হ্যালো বন্ধুরা । কেমন আছেন সবাই? আশাকরি সবাই অনেক ভাল আছেন।

আমরা প্রতিদিন গুগলে কিছুনা কিছু সার্চ করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানিনা গুগল সার্চের কিছু সিক্রেট কোড রয়েছে, যেগুলো ব্যাবহার করে আরো নির্দিষ্ট ও কার্যকর ভাবে সার্চ করতে পারবেন।

১. ফাইল টাইপ সার্চ

আপনি যদি কোন কিছুর pdf খুঁজে থাকেন তাহলে শুরুতে filetype:pdf এই কোডটি লিখে space দিয়ে আপনার কিওয়ার্ড লিখে সার্চ করলে ওই বিষয়ের উপর সমস্ত পিডিএফ লিংক আপনার সামনে চলে আসবে। সেখান থেকে আপনি এক ক্লিকে ওয়েবসাইট ভিজিট করা ছাড়াই ফাইলটি ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও আপনি অন্যান্য ফাইল টাইপ ও সার্চ করতে পারেন, যেমন : docx, pptx ইত্যাদি ।

উদাহরণ: filetype:pdf ChatGPT cheat sheet

২. নির্দিষ্ট শব্দ সার্চ

আপনি যদি সার্চ রেজাল্টে কোন শব্দ নির্দিষ্ট করে খুঁজতে চান, তাহলে "" double quote ব্যাবহার করুন। সেম ভাবে যদি টাইটেল কোন শব্দ চান তাহলে intitle: লিখে কোন কিছু সার্চ করলে সেটি সার্চ রেজাল্টে দেখানো সকল ওয়েব সাইটের টাইটেলে থাকবে। আর url এ চাইলে inurl: ব্যাবহার করুন।

উদাহরণ: “how to make money using chatgpt”

৩. ওয়েবসাইট সার্চ

যদি আপনি নির্দিষ্ট কোন ওয়েবসাইটের রেজাল্ট চান তাহলে site:geeksforgeeks.org এই কোড ব্যবহার করুন। এটি আপনাকে কেবল ঐ ওয়েবসাইটের পেজ থেকে সার্চ রেজাল্ট দিবে।

উদাহরণ: site:geeksforgeeks.org data science

 

৪. রিলেটেড ওয়েবসাইট সার্চ

আপনি যদি কোন নির্দিষ্ট ওয়েবসাইটের সাথে সম্পর্কিত অন্যান্য সাইট খুঁজতে চান, তাহলে related: ব্যবহার করুন।

যেমন: related:google.com এটি গুগলের সাথে সম্পর্কিত অন্যান্য সাইটগুলোকে দেখাবে।

৫. AND

যদি আপনি দুটি সার্চ বিষয়ের ফলাফল একত্রে চান, তাহলে AND ব্যবহার করুন।

উদাহরণ: AI art AND prompt engineering

৬. OR

যদি আপনি যে কোনো একটি সার্চ টার্মের ফলাফল চান, তাহলে OR ব্যবহার করুন।

উদাহরণ: Excel OR LinkedIn

৭. সার্চ রেঞ্জ

যদি আপনি একটি রেঞ্জের মধ্যে অনুসন্ধান করতে চান, তাহলে .. ব্যবহার করুন।

উদাহরণ: iPhone advertisements 2020..2022

৮. ‘*’

যদি আপনি কোন কিওয়ার্ড ভুলে যান, তাহলে * ব্যবহার করতে পারেন।

উদাহরণ: How to clear JEE * in months

 

৯. before

কোন নির্দিষ্ট তারিখের আগে ফলাফল পেতে before ব্যবহার করুন। সেম ভাবে কোন নির্দিষ্ট তারিখের পরের ফলাফল পেতে after ব্যবহার করুন।

উদাহরণ: ai avatar before:2023

১০. ‘-’

যে শব্দগুলো আপনি সার্চ রেজাল্টে দেখতে চান না, তা ফিল্টার করতে - ব্যবহার করুন।

উদাহরণ: ChatGPT -art

১১. গুগল ড্রাইভ সার্চ

যদি আপনি আপনার সার্চ কিওয়ার্ডের পরে স্পেস দিয়ে site:dive.google.com এই টেক্সটুকু লিখেন, তাহলে ওই বিষয়ের সকল ড্রাইভ লিংক চলে আসবে।

উদাহরণ: coding course site: drive.google.com

 

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন পোস্টের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

2 thoughts on "গুগল সার্চের কয়েকটি সিক্রেট ট্রিকস । Google Search Techniques"

  1. cawen82950 Contributor says:
    Same post agei ache

Leave a Reply