Site icon Trickbd.com

হাতের স্মার্টফোনটি জানাবে আপনার আশেপাশে কি আছে | জানতে চাইলে পোস্টটি পড়ুন।

Unnamed

হ্যালো বন্ধুরা কি খবর সবার? আজ আমি আপনাদের দারুন একটি অ্যাপ এর সাথে পরিচয় করায় দিব যে অ্যাপটি আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে।

ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন কিন্তু এর আগে সেখানে কোনদিনও যাননি একদম নতুন স্থানে।
হঠাৎ করে যদি আপনার পকেটের টাকা ফুরিয়ে যায় কিন্তু আপনার কাছে একটি এটিএম আছে কিন্তু এমন জায়গায় আপনি আছেন। সেখান থেকে কোথায় অবস্থান এটিএম বুথের সেটা জানেন না।
এমন কি আশেপাশে কেউ নেই যে বলে দেবে এটিএম বুথ কোনদিকে রয়েছে তাহলে আপনি কি করবেন?
এমন পরিস্থিতিতে কিন্তু অনেকের পড়তে হয়। বিশেষ করে ভ্রমণপিপাসু হযলেতো কথায় নেই। এই ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে আপনার হাতে থাকা স্মার্টফোনটি।
এর জন্য আপনাদের ফোনে “ওয়ার্ল্ড অ্যারাউন্ড মি” নামে একটি আপ্লিকেশন ইন্সটল করা থাকতে হবে। তাহলে সব সমস্যার সমাধান।
অ্যাপটিতে রয়েছে আরো দারুন কিছু ফিচার যা আপনার কাজে লাগবেই। তো চলুন দেখে নেয়া যাক কি কি আছে এই অ্যাপের মধ্যে।
অ্যাপটির ইন্টারফেস খুবই সুন্দর যা প্রথম দেখাতেই আপনাদের অনেক ভাল লাগবে।
এই অ্যাপ টি তে যা প্রয়োজনে আসবে আপনার এতে রয়েছে লোকেশন অনুযায়ী প্রয়োজনীয় প্রতিষ্ঠান, খাবার দোকান, পার্ক, ব্যাংক, এটিএম বুথ, সিনেমা হল, বাস স্টেশন, হাসপাতাল, শপিং সেন্টার, মসজিদ ইত্যাদি সম্পর্কে।
এখন থেকে আর কাউকে জিজ্ঞেসও করতে হবে না এগুলা কোথায় আছে নিজেই খুঁজে নিতে পারবেন।
অ্যাপটি ওপেন করলে ক্যাটাগরি দেখতে পারবেন তো আপনি ওখান থেকে নির্বাচন করবেন যে কোন স্থানে তথ্য প্রয়োজন। তারপর ক্যামেরা চালু হবে এবং স্থানটি কোন দিকে রয়েছে তা স্ক্রিনে দেখা যাবে।
তাছাড়া বন্ধুরা আপনারা চাইলে অ্যাপটিতে পছন্দের স্থান যুক্ত করে রেখে দিতে পারবেন।
অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে। কারণ অ্যাপটি সম্পূর্ণ ইন্টারনেটের ওপর নির্ভরশীল।
অ্যাপটি ডাউনলোড করতে আপনাকে ৮ মেগাবাইটের মত খরচ হবে।এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।


বন্ধুরা পোস্ট টি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সেএ। আর আপনি যদি এমন আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট পেতে পছন্দ করেন তাহলে সেটাও বলতে পারেন কমেন্ট বক্সেএ ।
তো দেখা হচ্ছে আগামী পোস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।
ডলার – ক্রয় বিক্রয় করতে এখানে ক্লিক করুন।