ট করে ওয়াইফাই ব্যাবহার করবেন।

[বি:দ্র:=এই কাজটি কেউ অসৎ কাজে ব্যাবহার করবেন না।]

♥♥আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।♥♥

ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।

সব শেষে প্রত্যেক মুসলমান দের প্রতি আমার অনুরোধ রইলো যে,আপনারা সবাই আল্লাহ তালার হুকুম অনুযায়ী নিজের জীবন
কে চালিত করবেন।

আর সবাই আমার জন্য দোয়া করবেন।

43 thoughts on "show connected wifi password/কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড {দেখুন}-১ ক্লিকেই]১০০% কাজের[রুট প্রয়োজন]"

  1. Yeasin Author says:
    ভাই,আপনি নতুন তাই আপনাকে বুঝা উচিত যে এসব পোস্ট এখন কেউ এলাউ করবে না।কারন রুট করা মোবাইল দিয়ে অনেকভাবেই ওয়াইফাই পাসওয়ার্ড শো করা যাই আর এই সব বিষয় প্রাই সবাই ই জানে,পরবর্তী তে এমন পোস্ট দিবেন যেটা ৭০ থেকে ৮০% বিজিটর দের কাজে আসবে,ধন্যবাদ
    1. rajudhunatbogra Author Post Creator says:
      জি ভাই এর পর non root এর টি দেবো।
  2. mdashikur Contributor says:
    Non Rooted Phone Diya Post Kora Ase…. r Non Rooted Phone Er Jonno Tether App Use Kore Password Show Kora Jai….New Kiso Janle Share Koron…..Tnq
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই tether app দিয়ে পাসওয়ার্ড জানতে হলে আপনাকে এ্যাডমিন পাসওয়ার্ড জানতে হবে।যদি
      username: admin
      password :admin
      তাহলে সহজ হবে।
      আর এগুলা পরিবর্তন করলে

      জানা খুবই কঠিন ব্যাপার।

    2. mdashikur Contributor says:
      এটাে দিয়ে কানেক্টেড ওয়াই ফাই এর পাসওয়ার্ড দেখা যায়….আমি নিজে পাসওয়ার্ড বের করছি….
    3. rajudhunatbogra Author Post Creator says:
      কোনটা দিয়ে?
    4. mdashikur Contributor says:
      Tether app diya
    5. rajudhunatbogra Author Post Creator says:
      TP-Link এর ক্ষেত্রে হতে পারে।
      তাও আবার ডিফল্ট সেটিং এর ক্ষেত্রে।
  3. HollowMan Author says:
    vaiii apnii sure ayvabe

    connected jekono wifi er password dekha jabe??

