Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » কীভাবে পুরোনো ফোন দিয়ে Wi-Fi Signal Booster তৈরি করবেন

কীভাবে পুরোনো ফোন দিয়ে Wi-Fi Signal Booster তৈরি করবেন

 

কীভাবে পুরোনো ফোন দিয়ে Wi-Fi Signal Booster তৈরি করবেন

আসসালামু আলাইকুম? পরম করুনাময় মহান আল্লাহর নামে শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন,আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

আজকে আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি, আসিফ। 

আজকের কথা বলবো, কীভাবে পুরোনো ফোন দিয়ে Wi-Fi Signal Booster তৈরি করবেন।

চলুন শুরু করা যাক।

পুরোনো অ্যান্ড্রয়েড বা আইফোন পড়ে আছে? ফেলে না দিয়ে, সেটিকে Wi-Fi সিগন্যাল বুস্টার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি আপনাকে বাড়ির Wi-Fi কভারেজ উন্নত করতে সাহায্য করবে, যদি আপনার বাড়ির কিছু অংশে সিগন্যাল দুর্বল হয়। আপনার ওয়াই-ফাই রাউটারটি আপনার বাড়ির সম্পূর্ণ সিগন্যাল কভারেজ দিতে পারে না। ওয়াই-ফাই সিগন্যাল আপনার ঘরের দরজা পর্যন্ত আসে কিন্তু পিসির টেবিল পর্যন্ত পৌঁছায় না। সমাধান আজকেই নিন।

চলুন তাহলে, সহজ কয়েকটি ধাপে পুরোনো ফোন দিয়ে Wi-Fi সিগন্যাল বুস্টার তৈরি করা শেখা যাক।

Wi-Fi Signal Booster কী এবং কেন প্রয়োজন?

Wi-Fi সিগন্যাল বুস্টার বা রিপিটার এমন একটি ডিভাইস যা একটি Wi-Fi সিগন্যাল গ্রহণ করে এবং সেটিকে শক্তিশালী করে আরও দূরে পাঠায়।

চলুন তাহলে এর উপকারিতা জানা যাক।

আপনার যা যা প্রয়োজন হবে।

একটি তৃতীয় পক্ষের অ্যাপ (Android এর জন্যঃ NetShare – no-root-tethering, বা Wi-Fi Repeater, বা Hotspot App)+( iPhone এর জন্যঃ WiFi Repeater বা Mywi)

চলুন অনেক সময় ধরে এই সম্পর্কে জানলাম, এবার মূল কাজ করা যাক।

প্রথমে আমি,

  1. NetShare – no-root-tethering
  2. Wi-Fi Repeater
  3. Hotspot App
  4. mHotspot

এই ৪টি App এর মধ্যে আপনারা যেকোন ১টি ডাউনলোড করে নিতে পারেন।

আমি NetShare App টি ডাউনলোড করে নিচ্ছি, এই app টি ব্যবহার করতে আপনার ফোন রুট করা লাগবে না।

প্রথমে কাজ হলো, পুরোনো ফোনটি আপনার প্রধান Wi-Fi নেটওয়ার্কে কানেক্ট করবেন।

কীভাবে পুরোনো ফোন দিয়ে Wi-Fi Signal Booster তৈরি করবেন

তারপর যে App ডাউনলোড করেছেন সেটি Open করুন।

 

App এর মধ্যে Start WiFi Hotspot অপশনটিতে মার্ক করে দিলেই কানেক্ট থাকা ওয়াই-ফাই সিগন্যালটি ফোন রিপিট করতে শুরু করে দেবে।

আনাদের একটা কথা বলে রাখিঃ 

তা হলো-অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লিমিটেশনের জন্য আপনি SSID এবং Password এডিট করতে পারবেন না। SSID এর পাশের EDIT অপশন-এ ক্লিক করে RESET করতে পারবেন। এতে অ্যান্ড্রয়েড আবার নতুন ক্রেডিনশিয়াল জেনারেট করবে।

