Site icon Trickbd.com

পবিত্র মাহে রমজান মাসের জন্য নিয়ে নিন প্রয়োজনীয় একটি এপস

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।  সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো।

বছর ঘুরে আবারো সিয়াম সাধনার মাস পবিত্র রমজান আমাদের দ্বারপ্রান্তে হাজির হয়েছে।

 

 

এই মাস মুসলমানদের জন্য শুধু উৎসবের মাস নয়, বরং এই মাস মানবিকতা এবং তাকওয়া অর্জনের মাস। কেননা যেসব মানুষ সারা বছর তিন বেলা খাবার পায় না, সেসব গরিব মানুষের দুঃখ, কষ্ট রমজানের উপবাসের মাধ্যমে অনেকটা অনুভূত হয়। 

এই পবিত্র রমজান মাসে আমাদের সেহরি, ইফতার এবং নামাজের সময়সূচী সহ বিভিন্ন দোয়া পড়ার প্রয়োজন হয় ।

রমজান মাসে বিভিন্ন জেলার ইফতার, সেহরী ও নামাজের সময়সূচী নিয়ে প্লে-স্টোরে শত শত অ্যাপ আছে। তাদের মধ্য থেকে সেরা অ্যাপটির সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিচ্ছি।

এপসটির নাম হলঃ

রমজান ক্যালেন্ডার ২০১৮ – App Of Ramadan

চলুন জেনে নেই কেন এই এপসটি অন্যান্য এপস থেকে আলাদা ;

এই এপসটির বিশেষ কিছু ফিচার রয়েছে , তার মদ্ধ্যে অন্যতম হলঃ

ইসলামী ফাউন্ডেশনের নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার / সেহরি ইফতারের চিরস্থায়ী সয়মসূচী। রমজান ক্যালেন্ডার ২০১৮।

* আপনার জেলা অনুযায়ী সারা বছরের সেহরির শেষ সময় ও ইফতার এর সময়সূচী জানা যাবে।

* সারা বছরের নামাজের শুরুর ওয়াক্ত ও শেষ ওয়াক্ত জানা যাবে।
* ইন্টারনেট বা কোন খরচ ছাড়াই সারা বছর প্রতিদিন একটি করে হাদীসের নোটিফিকেশন পাওয়া যাবে।

* এই মুহুর্ত থেকে পরবর্তী সেহরি বা ইফতারের সময়ের countdown timer দেখানো হচ্ছে।

* বিশ্ব নন্দিত ২০ জনেরও অধিক ক্বারীর কন্ঠে শোনা যাবে কুরআন মাজীদের সম্পূর্ণ তিলাওয়াত (audio Quran)। (ইন্টারনেট প্রযোজ্য)


* সেটিংস থেকে নোটিফিকেশনের সময়, জেলার নাম ইত্যাদি পরিবর্তনের সুযোগ রয়েছে।
* যে কোন জেলার সময়সূচী জানা যাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী।
* বাড়তি হিসেবে রয়েছে তসবীহ, কুরআন ও হাদীসের কিছু নির্বাচিত অংশ, রোজা, যাকাত, ফিতরা সম্পর্কিত মাসয়ালা ও আর্টিকেল।
আরো রয়েছে রমজানের খাদ্যাভ্যাস নিয়ে বিস্তারিত লেখা।

এপসটি প্রথমবার চালু করার ক্ষেত্রে ইন্টারনেট প্রয়োজন হতে পারে, এছাড়া জেলা বদলানোর জন্য উপরের সেটিংস আইকনে ক্লিক করে ” জেলা পরিবর্তন করুন ” এ ক্লিক করুন এবং আপনার নিদির্ষ্ট জেলা সিলেক্ট করুন ;

আরেকটি আসাধারন ফিচার হচ্ছে তসবিহ , এই এপসটিতে আপনি পাবেন ডিজিটাল তসবীহ , যেখানে আপনি প্রতিবার ডিসপ্লেতে ক্লিক করলেই তা কাউন্ট করবে , সুন্দর একটি ফিচার 🙂

এই অ্যাপটির মনমুগ্ধকর ফিচারগুলো যদি আপনার ভাল লেগে থাকে তাহলে এখনই ডাউনলোড করে নিন ;

Apps Name: রমজান ক্যালেন্ডার ২০১৮ – App Of Ramadan;

Size: 5MB;

Requires Android: 4.4 and up .
Download: প্লে-স্টোরডাইরেক্ট 
পোষ্টটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না , আরো সুন্দর ও নিত্য নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন।
“ধন্যবাদ সবাইকে”