আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
বন্ধুরা কেমন হয় যদি আপনার এন্ড্রোয়েড ফোনের সাউন্ড সিস্টেম হয়ে উঠে Android P এর মতো তাও আবার মাত্র ১ এম্বির অ্যাপ দিয়ে।
তো আজকের এই পোষ্টে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়েই আলোচনা করব।
তো এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
নিচের লিংক এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
click here to download
ডাউনলোড করে ওপেন করুণ।
ওপেন করে নিচের মতো পেজ আসবে সেখান থেকে
Accessibility Service এ ক্লিক করুণ।

তার পর নিচে থেকে VolumeP এর অপশন এ গিয়ে অপশন টি অন করে দিন।
চাইলে সব অপশন অব করতে পারেন। এর জন্য এক্সট্রা ফিচার পাবেন।

আপনারা চাইলে VolumeP2 ও অন করতে পারেন এর জন্য আপনি এক্সট্রা ফিচার পাবেন।
তো আপনার কাজ শেষ।
এখন দেখুন আপনার সাউন্ড সিস্টেম কেমন হয়েছে। নিচে আমার ফোনের কিছু স্ক্রিনশট:


তো আশাকরি পোষ্টটি আপনাদের ভালো লেগেছে।
কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যেকোন সমস্যায়:-

সবাও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।

সৌজন্যে:-WizBD.Com

6 thoughts on "কেমন হয় যদি আপনার এন্ড্রোয়েড ফোনের সাউন্ড সিস্টেম হয়ে উঠে Android P এর মতো মাত্র ১ এম্বির একটি অ্যাপ এর মাধ্যমে।"

  1. ট্রিকবিডিতে মনে হয় কোনো প্রবলেম হচ্ছে।
    স্ক্রিনসট গুলো ছোট দেখা যাচ্ছে।
    1. JS Masud Contributor Post Creator says:
      বলতে পারব না। আমার কাছে ঠিক লাগছে।
  2. Sohan Subscriber says:
    ভালো লেখেছো
    1. JS Masud Contributor Post Creator says:
      tnx
    1. JS Masud Contributor Post Creator says:
      tnx

Leave a Reply