Site icon Trickbd.com

[[নিয়ে নিন আপনাদের নিত্য প্রয়োজনীয় অসাধারণ একটি এপ্স★যা আপনাদের জীবনকে সহজ করে তুলবে]]

Unnamed

আশাকরি সবাই ভালই আছেন। কেননা ট্রিকবিডি ভিজিট করলে এমনিতেই মন অনেক ভাল হয়ে যায়। আপনাদের ভাল থাকাকে আরো সহজ করে দিতে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নিত্য প্রয়োজনীয় আকর্ষণীয় ডাইরি। যা আপনাদের মন কাড়তে সক্ষম।
তো চলেন জেনে নেয়া যাক এই আকর্ষণীয় ডাইরিটির বিশেষ দিকগুলি:
১। আপনার তথ্যকে সুরক্ষিত রাখতে রয়েছে এপ্স লক সুবিধা।
২। লক পাসওয়ার্ড ভুলে গেলে, ইমেইলের মাধ্যমে পাসওয়ার্ড রিকোভারির সুবিধা।
৩। ক্লাউড স্টোরেজে সকল তথ্য সংরক্ষন করার সুবিধা। ফলে আপনার তথ্য কখনো না হারানোর নিশ্চয়তা।
৩। আপনার তথ্য নিয়মিত যোগ করতে রয়েছে রিমাইন্ডার সুবিধা।
৪। সময় ও তারিখ অটোমেটিক তথ্যের মধ্যে যোগ হওয়া।
৫। ২২+ আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড থিম।
৬। ইচ্ছেমত টেক্সট কালার কাস্টমাইজ করার সুবিধা।
৭। ৯+ আকর্ষণীয়য় টেক্সট ইফেক্ট।
৮। টেক্সট লাইন ছোট বড় করার সুবিধা।
৯। ৫+ এপ আইকন।
১০। ৭০+ আকর্ষণীয় ইমোজি।
,
এবার তাহলে জেনে নেয়া যাক ডায়রির প্রয়োজনীয় দিকসমূহ:
১। জরুরি হিসাব-নিকাশ সংরক্ষণ করতে।
২। আপনার ব্যক্তিগত তথ্য লিখে রাখতে।
৩। বিভিন্ন ধরনের সোসিয়ালসাইট/ওয়েবসাইট/ব্যাংক একাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড কিংবা ওয়ালেট নাম্বার সংরক্ষন করে রাখতে।
৪। জরুরি লিংক সংরক্ষণ করতে।
৫। গান,গল্প,কিংবা কবিতা লিখে রাখতে।
৬। সোসিয়াল সাইটের লং পোস্ট লিখে রাখতে।
৭। ট্রিকবিডির পোস্ট লিখে রাখতে।
৮। জন্ম, মৃত্যু তারিখ সংরক্ষন করতে
৯। আপনার মহাবানীগুলোকে সেভ করে রাখতে।
এককথায় দৈনন্দিন প্রয়োজনে ডাইরির প্রয়োজনীয়তা অপরিহার্য।

Diary 3.70 MB only

এবার আসুন স্ক্রিনশটে:










,
,

তো বন্ধুরা এপর্যন্তই ছিল আমার এপ্স রিভিউ । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।