Site icon Trickbd.com

[Hot Post] অ্যামেজিং Bitmoji তৈরি করুন আপনার স্মার্টফোন দিয়েই।

Unnamed

আমরা ফেসবুকে কম বেশি চ্যাটিং সকলেই করে থাকি।

চ্যাটিং করার সময় আমরা বন্ধুদের ইমপ্রেস করার জন্য বিভিন্ন রকম ইমোটিক চিহ্ন ব্যবহার করি।

আবার আমারা অনেকেই দেখেছি চমৎকার সব Bimoji ও ব্যবহার করতে।

তাই আজ আমরা দেখবো কিভাবে সেই Bitmoji এবং এর মতো করে কার্টুন ক্যারেক্টার তৈরি করা যায়।

আর এই চমৎকার Bitmoji তৈরি করতে আপনার প্রয়োজন একটি অ্যাপ।

এই অ্যাপটি ব্যবহার করে আপনি নিজের অনুরুপ একটি পার্সোনাল কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারবেন।

এছাড়া বিভিন্ন ধরনের টেমপ্লেট থেকেও যে কোন একটি পছন্দ করে Bitmoji তৈরি করতে পারবেন।

এই Bitmoji দুইটি ভিন্ন ক্যাটাগরিতে তৈরি করতে পারবেন, ছেলেদের এবং মেয়েদের জন্য ভিন্ন ভিন্ন ইফেক্ট রয়েছে সেই সব ক্যাটাগরিতে।

আপনার জন্য প্রতিটি Bitmoji এর টপিক ভিন্ন ভিন্ন ভাবে এক সাথে সাজানো রয়েছে।

এতে আপনার খুঁজে নিতে সুবিধা হবে আপনার Bitmoji এর বিষয় গুলো।

এছাড়াও মুখ, চুল, শার্ট, প্যান্ট, শরীরের আকৃতি সব কিছু নিজের ইচ্ছে মতো কাষ্টমাইজ করে নিতে পারবেন।

কাষ্টমাইজ করে নিতে পারবেন চোখ, চুলের কালার, শরীরের কালার ইত্যাদি ইত্যাদি।

অ্যাপটি ব্যবহার করাও অনেক সহজ, কারন এর ইন্টারফেস সহজ ও সুন্দর।

আপনার তৈরি করা Bitmoji সেভ করে রাখতে পারবেন, এছাড়াও বিভিন্ন সোসাল সাইটেও সরাসরি শেয়ার করতে পারবেন অ্যাপ থেকে।

অ্যাপটির কিছু স্কিনসট:-














অ্যাপটির নাম: Bitmoji

অ্যাপটির সাইজ: 35MB
অ্যাপটির রেডিং: 4.6

ডাউনলোড

অ্যাপটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন পরবে।

তাই অ্যাপটি ভালো লাগলে উপর থেকে ডাউনলোড করে নিন।

আশা করি অ্যাপটি ব্যবহার করে চমৎকার কিছু Bitmoji তৈরি করতে পারবেন আশা করি।

ধন্যবাদ।