Site icon Trickbd.com

কেমন হয় যদি আপনার এন্ড্রোয়েড ফোনের সাউন্ড সিস্টেম হয়ে উঠে Android P এর মতো মাত্র ১ এম্বির একটি অ্যাপ এর মাধ্যমে।

Unnamed

আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
বন্ধুরা কেমন হয় যদি আপনার এন্ড্রোয়েড ফোনের সাউন্ড সিস্টেম হয়ে উঠে Android P এর মতো তাও আবার মাত্র ১ এম্বির অ্যাপ দিয়ে।
তো আজকের এই পোষ্টে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়েই আলোচনা করব।
তো এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
নিচের লিংক এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
click here to download
ডাউনলোড করে ওপেন করুণ।
ওপেন করে নিচের মতো পেজ আসবে সেখান থেকে
Accessibility Service এ ক্লিক করুণ।

তার পর নিচে থেকে VolumeP এর অপশন এ গিয়ে অপশন টি অন করে দিন।
চাইলে সব অপশন অব করতে পারেন। এর জন্য এক্সট্রা ফিচার পাবেন।

আপনারা চাইলে VolumeP2 ও অন করতে পারেন এর জন্য আপনি এক্সট্রা ফিচার পাবেন।
তো আপনার কাজ শেষ।
এখন দেখুন আপনার সাউন্ড সিস্টেম কেমন হয়েছে। নিচে আমার ফোনের কিছু স্ক্রিনশট:


তো আশাকরি পোষ্টটি আপনাদের ভালো লেগেছে।
কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যেকোন সমস্যায়:-

সবাও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।

সৌজন্যে:-WizBD.Com