সব ধরনের পোস্ট সবার ভালো লাগে না।
যাদের একটু একটু ছবি তোলার সখ আছে, তারা এই পোস্ট টি পড়তে থাকুন।
এখন যে আপ টির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি।
সেটির নাম Cameringo
প্লে স্টোরে এই অ্যাপ টির রেটিং অনেক টাই ভালো বলা যায়।
চলুন এবার এই অ্যাপ টি সম্পর্কে একটু জানা যাক।
অ্যাপ টি ওপেন করার পরে আপনি নরমাল ক্যামেরার মতই দেখবেন।
এইবার মুল কথা শুরু।
এখন বেশ কিছু মোবাইল আছে যে মোবাইল গুলোতে ফোকাস করা জায় না।
মানে আমার কাঙ্খিত ছবির জায়গা টুকু ক্লিয়ার থাকলো আর অন্য জায়গা টুকু ঝাপ্সা থাকলো।
আপনি চায়লে যে কোনো মোবাইলে এই অ্যাপ দিয়ে ফোকাস করে ছবি তুলতে পারবেন।
নিচের ছবিতে দেখানো জায়গাতে টাচ করুন, কিছু জিনিস দেখতে পাবেন।
দেখুন অনেল ফিল্টার দেখা যাচ্ছে।
মানে ছবি তোলার আগেই আপনি ফিল্টার নিররাচন করতে পারবেন।
অনেক অ্যাপ এ ই এই সুবিধা টা আছে জানি।
কিন্তু এই অ্যাপ এ যত গুলো ফিল্টার আছে, তা অন্য অ্যাপ এ পাওা কিঞ্চিৎ মুশকিলই বটে।
চলুন আরেকটি জিনিস দেখায়।
নিচের দেখানো ছবির জায়গাতে টাচ করুন।
মানে Mono অপশন টা খুজে বের করুন।
তারপর দেখুন অনেক সাদা-কালো ফিল্টার পাবেন। সেখান থেকে একেবারে ডানে চলে যাবেন।
নিচের ছবি টি দেখুন। আমি যখন যে কালার সিলেক্ট করছি। সেই কালার ব্যতীত অন্য সমস্ত কালারই সাদা-কালো দেখাচ্ছে।
দেখলেনই তো। আসলে এই মাত্র একটা কারনেই এই অ্যাপ টি আমার পছন্দ।
তারপর আপনি নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করে Settings অপশনে যেতে পারবেন।
সেটিং এ আপনি অনেক অপশন পাবেন।
ছবি তোলার পরে কেমন নাম দিয়ে ছবি টি অটো সেভ করতে চান সেটা সিলেক্ট করতে পারেন।
আলাদা সময়ের জন্য অটোমেটিক আলাদা আলাদা ফোল্ডারে সেভ হবে সেটাউ করে রাখতে পারবেন।
ছবি এবং ভিডিওর জন্য আলাদা এবং ইচ্ছামত সেভ লোকেশন সিলেক্ট করতে পারবেন।
আরো অনেক অপশন ই পাবেন।
অ্যাপ টি ব্যবহার করুন।
আশাকরি ভালো লাগব।
পোস্টের ভিতরে কোনো ভুল থাকলে রাগান্বিত না হয়ে তা দেখিয়ে দিবেন, সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো।
এই অ্যাপ নিয়ে এর আগেউ পোস্ট করা হয়েছে এই ট্রিকবিডি তে।
তবুও সেই পোস্ট দাতার প্রতি সম্মান রেখে তারপরেউ আমি পোস্ট করলাম।
এবং কেনো পোস্ট করলাম তা আগে এই অ্যাপ নিয়ে পোস্ট টি দেখলেই বুঝতে পারবেন।
এই অ্যাপ টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের ভিডিও টা দেখতে পারেন।