সব ধরনের পোস্ট সবার ভালো লাগে না।

যাদের একটু একটু ছবি তোলার সখ আছে, তারা এই পোস্ট টি পড়তে থাকুন।


এখন যে আপ টির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি।

সেটির নাম Cameringo

প্লে স্টোরে এই অ্যাপ    টির রেটিং অনেক টাই ভালো বলা যায়।

চলুন এবার এই অ্যাপ টি সম্পর্কে একটু জানা যাক।


অ্যাপ টি ওপেন করার পরে আপনি নরমাল ক্যামেরার মতই দেখবেন।

 

এইবার মুল কথা শুরু।

এখন বেশ কিছু মোবাইল আছে যে মোবাইল গুলোতে ফোকাস করা জায় না।

মানে আমার কাঙ্খিত ছবির জায়গা টুকু ক্লিয়ার থাকলো আর অন্য জায়গা টুকু ঝাপ্সা থাকলো।

আপনি চায়লে যে কোনো মোবাইলে এই অ্যাপ দিয়ে ফোকাস করে ছবি তুলতে পারবেন।

নিচের ছবিতে দেখানো জায়গাতে টাচ করুন, কিছু জিনিস দেখতে পাবেন।

 

 

দেখুন অনেল ফিল্টার দেখা যাচ্ছে।

মানে ছবি তোলার আগেই আপনি ফিল্টার নিররাচন করতে পারবেন।

অনেক অ্যাপ এ ই এই সুবিধা টা আছে জানি।

কিন্তু এই অ্যাপ এ যত গুলো ফিল্টার আছে, তা অন্য অ্যাপ এ পাওা কিঞ্চিৎ মুশকিলই বটে।

 

চলুন আরেকটি জিনিস দেখায়।

নিচের দেখানো ছবির জায়গাতে টাচ করুন।

মানে Mono অপশন টা খুজে বের করুন।

 

 

তারপর দেখুন অনেক সাদা-কালো ফিল্টার পাবেন। সেখান থেকে একেবারে ডানে চলে যাবেন।

 

 

নিচের ছবি টি দেখুন। আমি যখন যে কালার সিলেক্ট করছি। সেই কালার ব্যতীত অন্য সমস্ত কালারই সাদা-কালো দেখাচ্ছে।

 

 

 

 

 

 

দেখলেনই তো। আসলে  এই মাত্র একটা কারনেই এই অ্যাপ টি আমার পছন্দ।

তারপর আপনি নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করে Settings অপশনে যেতে পারবেন।

 

সেটিং এ আপনি অনেক অপশন পাবেন।

 

ছবি তোলার পরে কেমন নাম দিয়ে ছবি টি অটো সেভ করতে চান সেটা সিলেক্ট করতে পারেন।

আলাদা সময়ের জন্য অটোমেটিক  আলাদা আলাদা ফোল্ডারে সেভ হবে সেটাউ করে রাখতে পারবেন।

ছবি এবং ভিডিওর জন্য আলাদা এবং ইচ্ছামত সেভ লোকেশন সিলেক্ট করতে পারবেন।

 

আরো অনেক অপশন ই পাবেন।

অ্যাপ টি ব্যবহার করুন।

আশাকরি ভালো লাগব।


পোস্টের ভিতরে কোনো ভুল থাকলে রাগান্বিত না হয়ে তা  দেখিয়ে দিবেন, সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো।


এই অ্যাপ নিয়ে এর আগেউ পোস্ট করা হয়েছে এই ট্রিকবিডি তে।

তবুও সেই পোস্ট দাতার প্রতি সম্মান রেখে তারপরেউ আমি পোস্ট করলাম।

এবং কেনো পোস্ট করলাম তা আগে এই অ্যাপ নিয়ে পোস্ট টি দেখলেই বুঝতে পারবেন।


এই অ্যাপ টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের ভিডিও টা দেখতে পারেন।

 

{অনুরোধঃ- দয়া করে এখানে ক্লিক করে   আমার চ্যানেল টি ঘুরে আসুন। ৬০+ ভিডিও আছে, আপনি উপকৃত হতে পারেন}

29 thoughts on "[For_Android]- অসাধারণ একটা ক্যামেরা অ্যাপ। সব মোবাইলের জন্য।"

    1. Tuhin Author Post Creator says:
      tnx
  1. MD Mizan Author says:
    বেশি একটা ভালো লাগলো না?
    1. Tuhin Author Post Creator says:
      আগেই বলেছি সবার ভালো লাগবে না. তারপরেও আমি চেষ্টা করছি ভাই, আরো ভালো ভালো পোস্ট করার জন্য.
    2. Tuhin Author Post Creator says:
      বোঝার জন্য ধন্যবাদ
    1. Tuhin Author Post Creator says:
      😀
  2. Kmrasel Contributor says:
    tnx bro…eto kom mb te eto vlo app share korar jnno
    1. Tuhin Author Post Creator says:
      wlcm bro
    1. Tuhin Author Post Creator says:
      আমি তো আগেই বলেছি, সবার ভালো লাগবে না. তারপরেও আমি চেষ্টা করছি ভাই, আরো ভালো ভালো পোস্ট করার জন্য।
  3. rsbablu Contributor says:
    Open Camera Apps ata kmn??
    1. Tuhin Author Post Creator says:
      এটাও আমার পছন্দ, কারন এই অ্যাপ টি তে প্রতিনিয়ত নতুন নতু ফিচার্স অ্যাড করা হয়।
    2. rsbablu Contributor says:
      “Camera FV-5” নামে মেয়বি একটা এপস আছে। প্লেস্টোরে রেটিও ভালো।
      ওই এপসটা দিয়ে কি Blur হয়?? Open camera’r থেকে ভালো নাকি???
  4. blackhat Contributor says:
    Ki faul post
    1. Tuhin Author Post Creator says:
      আগেই বলেছি সব পোস্ট, সবার ভালো লাগবে না।
      তো ফাউল পোস্ট দেখতে এসেছেন কেনো?
    1. Tuhin Author Post Creator says:
      Tnx brother
  5. CoCKroAcH Author says:
    ss gula gulate dekhitese
    1. Tuhin Author Post Creator says:
      ভিডিও থকে স্ক্রিনশট দেওয়া ভাইজান।
      তাছাড়া আমার ডিভাইসে তো ঘোলাটে লাগছে না তেমন।
      বেশ ভালোই বোঝা যাচ্ছে।
  6. Ahmed SahriaR Contributor says:
    ভালো পোষ্ট।
    1. Tuhin Author Post Creator says:
      ধন্যবাদ
  7. Piash Contributor says:
    Google cam is best
    1. Tuhin Author Post Creator says:
      একটা জিনিস সবার পছন্দ না হওয়াটাই স্বাভাবিক
  8. Arshad Prottoy Contributor says:
    akta camera app lagbe jeta dea photo tolle date chobir niche thakbe.arokom app hobe?
    1. Tuhin Author Post Creator says:
      play store a emon onek app ace bro
    2. Arshad Prottoy Contributor says:
      best tar name bolen.
    3. Arshad Prottoy Contributor says:
      ba apni jeta janen setar name bolen.

Leave a Reply