অনেকদিন পর আবার টিরিকবিডি তে বসলাম-! আসলে নোভেম্বর এর ১ তারিখে ফাইনাল পরিক্ষা তাই কিছুদিন থাকুম না। তবে খুব মিস করবো এই জ্ঞানের জগৎ ট্রিকবিডি কে।।
ট্রিকবিডির ষ্পেশালদের জন্যঃ
তবে অনুমতি চাই-!!!
আসল টপিকঃ
প্রথমে প্লে ইষ্টোর থাইক্কা এই অ্যাপ টা নামাই নেন।
Search Keyword:
'Microsoft Remote Desktop app'
এরপর Apponfly.Com এ গিয়ে, রেজিশট্রেসন করুন ফ্রি ট্রায়াল এ ক্লিক করে।
রেজিষ্ট্রেসন কম্পলিট হওয়ার জন্য কিছুক্ষন সময় লাগতে পারে। মানে কিছুক্ষন আপনাদের কাগজের প্লেন দেখাইবে তারপর অটোমেটিক রিডাইরেক্ট হয়ে একটি ট্যাব খুলে যাবে। আমি নতুন ট্যাবটায় ঢুকলাম
তারপর দেখলাম এমন আসলো। এখানে Download Setup File এ ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন। ঘাবড়াবেন নাহ। এত বেশি এম্বির ফাইল না এটা।
এবার লক্ষ করুন একটি ফাইল ডাউনলোড হয়েছে। এবং পেজটিতে একটি ইমেইল (আপনার ইমেইল) এবং পাসোওয়ার্ড দেখাচ্ছে। সেই পাসওয়ার্ড টা কপি করুন।
আমি কপি করে নিলাম।
এবার ডাউনলোড কঅরা ফাইলটি অ্যাপটির মাধ্যমে ওপেন করুন। দেখবেন Password চাইছে।। এখানে আপনার কপি করা পাসওয়ার্ডটি দিন।
এবং কানেক্ট এ ক্লিক করুন।। এবার দেখুন কেলমা।।
নিম্নে স্ক্রিনশট দিয়া দিলাম।