আশাকরি সবাই ভালই আছেন। কেননা ট্রিকবিডি ভিজিট করলে এমনিতেই মন অনেক ভাল হয়ে যায়। আপনাদের ভাল থাকাকে আরো সহজ করে দিতে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নিত্য প্রয়োজনীয় আকর্ষণীয় ডাইরি। যা আপনাদের মন কাড়তে সক্ষম।
তো চলেন জেনে নেয়া যাক এই আকর্ষণীয় ডাইরিটির বিশেষ দিকগুলি:
১। আপনার তথ্যকে সুরক্ষিত রাখতে রয়েছে এপ্স লক সুবিধা।
২। লক পাসওয়ার্ড ভুলে গেলে, ইমেইলের মাধ্যমে পাসওয়ার্ড রিকোভারির সুবিধা।
৩। ক্লাউড স্টোরেজে সকল তথ্য সংরক্ষন করার সুবিধা। ফলে আপনার তথ্য কখনো না হারানোর নিশ্চয়তা।
৩। আপনার তথ্য নিয়মিত যোগ করতে রয়েছে রিমাইন্ডার সুবিধা।
৪। সময় ও তারিখ অটোমেটিক তথ্যের মধ্যে যোগ হওয়া।
৫। ২২+ আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড থিম।
৬। ইচ্ছেমত টেক্সট কালার কাস্টমাইজ করার সুবিধা।
৭। ৯+ আকর্ষণীয়য় টেক্সট ইফেক্ট।
৮। টেক্সট লাইন ছোট বড় করার সুবিধা।
৯। ৫+ এপ আইকন।
১০। ৭০+ আকর্ষণীয় ইমোজি।
,
এবার তাহলে জেনে নেয়া যাক ডায়রির প্রয়োজনীয় দিকসমূহ:
১। জরুরি হিসাব-নিকাশ সংরক্ষণ করতে।
২। আপনার ব্যক্তিগত তথ্য লিখে রাখতে।
৩। বিভিন্ন ধরনের সোসিয়ালসাইট/ওয়েবসাইট/ব্যাংক একাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড কিংবা ওয়ালেট নাম্বার সংরক্ষন করে রাখতে।
৪। জরুরি লিংক সংরক্ষণ করতে।
৫। গান,গল্প,কিংবা কবিতা লিখে রাখতে।
৬। সোসিয়াল সাইটের লং পোস্ট লিখে রাখতে।
৭। ট্রিকবিডির পোস্ট লিখে রাখতে।
৮। জন্ম, মৃত্যু তারিখ সংরক্ষন করতে
৯। আপনার মহাবানীগুলোকে সেভ করে রাখতে।
এককথায় দৈনন্দিন প্রয়োজনে ডাইরির প্রয়োজনীয়তা অপরিহার্য।

Diary 3.70 MB only

এবার আসুন স্ক্রিনশটে:










,
,

তো বন্ধুরা এপর্যন্তই ছিল আমার এপ্স রিভিউ । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।

17 thoughts on "[[নিয়ে নিন আপনাদের নিত্য প্রয়োজনীয় অসাধারণ একটি এপ্স★যা আপনাদের জীবনকে সহজ করে তুলবে]]"

    1. রিয়াদ Author Post Creator says:
      ভাই মাইন কইরেননা। একটা কথা বলি আপনি কমেন্ট করলেই মনে হয় কে জানে পোস্টে রিপোর্ট মারছে। নামটি চ্যাঞ্জ করলে ভাল হয়।
    2. Riadrox Legend Author says:
      ?? Mairala
    3. রিয়াদ Author Post Creator says:
      কিসের জন্য ভাই। আমার মিতাই।??
    4. রিয়াদ Author Post Creator says:
      মেসি ফ্যাক্ট ওটা ২০+ কারন নোটিশ আছে
    5. Mojahid Author says:
      Riadrox ভাই আপনার পয়েন্ট এতো হুরহুর করে বাড়ে কেমনে???
      আপনারে বেশি কমেন্ট করতেও দেখিনা!!!??
      মাইন্ড কইরেন না।।
  1. রিয়াদ Author Post Creator says:
    thank you. reporter vai
  2. Mojahid Author says:
    সুন্দর পোস্ট।। ??
    অনেক আগে থেকেই ব্যবহার করি।।।
    পোস্ট করে সবাইকে জানানোর জন্য ধন্যবাদ।।। ??
    1. রিয়াদ Author Post Creator says:
      Thank you mojahid vai.
      সবসময় আপনাকে কাছে পাই।☺☺
    2. Mojahid Author says:
      আপনাকে স্বাগতম।।
      by the way… এতো রাত করে অনলাইনে থাকা কিন্তু ঠিক না।। ????
    3. রিয়াদ Author Post Creator says:
      আজকে ভাই উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা। মোহাম্মাদ সালাহ রোজা রেখে খেলতেছে।
    4. Mojahid Author says:
      ও তাই!! গুড।। জয়টা যেন তারই হয়।।??
    1. রিয়াদ Author Post Creator says:
      Thank yoy Nirob vai
    2. Nur Md Nirob Contributor says:
      ভাই আমিও ওথোর ছিলাম ৷ এখোন নাই ৷ আমাকে হেল্প করেন ৷
    3. রিয়াদ Author Post Creator says:
      এভাবে কারো কাছে হেল্প না চেয়ে নতুন করে মানসম্মত পোস্ট করলেই আপনি আবার ট্রেইনার হওয়ার সুযোগ পাচ্ছেন। অথোরের কাজ ট্রেইন করা কন্ট্রিভিউটরের কাজও একই। আপনি এখনি অথোর হতে না পারলে আপনার তো কোনো ক্ষতি হচ্ছেনা। তাই নতুন করে ট্রেইন করুন। আশাকরি অথোর হয়েই যাবেন।
  3. Ajarmam Contributor says:
    App টা কি অনলাইন???আর এটা কি google keep এর মতো

Leave a Reply