আমরা ফেসবুকে কম বেশি চ্যাটিং সকলেই করে থাকি।

চ্যাটিং করার সময় আমরা বন্ধুদের ইমপ্রেস করার জন্য বিভিন্ন রকম ইমোটিক চিহ্ন ব্যবহার করি।

আবার আমারা অনেকেই দেখেছি চমৎকার সব Bimoji ও ব্যবহার করতে।

তাই আজ আমরা দেখবো কিভাবে সেই Bitmoji এবং এর মতো করে কার্টুন ক্যারেক্টার তৈরি করা যায়।

আর এই চমৎকার Bitmoji তৈরি করতে আপনার প্রয়োজন একটি অ্যাপ।

এই অ্যাপটি ব্যবহার করে আপনি নিজের অনুরুপ একটি পার্সোনাল কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারবেন।

এছাড়া বিভিন্ন ধরনের টেমপ্লেট থেকেও যে কোন একটি পছন্দ করে Bitmoji তৈরি করতে পারবেন।

এই Bitmoji দুইটি ভিন্ন ক্যাটাগরিতে তৈরি করতে পারবেন, ছেলেদের এবং মেয়েদের জন্য ভিন্ন ভিন্ন ইফেক্ট রয়েছে সেই সব ক্যাটাগরিতে।

আপনার জন্য প্রতিটি Bitmoji এর টপিক ভিন্ন ভিন্ন ভাবে এক সাথে সাজানো রয়েছে।

এতে আপনার খুঁজে নিতে সুবিধা হবে আপনার Bitmoji এর বিষয় গুলো।

এছাড়াও মুখ, চুল, শার্ট, প্যান্ট, শরীরের আকৃতি সব কিছু নিজের ইচ্ছে মতো কাষ্টমাইজ করে নিতে পারবেন।

কাষ্টমাইজ করে নিতে পারবেন চোখ, চুলের কালার, শরীরের কালার ইত্যাদি ইত্যাদি।

অ্যাপটি ব্যবহার করাও অনেক সহজ, কারন এর ইন্টারফেস সহজ ও সুন্দর।

আপনার তৈরি করা Bitmoji সেভ করে রাখতে পারবেন, এছাড়াও বিভিন্ন সোসাল সাইটেও সরাসরি শেয়ার করতে পারবেন অ্যাপ থেকে।

অ্যাপটির কিছু স্কিনসট:-














অ্যাপটির নাম: Bitmoji

অ্যাপটির সাইজ: 35MB
অ্যাপটির রেডিং: 4.6

ডাউনলোড

অ্যাপটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন পরবে।

তাই অ্যাপটি ভালো লাগলে উপর থেকে ডাউনলোড করে নিন।

আশা করি অ্যাপটি ব্যবহার করে চমৎকার কিছু Bitmoji তৈরি করতে পারবেন আশা করি।

ধন্যবাদ।

20 thoughts on "[Hot Post] অ্যামেজিং Bitmoji তৈরি করুন আপনার স্মার্টফোন দিয়েই।"

  1. Ex Programmer Contributor says:
    পোস্ট পড়ার আগে ভাবছিলাম অন্যকেউ।
    পরে অর্ধেক পড়ার পড়েই বুঝছি কে হতে পারে?
    1. SajibDas Author Post Creator says:
      Oh!! tai naki bro 😉
  2. Trickbd Support Moderator says:
    Welcome to 500৳ Club.
    #Reward_Day
    1. SajibDas Author Post Creator says:
      ❤️❤️❤️
    2. your all post is awesome….??
      ? u…..
      goood post??
      carry on….✌✌
    3. SajibDas Author Post Creator says:
      Oh! Thanks Bro
    4. wellcome✌
      I will wait for your next post…?
    5. SajibDas Author Post Creator says:
      ?
    6. vai apnader trickbd te akta karone aste mone chay na….trickbd ajke beshi poricito bolei apnader vabi aktu besi..ar apnara akjon contributor er post ki review koren na keno?atoi jodi abohela taile amar id ta delete koren.. dorkar nai trickbd te asar jodi amar post gula review na koren ami id diya ki korbo??????
    7. Trickbd Support Moderator says:
      নির্দিষ্ট নিয়মের বাইরে কিছুই হয়না।
      পোষ্ট রিভিউ করার কিছু সিস্টেম আছে।
      সে অনুযায়ী কাজ করুন।
      তাহলেই কাজ হবে।
      এখানে ভাবের কিছু নেই।
      প্রতিদিন হাজার হাজার জনকে সার্ভিস দেয়া গুটিকয়েক লোকের পক্ষে সম্ভব নয়।
      পেইজ,গ্রুপ,সাইট,পড়াশুনা,অন্যান্য যাবতীয় কাজ…..
      রোবট ও পারবেনা এতসবকিছু করতে।
      আগে উন্নতি করে এরকম বা এরচেয়ে ভালো লেভেলে আসুন।
      তারপর বুঝবেন প্রকৃত অবস্থা।
      মনে রাখবেন,সবকিছু কিছু নির্দিষ্ট সিস্টেমের মধ্যেই চলে।
      এর ব্যতিক্রম হলে ভারসাম্য হারায়।
    8. Ami to 6 mas agei trainer request desi.
      Koi Amar akta post o published Korean nai.
      Ar Amer pore onnekay trickbd te aisa trainer hoicee.
      Take Amar ki oporad Amar post Gula review koren
    9. Trickbd Support Moderator says:
      সিরিয়ালে আপনি নিচে আছেন হয়তো।
      হাজার হাজার ট্রেইনার রিকুয়েস্ট।
      তার উপর প্রতিটি পোষ্ট বিভিন্নভাবে চেক করে দেখতে হয়।
      তাই টাইম লাগে।
  3. brother app ta beboharer jonno ki net connection lagbe????????
    1. SajibDas Author Post Creator says:
      hmm,,bro lagbe.
  4. blackhat Contributor says:
    Osthir app. Thank you so much
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।
  5. shiopn1122 Contributor says:
    Nijer face diye kora jabe na?//
    1. SajibDas Author Post Creator says:
      hmm,,bro kora jabe.
  6. KisHOR Contributor says:
    bro…..jdi nijer face diye toyree jai tbe system ta jdi bolten vlo hoito…
    1. SajibDas Author Post Creator says:
      ব্রো সেইটা খুবই সহজ,,আপনি সেল্ফি তুলে এড করলেই হয়ে যাবে,,,আপনি অ্যাপটি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

Leave a Reply