আমি কিছু আগে বলেছিলাম যে, আপনাদের কিভাবে অ্যাপ বানাতে হয় তা শিখানো চেষ্টা করব।তাই চলে আসলাম…

 

আশা করি সবাই ভালো আছেন…!!! আমি ও ভাল আছি। আর দেরি না করে শুরু করা যাক…

 

আমি গত দিন অ্যাপ বানাতে কি কি দরকার হয় তা নিয়ে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে ধারনা দেওয়ার চেষ্টা করব Appybuiler নিয়ে।

Appybuiler এ অ্যাকাউন্ট করতে আপনাদের একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে, আশা করি সবার জিমেইল অ্যাকাউন্ট আছে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট করে নিবেন।

প্রথমে যেকোন একটা ব্রাউজার ওপেন করবেন। (মোবাইল অথবা পিচি দিয়ে। মোবাইল  দিয়েও খুব সহজে অ্যাপ বানাতে পাবেন)

তার এড্রেস বারে লিখবেন – www.appybuilder.com

এই সাইটটি ওপেন হবে। তারপর উপরে দেখবেন BUILD NOW আছে, যেটা আমি মার্ক করে দিয়েছি। BUILD NOW ক্লিক করুন।

এবার আপনার জিমেইল আর পাস দিতে হবে। জিমেইল ,পাস দিলে অ্যাকাউন্ট করা হয়ে যাবে appybuilder এ।

appybuilder এ অ্যাকাউন্ট করা শেষ হলে এই পেজটা আসবে। আপনারা উপরে দেখতে পাবেন Start New Project ( আমি মার্ক করে দিছি) ওখানে ক্লিক করবেন।

Start New Project ক্লিক করলে এমন একটা পেজ আসবে। এখানে আপনার Project Name দিতে হবে। আমি এখানে New_App দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মত দিতে পারবেন। Project Name এর ওখানে আপনাদের ইচ্ছা মত নাম দিয়ে OK ক্লিক করুন।

এখন আমরা চলে আসলাম মাইন পেজে যেখান থেকে আমরা অ্যাপ বানাবো।

এই পেজে দেখুন আমি কিছু অংশ মার্ক করছি। এখান থেকে আমরা সব কম্পনেট নিব। আমাদের কাজ করার সময় যখন যে কম্পনেট দরকার হয় তখন সে কম্পনেট নিয়ে বিস্তারিত আলোচনা করব।

User Interface এ ক্লিক করলে আমরা পাব। Button, CheckBox, Chronometer, DatePicker, FloatingButton, GalleryViewer, GridView, Image, Label, LinedTextBox, ListPicker, ListPickerCustom, ListView, ListViewCustom, Notifier, PasswordTextBox, ProgressBar, RatingBar, Slider, Spacer, Spinner, Switch, TextBox, TimePicker, Toggler, WebViewer.

Layout  এ ক্লিক করলে আমরা পাব।

HorizontalArrangement, HorizontalScrollArrangement, TableArrangement, VerticalArrangement, VerticalScrollArrangement.

Media এ ক্লিক করলে আমরা পাব।

Camcorder, Camera, ImagePicker, Player, Sound, SoundRecorder, SpeechRecognizer, TextToSpeech, VideoPlayer, WallpaperManager, YandexTranslate.

এগুলা সব কম্পনেট আরও অনেক কম্পনেট  আছে।
Drawing and Animation
Maps
Sensors
Social
Storage
Connectivity
LEGO® MINDSTORMS®
Visualization
Monetize
Advanced
Experimental
Extension

সব কম্পনেট  যখন যে কম্পনেট  দরকার তখন সে কম্পনেট  নিয়ে কথা বলব।

আমি এখন যে অংশ মার্ক করছি সেটা হয়ছে Main Screen. যেখানে আমরা অ্যাপ ডিজাইন করব।

আমি এখন যে অংশ মার্ক করছি, Add Screen. এইটা কাজ হলো অ্যাপ এর পেজ অ্যাড করা। যখন পেজ অ্যাড করতে হবে তখন Add Screen এ ক্লিক করতে হবে।