    1. rajudhunatbogra Author Post Creator says:
      ১০০% দেখতে পারবেন।
  4. Shefat07 Contributor says:
    non rooted phone er jonno kiso ase
    -_-
    1. rajudhunatbogra Author Post Creator says:
      দেবো।অপেক্ষা করুন
  5. লাল সালু Author says:
    রুটেড মোবাইলেরটা সবাই জানে পারলে আনরুটে মোবাইলের ট্রিকটা শেয়ার করুন।
    1. rajudhunatbogra Author Post Creator says:
      জি ভাই।দেবো।অপেক্ষা করুন।
  6. Musafir Contributor says:
    Old Poat Reported
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই ট্রিকবিডিতে সার্চ করে যেগুলা পাইছি সব উল্টা পাল্টা নিয়ম আর তেমন কাজেরও না।আর এইটা শিয়র কাজ করে,তাই দিলাম।আর এইটা খুবই সহজ পদ্ধতি।
  7. Monjurultonmoy Contributor says:
    vaya ami amr java phone aaa frebasics a dhuktae gele bolchae apni browser ar cookie gula calu koren ni…..ar kono somadhan acae ki????
    1. ইমরুজ Legend Author says:
      জ্বী।
      Cookies চালু করুন।
      সবচেয়ে ভালো হয়,অপেরা 4 ইউজ করলে।
    2. rajudhunatbogra Author Post Creator says:
      জাভা ফোনে এইরকম সমস্যায় আমি পরিনাই।না দেখে বলা মুশকিল হচ্ছে।
      তবে সমাধান তো অবস্যই আছে।
      আপনার ব্রাউজার এর সেটিং এ গিয়ে দেখেন যেখানে cookie লেখা আছে, সেইটা enable করে দিন।
      তাও যদি না হয়,ব্রাউজার রিসেট দিন।
      আর তাতেও না হলে,ফোন রিস্টর করেন।
  8. ইমরুজ Legend Author says:
    ভাইয়া,
    এগুলো নিয়ে আগেও অসংখ্যবার পোষ্ট করা হয়েছে।
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই আমি অনেক গুলো দেখেছি,কিন্তু কাজে লাগেনা বলেই এই পোষ্ট করা।
    2. ইমরুজ Legend Author says:
      কি বলেন?
      সবগুলোই ১০০% কাজের।
      রুট থাকলে সবগুলোই কাজ করে।
      এমনকি ফাইল ম্যানেজার দিয়েও বের করা যায়।
      সব সিস্টেম নিয়ে পোষ্ট অনেকবার করা হয়েছে।
    3. rajudhunatbogra Author Post Creator says:
      sorry ভাই। এর পর থেকে এই রকম পোষ্ট আর করবোনা।
    4. ইমরুজ Legend Author says:
      তা না।
      তবে আগে সার্চ করে দেখা উচিৎ ছিলো।
  9. Roy Contributor says:
    Symphony i25 version:6.0 mobile ta kivabe root korbo plz kew janle bolben
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই আমার ৬ ভার্শনের ফোন নাই।আর ৬ ভার্শনের ফোন রুট করতে পিসি লাগে।
      আপনি একটু গুগলে সার্চ দিয়ে দেখুন।
  10. Roy Contributor says:
    Hmm diye dekhechi kintu ami pc diye root korte pari na
    1. rajudhunatbogra Author Post Creator says:
      পিসি ছাড়া হবেনা ভাই।
      ৫.১ থেকে নিচের গুলো পিসি ছাড়া করা যায়। কিন্তু উপরের গুলা হয়না।
      আমি অন্যদের ফোন দিয়ে চেষ্টা করে দেখেছি।
  11. Roy Contributor says:
    Okey thank you bro
    Pc diye kivabe root kore A-Z bole debe erokom video er link apnar jana thakle plzzz diben
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই গুগলে গিয়ে লিখুন
      root for symphony h400
      আর ওখানে ইউটিউবে ৬ মিনিটের একটা ভিডিও দেখা যাবে। ওইটা দেখে করুন।আমি প্রথম ওই নিয়মেই করেছিলাম।
      আরেকটি আছে
      root for symphony v75
      rakibs tech
      নামে ইউটিউবে সার্চ করলে পাবেন।ওইটাও ভালো।

      সব চাইতে ভালো হবে
      আমাদের ট্রিকবিডিতে দেখেন রুট করার অনেক নিয়ম আছে, এগুলা ফলো করা।

  12. Nadimmoon Contributor says:
    Vi WiFi hack korar kono upai achea ki????
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই ওয়াফাই হ্যাক ভাগ্যের ব্যাপার বললেই চলে।
      যদি ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে বা সাধারনত বেশিরভাগ যে পাসওয়ার্ড টা অনেকেই ব্যাবহার করে,এই রকম পাসওয়ার্ড হ্যাক হয়।
      হার্ড পাসওয়ার্ড দিলে হ্যাক করা সম্ভর না।
      চেষ্টা করে দেখতে পারেন ২ টি এ্যাপ্স দিয়ে
      wps wpa test আর wibr plus এ্যাপ্স এর সাহায্যে।
  13. Anuwar Hossen (Arman) Contributor says:
    Wife na wifi hobe
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই কোথায় ভুল? বললে একটু খুশি হতাম।
  14. Labib Author says:
    আনরুটের ট্রিকটা শেয়ার করেন। আর রুটেড ফোনর ট্রিক নিয়ে আগে অনেক পোষ্ট হইছে।
    1. rajudhunatbogra Author Post Creator says:
      করবো। অপেক্ষা করুন।
  15. Sohel Imran Contributor says:
    parle new kichu post korun,ojotha time nosto korlam.
    1. rajudhunatbogra Author Post Creator says:
      হাজার টা পোষ্ট করা থাকলেও একটাও কাজের না।
      এইটা কিন্তু ১০০% কাজের।
  16. My_idiea Contributor says:
    ভালো কিন্তু অনেক পুরোনো
    1. rajudhunatbogra Author Post Creator says:
      thnx
  17. পিসি তে কানেক্ট থাকা wifi password বের করব কিভাবে?
    1. rajudhunatbogra Author Post Creator says:
      bluestaks বা nox app player সেটাপ দিয়ে ওর ভিতরে এই এ্যাপ্স টি ইন্সটল করে এ্যাপ্স এ প্রবেশ করলেই পেয়ে যাবেন।

Leave a Reply