কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ঈদ এবং ফুটবল খেলা নিয়ে ব্যস্ত চিলাম তাই পোস্ট করতে দেরি হয়ে গেলে দুঃখিত।
শুরু করার আগে গত পোস্ট ( ১ম পর্ব) এর কিছু কমেন্ট এর উওর দেয়।
১ম প্রশ্ন :- Adsense ছাড়া আয় করা যাবে কিনা?
উওর :- না Adsense ছাড়া আয় করা যাবে না। আমাদের প্রথমে Admob অ্যাকাউন্ট করতে হবে, তারপর Ad Unit Create করতে হবে। আর আমাদের আয় করা টাকা কিন্তু Adsense থেকে নিতে হবে।
২য় প্রশ্ন :- Ads কোথায়, কিভাবে বসাবো?
উওর :- অপেক্ষা করুন এই পোস্টে আশা করছি উওর পেয়ে যাবেন।
৩য় প্রশ্ন :- Adsense অ্যাকাউন্ট ঠিক থাকবে তহ? Disable হবে না তহ?
উওর :- না সৎ উপায়ে কাজ করলে কখনও অ্যাকাউন্ট Disable হবে না।
আর দেরি না করে শুরু করি।
আমরা প্রথমে ছোট-খাটো অ্যাপ কিভাবে বানাতে হয় সেটা শিখবো, তারপর আস্তে আস্তে বড় অ্যাপে কাজ শুরু করবো। কারণ প্রথম থেকে যদি বড় অ্যাপে কাজ শুরু করি তাহলে হয়ত আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। আমি উপরের ছবির অ্যাপ এর মত একটা অ্যাপ কিভাবে বানাতে হয় সেটা শিখানোর চেস্টা করবো। তবে হয়ত সম্পন্ন এই অ্যাপে মত হবে না। কারন এই অ্যাপ Android Studio দিয়ে করা। আশা করি Appybuilder শেষ করে আমরা Android Studio তে ও কাজ শুরু করবো। অ্যাপটি নাম হুমায়ূন আহমেদের বানী ও জীবনী এই অ্যাপ আমি Play Store থেকে ডাউনলোড করছি। চাইলে আপনারা ও ডাউনলোড করে নিতে পারবেন।
ওকে এখন মাইন কাজে যাই। Browser থেকে Appybuilder ওপেন করেন।
Appybuilder ওপেন করার সাথে সাথে গত পর্বে যে আমরা Project Create করে ছিলাম সেটা ওপেন হয়ে যাবে।
১ম পর্ব অর্থাৎ গত পর্ব যদি আপনি মিস্ করে থাকেন, তাহলে এখানে ক্লিক করেন।
৩ লাইন এ ক্লিক করুন।
Build Now তে ক্লিক করুন। Build Now তে ক্লিক করার পর মাইন সাইট ওপেন হবে।
বাম সাইটে একটু নিচে দেখতে পারবেন Layout। Layout ক্লিক করুন।
Layout থেকে VerticalArrangement চেপে ধরে মোবাইল ডিসপ্লে ওখানে ছেড়ে দিন।
দেখবেন মোবাইল ডিসপ্লের ওখানে VerticalArrangement চলে আসছে। আর ডান পাশে উপরের দিকে Components এর ওখানে VerticalArrangement অ্যাড হয়ে গেছে।
আবার আমাদের বাম পাশে নিচে দিকে আসতে হবে। এবং Monetize ক্লিক করতে হবে।
এখন আমাদের Admob চেপে দেড়ে রাখতে হবে, এবং মোবাইল ডিসপ্লে VerticalArrangement এর নিচে ছাড়তে হবে।
দেখুন VerticalArrangement এর মত Admob ও মোবাইল ডিসপ্লে এবং Components এর মধ্য অ্যাড হয়ে গেছে।
Components এ গেয়ে VerticalArrangement ক্লিক করতে হবে।
Properties এ এমনই থাকবে।
আমাদের AlignHorizontal = 3 মানে center, AlignVetical = 1 মানে Top করতে হবে, Height = fill parent করতে হবে, Width = fill parent করতে হবে।
আমাদের আবার Layout ক্লিক করতে হবে। এবং সেখান থেকে HorizontalArrangement নিতে হবে। HorizontalArrangement টি VerticalArrangement এ ছাড়তে হবে। তারপর Properties এ গিয়ে আমাদের AlignHorizontal = 3 মানে center, AlignVetical = 3 মানে Center করতে হবে,Background Color = Black, Height = 10 parent করতে হবে, Width = fill parent করতে হবে।
এরপর আমাদের User Interface ক্লিক করতে হবে।
এখান থেকে Tabel নিতে হবে, এবংHorizontalArrangement এর মধ্য ছাড়তে হবে।
এর পর Proprieties এ গিয়ে Tabel ক্লিক করে নিচের দিকে Text ক্লিক করে Text Change করতে হবে। Change করে হুমায়ূন আহমেদের বানী ও জীবনী এই Text দিব।
কারণ ওই অ্যাপের উপরের দিকে এই Text চিল।
Text Color ও পাল্টাতে হবে। Text Color ক্লিক নিজের ইচ্ছা মত Color দিয়ে দিবেন।
FontSize = 25 দিয়ে দিবেন।
FontBold এর উপর ক্লিক করে দিবেন।
দেখুন ওই অ্যাপে মোট ৬টা টেব আছে।
আবার আমদের User Interface থেকে ১টা টেব নিতে হবে। সেটা HorizontalArrangement এর নিচে ছাড়তে হবে।
Properties এ গিয়ে HorizontalArrangement2 ক্লিক করে Text থেকে সব কেটে দিতে হবে।
Height এ 6 দিতে হবে।
এখানে দেখুন এই শুধু একটা Space এর কাজ করছে।
আবার Layout থেকে আর ও একটা VerticalArrangement নিতে হবে। এবং এখন যে Tabel নিলাম সে Tabel এর নিচে ছাড়তে হবে।
VericalArrangement2 ক্লিক Properties এ গিয়ে আমাদের AlignHorizontal = 3 মানে center, AlignVetical = 3 মানে center করতে হবে, Height = fill parent করতে হবে, Width = 80 parent করতে হবে।
VericalArrangement2 এর মধ্য মোট ১১টা Tabel থেকে হবে।
Tabel3 Text পাল্টাতে হবে, Text লিখতে হবে বানী ১ম পর্ব।
কারণ ওই অ্যাপে ১ম Tabel বানী ১ম পর্ব।
এর পর Tabel4 এ ক্লিক করে, শুধু Height 1 এবং Text এর ওখানে খালি করে দিবেন।
এই Tabel ও Space এর কাজ করবে।
দেখুন ওই Tabel Space এর কাজ শুরু করে দিছে।
এইভাবে বাকী Tabel গুলাও করে নিবেন।
আজকে এই পর্যন্ত, আগামী পর্বে বাকী কাজ নিয়ে আলোচনা করব।
কারো কোনো কিছু বুঝতে আসুবিধা হলে, কমেন্ট করবেন। সমদান করার চেষ্টা করব।
চাইলে ভিডিও দেখতে পারবেন, ভিডিও দেখতে ক্লিক করুন।
চাইলে ভিডিও দেখতে পারবেন, ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
আজকে এখানে বিদায় নিছি, ভালো থাকবেন সবাই।
& best of luck?
1.BDearnads
2.Superlight
3.notifyme
4.Bonusinbtc
5.
More etc
Developer by Arif khan
AK Developer BD
3 month lagecha ai appgulo tari korti ??? but no account in developer play store
Amar kub dorkar Adsense account and admob .