আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।  সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো।

বছর ঘুরে আবারো সিয়াম সাধনার মাস পবিত্র রমজান আমাদের দ্বারপ্রান্তে হাজির হয়েছে।

 

 

এই মাস মুসলমানদের জন্য শুধু উৎসবের মাস নয়, বরং এই মাস মানবিকতা এবং তাকওয়া অর্জনের মাস। কেননা যেসব মানুষ সারা বছর তিন বেলা খাবার পায় না, সেসব গরিব মানুষের দুঃখ, কষ্ট রমজানের উপবাসের মাধ্যমে অনেকটা অনুভূত হয়। 

এই পবিত্র রমজান মাসে আমাদের সেহরি, ইফতার এবং নামাজের সময়সূচী সহ বিভিন্ন দোয়া পড়ার প্রয়োজন হয় ।

রমজান মাসে বিভিন্ন জেলার ইফতার, সেহরী ও নামাজের সময়সূচী নিয়ে প্লে-স্টোরে শত শত অ্যাপ আছে। তাদের মধ্য থেকে সেরা অ্যাপটির সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিচ্ছি।

এপসটির নাম হলঃ

রমজান ক্যালেন্ডার ২০১৮ – App Of Ramadan

Screenshot Image

চলুন জেনে নেই কেন এই এপসটি অন্যান্য এপস থেকে আলাদা ;

এই এপসটির বিশেষ কিছু ফিচার রয়েছে , তার মদ্ধ্যে অন্যতম হলঃ

ইসলামী ফাউন্ডেশনের নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার / সেহরি ইফতারের চিরস্থায়ী সয়মসূচী। রমজান ক্যালেন্ডার ২০১৮।

* আপনার জেলা অনুযায়ী সারা বছরের সেহরির শেষ সময় ও ইফতার এর সময়সূচী জানা যাবে।

* সারা বছরের নামাজের শুরুর ওয়াক্ত ও শেষ ওয়াক্ত জানা যাবে।
* ইন্টারনেট বা কোন খরচ ছাড়াই সারা বছর প্রতিদিন একটি করে হাদীসের নোটিফিকেশন পাওয়া যাবে।

* এই মুহুর্ত থেকে পরবর্তী সেহরি বা ইফতারের সময়ের countdown timer দেখানো হচ্ছে।

* বিশ্ব নন্দিত ২০ জনেরও অধিক ক্বারীর কন্ঠে শোনা যাবে কুরআন মাজীদের সম্পূর্ণ তিলাওয়াত (audio Quran)। (ইন্টারনেট প্রযোজ্য)


* সেটিংস থেকে নোটিফিকেশনের সময়, জেলার নাম ইত্যাদি পরিবর্তনের সুযোগ রয়েছে।
* যে কোন জেলার সময়সূচী জানা যাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী।
* বাড়তি হিসেবে রয়েছে তসবীহ, কুরআন ও হাদীসের কিছু নির্বাচিত অংশ, রোজা, যাকাত, ফিতরা সম্পর্কিত মাসয়ালা ও আর্টিকেল।
আরো রয়েছে রমজানের খাদ্যাভ্যাস নিয়ে বিস্তারিত লেখা।

এপসটি প্রথমবার চালু করার ক্ষেত্রে ইন্টারনেট প্রয়োজন হতে পারে, এছাড়া জেলা বদলানোর জন্য উপরের সেটিংস আইকনে ক্লিক করে ” জেলা পরিবর্তন করুন ” এ ক্লিক করুন এবং আপনার নিদির্ষ্ট জেলা সিলেক্ট করুন ;

আরেকটি আসাধারন ফিচার হচ্ছে তসবিহ , এই এপসটিতে আপনি পাবেন ডিজিটাল তসবীহ , যেখানে আপনি প্রতিবার ডিসপ্লেতে ক্লিক করলেই তা কাউন্ট করবে , সুন্দর একটি ফিচার 🙂

রমজান ক্যালেন্ডার ২০১৮ - App Of Ramadan apk screenshot

এই অ্যাপটির মনমুগ্ধকর ফিচারগুলো যদি আপনার ভাল লেগে থাকে তাহলে এখনই ডাউনলোড করে নিন ;

Apps Name: রমজান ক্যালেন্ডার ২০১৮ – App Of Ramadan;

Size: 5MB;

Requires Android: 4.4 and up .
পোষ্টটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না , আরো সুন্দর ও নিত্য নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন।
“ধন্যবাদ সবাইকে”

31 thoughts on "পবিত্র মাহে রমজান মাসের জন্য নিয়ে নিন প্রয়োজনীয় একটি এপস"

