Site icon Trickbd.com

এবার আপনার স্মার্টফোন দিয়ে করে নিন কম্পিউটার ট্রেনিং। শিখে নিন ব্যাসিক উইন্ডোজ, ফটোশপ, মাইক্রোসফট অফিস!

Unnamed

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালই আছেন।

বর্তমান সময়ে কম্পিউটারের ব্যবহার চারিদিকে ব্যাপক হারে বেড়েই চলেছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পুরণের লক্ষ্যে নানান প্রকার নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। বর্তমানে চাহিদা কেবল কর্মসংস্থানেরই না, দক্ষ জনবলের ও বটে।

আর এমত অবস্থায় একজনের কম্পিউটার সম্পর্কে ব্যাসিক ধ্যান-ধারণা থাকা একান্তই প্রয়োজনীয় হিসেবে ধরা দিচ্ছে। চাকুরীর ধরণ যাই হোক না কেন দক্ষতা হিসেবে আপনার কম্পিউটার সম্পর্কে ব্যাসিক ধারণা থাকা চাই ই চাই।

অনেকে এই ধারণাটুকু অর্জনের তাগিদে নানান প্রকার ট্রেনিং সেন্টারের শরণাপন্ন হয়ে থাকেন। কিন্তু চাইলে আপনি আপনার স্মার্টফোন থেকেই উক্ত ধারণা টুকু অর্জন করতে পারবেন। এর জন্যে হাজারো ওয়েবসাইট, অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি সহজেই কম্পিউটার ও এর ফাংশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন যা হয়ত টাকা খরচ করেও ট্রেনিং সেন্টার হতে পাবেন না।

তো সেই রকম একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।

অ্যাপটি থেকে আপনি যা যা সম্পর্কে ব্যাসিক জ্ঞান লাভ করতে পারবেনঃ

  • কম্পিউটার পরিচিতি
  • উইন্ডোজ সম্পর্কে ব্যাসিক ধারণা
  • মাইক্রোসফট ওয়ার্ড
  • মাইক্রোসফট এক্সেল
  • মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
  • মাইক্রোসফট এক্সেস
  • এডোবি ফটোশপ
  • এডোবি ইলাস্ট্রেটর
  • আর একটি দারুণ ব্যাপার হচ্ছে এটি সম্পূর্ণ অফলাইন অ্যাপ।

    কিছু স্ক্রিনশট দেখে নিনঃ






    কোন প্রশ্ন থাকলে কমেন্টবক্সে জানাবেন।

    সর্বদা ট্রিকবিডির সাথেই থাকুন