আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজ আপনাদের দেখাব YouTube Video থেকে Audio ডাউনলোড করবেন কিভাবে। আপনি এই ট্রিকটি মোবাইল ও পিসি দুটোতেই ব্যবহার করতে পারেন।

আমরা অনেক আছি যারা ইসলামী গান শুনে থাকি কিন্তু বার বার YouTube গিয়ে সার্চ করে তারপর আবার শুনতে হয়। আবার সেই সাথে বার বার YouTube ভিডিও গুলো দেখার ফলে আপনার অনেক এমবি খরচ হয়। তাই চাইলে এই খরচ গুলো বাচাঁর জন্য আজকের ট্রিকটি কাজে লাগাতে পারেন।

আবার অনেকে আছি Third-party কিছু এ্যাপ দিয়ে সেগুলো ডাউনলোড করে থাকি যা একটি বিরক্তকর উপায়। তাই চলুন কিভাবে খুব সহজে এবং অতি দ্রুত YouTube Video থেকে Audio ডাউনলোড করা যায় কোন প্রকার Third-party এ্যাপ ব্যবহার ছাড়ায়।

  • প্রথমে চলে যান YouTube.
  • গিয়ে সার্চ করুন আপনার পছন্দের যে কোন কিছু, যেমন আমি একটি ইসলামী গান ডাউনলোড করবো।
  • আপনি যেই গানটি ডাউনলোড করবেন সেটার Thumbnail এর ডান পাশে নিচে দিকে একটি থ্রিডট আইকন পাবেন ওখানে ক্লিক করুন।

  • থ্রিডট আইকনে ক্লিক করার পর ‍Share ওপশন আসবে ওটাতে ক্লিক করুন।

  • এখন নিচে একটি কপি লিংক আসবে ওটাতে ক্লিক করে ভিডিও লিংকটি কপি করুন।

  • এখন YT Audio Download লিংকে ক্লিক করুন নিচে দেখানো স্ক্রিনশটের মত দেখতে পাবেন।
  • লিংকটি পেস্ট করে কনর্ভাট বাটনে ক্লিক করুন।

  • মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে একটি ডাউনলোড বাটন দিবে ওখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

3 thoughts on "YouTube Video থেকে Audio ডাউনলোড করবেন যেভাবে।"

  1. Bita Paradox Contributor says:
    https://en.y2mate.is/v41/

    this is the best site……….

    1. ShOHaG RaNa Contributor says:
      Amio Ei Site Tay Use Kori..!! Asholei Best..!!
  2. arifjan89 Contributor says:
    Valo post, Try korlam sound o valo. Tnx vai.

Leave a Reply