  1. Naim sdq Author says:
    আপনার জন্যি আবার লগিন করলাম। ভাল হয়েছে কাজের পোষ্ট।
    1. Shadhin Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া 🙂
      আরো নতুন পোষ্ট পাবেন শীঘ্রই . . .
    2. Naim sdq Author says:
      আপুনার পরিক্ষা তো শেষ, তাহলে পোষ্ট করিতে থাকেন।
      আগের মত আর ট্রিকবিডিতে আসা হয় না।
    3. Shadhin Author Post Creator says:
      🙂
    4. Rahman bd Contributor says:
      ভাই আমার author পদ টা ফিরিয়ে দিন প্লিজ আমি কোন ভূল করি নাই তবে কেনোও আমার author পদ থেকে remove করা হল প্লিজ author back me
  2. Nadim Mahmud ( Reporter ) Contributor says:
    অ-সাধারন স্বাধীন ভাই আমি অনেক দিন হল অথর রিকুয়েস্ট করেছি একটু কষ্ট করে দেখবেন প্লিজ! পোষ্ট ভালো না হলে ডিলেট করে দিয়েন।
    1. Shadhin Author Post Creator says:
      ধন্যবাদ,
      আপনার সমস্যাটি অবশ্যই দেখা হবে 🙂
    2. Rahman bd Contributor says:
      ভাই আমার author পদ টা ফিরিয়ে দিন প্লিজ আমি কোন ভূল করি নাই তবে কেনোও আমার author পদ থেকে remove করা হল প্লিজ author back me
  3. Mahbub Nasir Author says:
    অসাধারণ অ্যাপ। সত্যি অনেক উপকারী
  4. YASIR-YCS Author says:
    ভাল পোস্ট
    1. Shadhin Author Post Creator says:
      ধন্যবাদ ☺☺
    2. Rahman bd Contributor says:
      ভাই আমার author পদ টা ফিরিয়ে দিন প্লিজ আমি কোন ভূল করি নাই তবে কেনোও আমার author পদ থেকে remove করা হল প্লিজ author back me
  5. rajminarul Contributor says:
    ভাল লেগেছে…..ভাই
  6. Labib Author says:
    হুম, অনেক ভালো হয়েছে।
  7. Ex Programmer Contributor says:
    ভালো পোস্ট হয়েছে,
    @স্বাধীণ ভাই!
  8. Yeasin Author says:
    এপ টার ডেভেলপার কে?
    1. Anik Contributor says:
      ভাই আপনার একটা পোস্ট দেখছিলাম রুট ছাড়া সিস্টেম অ্যাপ আনইনস্টল করা। ওটা নোগাট ভার্সনে কাজ করছিল। কিন্তু ফোন আপডেট দেওয়ার পর ওরিওগে আর কাজ করছে না। ওরিওতে কাজ করে এমন একটা সিস্টেম অ্যাপ আনইনস্টল প্রসেস শেয়ার করা যায় কিনা একটু দেখবেন। অগ্রীম ধন্যবাদ
  9. ইশ,আমি অ্যাপ টি আগেই ডাউনলোড করেছি।রাত ৯ টায়।রমজানের জন্য best app.
    ভাবলাম কালকে সকালেই পোস্ট করব।
    আচ্ছা সমস্যা নাই।boss তো করেছে! নাকি?
  10. Saykat Contributor says:
    Shadhin Bro Freenet or Free MB server Kobe pabo?????
    1. আমি ফ্রি নেট নিয়ে একটা পোস্ট করেছি
      কিন্তু Admin প্যনেল এই পোস্ট টা পাবলিশ করে নি।
  11. mmonir454 Contributor says:
    অসাধারণ
  12. Lucky Boy Contributor says:
    খুবই দরকারী একটা পোস্ট করছেন ভাই।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।
  13. IMDAD SHUVRO Author says:
    App টাতে প্রথমবার যে ডেটা ফাইল ডাউনলোড হয়,,এই ডেটা কয় এমবির মতো,,??
  14. mohammad parvez Author says:
    সবার থেকে অন্যতম ইসলামিক এপ্স ভাই…অনেক ভালো লাগলো এপ্স টা
  15. ভালোই ছিলো!
  16. Rahman bd Contributor says:
    ভাই আমার author পদ টা ফিরিয়ে দিন প্লিজ আমি কোন ভূল করি নাই তবে কেনোও আমার author পদ থেকে remove করা হল প্লিজ author back me
  17. Abdus Sobhan Author says:
    Review My Posts…

Leave a Reply