আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালই আছেন।

বর্তমান সময়ে কম্পিউটারের ব্যবহার চারিদিকে ব্যাপক হারে বেড়েই চলেছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পুরণের লক্ষ্যে নানান প্রকার নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। বর্তমানে চাহিদা কেবল কর্মসংস্থানেরই না, দক্ষ জনবলের ও বটে।

আর এমত অবস্থায় একজনের কম্পিউটার সম্পর্কে ব্যাসিক ধ্যান-ধারণা থাকা একান্তই প্রয়োজনীয় হিসেবে ধরা দিচ্ছে। চাকুরীর ধরণ যাই হোক না কেন দক্ষতা হিসেবে আপনার কম্পিউটার সম্পর্কে ব্যাসিক ধারণা থাকা চাই ই চাই।

অনেকে এই ধারণাটুকু অর্জনের তাগিদে নানান প্রকার ট্রেনিং সেন্টারের শরণাপন্ন হয়ে থাকেন। কিন্তু চাইলে আপনি আপনার স্মার্টফোন থেকেই উক্ত ধারণা টুকু অর্জন করতে পারবেন। এর জন্যে হাজারো ওয়েবসাইট, অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি সহজেই কম্পিউটার ও এর ফাংশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন যা হয়ত টাকা খরচ করেও ট্রেনিং সেন্টার হতে পাবেন না।

তো সেই রকম একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।

অ্যাপটি থেকে আপনি যা যা সম্পর্কে ব্যাসিক জ্ঞান লাভ করতে পারবেনঃ

  • কম্পিউটার পরিচিতি
  • উইন্ডোজ সম্পর্কে ব্যাসিক ধারণা
  • মাইক্রোসফট ওয়ার্ড
  • মাইক্রোসফট এক্সেল
  • মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
  • মাইক্রোসফট এক্সেস
  • এডোবি ফটোশপ
  • এডোবি ইলাস্ট্রেটর
  • আর একটি দারুণ ব্যাপার হচ্ছে এটি সম্পূর্ণ অফলাইন অ্যাপ।

    কিছু স্ক্রিনশট দেখে নিনঃ






    কোন প্রশ্ন থাকলে কমেন্টবক্সে জানাবেন।

    সর্বদা ট্রিকবিডির সাথেই থাকুন

    15 thoughts on "এবার আপনার স্মার্টফোন দিয়ে করে নিন কম্পিউটার ট্রেনিং। শিখে নিন ব্যাসিক উইন্ডোজ, ফটোশপ, মাইক্রোসফট অফিস!"

    1. Mahbub Nasir Author says:
      gd post..

      bro app er size?

    2. Smart Boy Contributor says:
      ata niye aj ami akta post banancilam to apni koredilen
      1. TAJUL ISLAM Author Post Creator says:
        ধন্যবাদ;
    3. JS JIBON Contributor says:
      nice post
      1. TAJUL ISLAM Author Post Creator says:
        Thanks.(?)
    4. Ashikur Rahman Contributor says:
      অনেক ভালো একটা পোষ্ট করেছেন….আমার অনেক উপকারে এসেছে…আমি কম্পিউটার ট্রেনিং এ আছি।
      অনেক অনেক ধন্যবাদ…
      1. TAJUL ISLAM Author Post Creator says:
        পোস্টটি থেকে উপকৃত হয়েছেন শুনে খুশি হলাম। ধন্যবাদ(??)।
    5. Tonmoy Tarek Contributor says:
      Apps tar name ki bro..?
      1. TAJUL ISLAM Author Post Creator says:
        কম্পিউটার ট্রেনিং, বস(?).
      1. TAJUL ISLAM Author Post Creator says:
        thanks
    6. Arshad Prottoy Contributor says:
      size কত?
      1. TAJUL ISLAM Author Post Creator says:
        ২৩ এমবি।

    Leave a Reply