Add Screen ক্লিক করলে তখন Screen Name চাইবে আপনার ইচ্ছা মত নাম দিতে পারবেন । ইচ্ছা মত নাম দিয়ে  OK ক্লিক করবেন

 

এইবার সবার নিচে দেখবেন Title Visible এই অপশনে টিক মার্ক আছে সেখানে ক্লিক করুন দেখবেন টিক মার্ক আর নাই।

Title Visible থেকে টিক মার্ক তোলার কারণ হলে এই পেজের মোবাইল এর উপরের অংশে এতখন একটা লাল বার ছিল সেটা বাদ দেওয়ার জন্য। এই পেজের মার্ক করা App Name যেখানে আছে সেখান থেকে অ্যাপ নাম দিতে হয়। আর Icon এর ওখানে অ্যাপ আইকন দিতে হয়।

 

 

আজকে এই পর্যন্ত আশা করি আগামী পর্বে আরও বিষয় নিতে আলোচনা করব। সব কিছু যদি একদিনে আলোচনা করা হয় তাহলে হয়ত কিছু বুঝতে পারবেন না । তাই পর্ব আকারে আলোচনা  করছি।

 

কোনো কিছু যদি ভুল হয় ক্ষমা চোখে দেখার জন্য অনুরোধ করছি।

 

ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন

27 thoughts on "অ্যাপ বানিয়ে আয় করুন ১ম পর্ব"

    1. Sujoy Contributor Post Creator says:
      ধন্যবাদ
    1. Sujoy Contributor Post Creator says:
      চেষ্টা করব
  1. Rifat forazi Contributor says:
    চালিয়ে যান
  2. sujoyctg96 Contributor Post Creator says:
    thanks Rifat Bhai
  3. মামুন Author says:
    Offline e app বানানোর যে পোস্ট করা আছে তার থেকে এটা better না। এগুলো ব্যর্থ পরিশ্রমে ।
  4. mohdshoaibctg Contributor says:
    দারুণ একটি পোষ্ট,এডমিন প্যানেলের উচিৎ এইসব পোস্ট কারীদের আরো উৎসাহ দেওয়া এবং যারা আবাল ছাবাল পোস্ট করে তাদের Authorship কেড়ে নিয়ে নেওয়া
  5. nahid500 Contributor says:
    ভাই আমার Google Adsense account নাই। তা হলে কি ভাবে ads show করাবো। Adsense ছাড়া কি earning হবে না ।
    1. Sujoy Contributor Post Creator says:
      adsense account kora kono bepar na… r earning kivabe paben seta o bolar hobe… earning ar cinta age app create korte hobe
  6. HD Mohan Contributor says:
    vai agar post are link dan plzz
  7. CoCKroAcH Author says:
    appybuilder & thunkble 2 tai diyei jani…..☺☺☺
    1. Sujoy Contributor Post Creator says:
      very good brothers
  8. Md Khalid Author says:
    but taka? ………………. eta koi,. ar app a adsence er ad kod boshanor upay thakle bolun. plz
    1. Sujoy Contributor Post Creator says:
      AdSense add toh bosabo Bhai… Aita toh matro 1st part… Sathe thakun sob shikai dibo asha kori
  9. mdatikulislam Contributor says:
    Google adSen ছারা আয় করা যাবে?
    1. Sujoy Contributor Post Creator says:
      Na. Ads AdSense theke nite hobe
  10. Mahfuz Saim Contributor says:
    Vai amar ei topic er amar 3 ta post pending….. Ar apni ei niye post korlen!!!
    1. Sujoy Contributor Post Creator says:
      Chacile jan approved paben inshallah
  11. SH∀NʇO Contributor says:
    bro maybe j link share korcho ota vul
  12. Ashraf uddin Author says:
    vai re akon admob r ager moto na ban dey 100 te 99%
  13. sujoyctg96 Contributor Post Creator says:
    legend way te kaj na korle disable toh korbe…
    1. Sujoy Contributor Post Creator says:
      thank you

Leave a Reply