কিভাবে এই WiFi অন্য মোবাইল দিয়ে ব্যবহার করবেন।

সেক্ষেত্রে এই একই অ্যাপ ফোনটিতেও থাকতে হবে। এরপর ফোনে অ্যাপটি ওপেন করুন এবং Connect -এ ট্যাপ করুন। এক্সটেন্ডার হিসেবে ইউজ করা ফোনটির পাসওয়ার্ড-এর পাশে দেখুন WPS অপশন রয়েছে। এখানে প্রেস করে অন করে দিন। এতে করে নতুন অ্যান্ড্রয়েড কানেক্ট করার সময় পাসওয়ার্ড ম্যানুয়ালভাবে দিতে হবে না।

এখাতে দেখতে পাবেন।

যাইহোক, কানেক্ট হওয়ার পরে দেখবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভিপিএন রিকোয়েস্ট এনাবল করতে বলবে। এনাবল অ্যাক্সেপ্ট করে দিলেই অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট আক্সেস পেয়ে যাবে।

এভাবেই তৈরি হয়ে গেল আপনার ওয়াই-ফাই সিগন্যাল বুস্টার।

Wi-Fi সিগন্যালের Speed পরীক্ষা করার জন্য Wi-Fi Analyzer অ্যাপ ব্যবহার করুন, তাহলে বুঝতে পারবেন এটা কেমন কাজ করছে।

আমার কাজ করছে।

তার মানে অ্যান্ড্রয়েড রিপিটার পারফেক্ট কাজ করছে।

যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!

সৌজন্য:-
MrBlogit.Com

সবাইকে ধন্যবাদ, আপনার একটি সুন্দর মন্তব্য পরবর্তী পোস্ট লিখতে অনুপ্রেরণা যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিলাম, হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি আসিফ। আল্লাহ হাফেজ.

পূর্বের পোষ্টঃ

1 month ago (Dec 26, 2024)

About Author (32)

Md Asif Khan
author

I Like TrickBD. I Try To Teach What I Know, I Try To Learn What I Don't Know.MrBlogIt.Com

Trickbd Official Telegram

13 responses to “কীভাবে পুরোনো ফোন দিয়ে Wi-Fi Signal Booster তৈরি করবেন”

  1. Bipul Sheikh Contributor says:

    আপনার এই পোস্টটি পড়ে আমি খুব উপভোগ করেছি। আপনার লেখার ধরন ও ভাষা দেখে মনে হচ্ছে আপনি একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ লেখক। আপনার লেখা থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম।

    পুরোনো ফোন দিয়ে Wi-Fi সিগন্যাল বুস্টার তৈরির এই অসাধারণ টিপস আপনি খুব সহজ ও বুঝতে সহজ ভাষায় আমাদের জানিয়েছেন। আপনার লেখার স্টাইল, সংক্ষিপ্ততা এবং পাঠকের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার ক্ষমতা খুব ভালো লাগল।

    আমি আপনার লেখায় উপভোগ করেছি এবং ভবিষ্যতে আরও এই ধরনের উপকারী ও প্রয়োজনীয় তথ্য আপনার কাছ থেকে পেতে চাই। আপনি যেভাবে বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন তাতে মনে হয় আপনি এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। আশা করি, আপনি ভবিষ্যতেও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে আনবেন।

  2. FerdousZone Contributor says:

    sundor😊

    but amr 2nd hand phone nei, without 2nd hand phone or any router, just amii j phone tah use korchi, aita diya signal boost kora jabe ki nah?

    • Md Asif Khan Author Post Creator says:

      হ্যা ভাই, কিন্তু সেটা খুব বেশি কাজ করে না, কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ।

  3. cawen82950 Contributor says:

    Vai re vai, 🤮

  4. atikraz Contributor says:

    নতুন বিষয় জানলাম।
    অসংখ্য ধন্যবাদ ভাই।

  5. Md Asif Khan Author Post Creator says:

    স্বাগতম প্রিয় ভাই।

  6. N.A.Khan Contributor says:

    এটা আমি অনেক আগেই ট্রাই করেছিলাম কিন্তু স্পিড খুব স্লো পায়। রাউটারের সাথে কানেক্ট করলে যেই স্পিড পায় এভাবে করলে ওই স্পিডটা পায়না।

  7. LiMoN HaSaN Contributor says:

    Tnx for share

Leave a Reply

Switch To Desktop Version