হ্যালো বন্ধুরা কি খবর সবার? আজ আমি আপনাদের দারুন একটি অ্যাপ এর সাথে পরিচয় করায় দিব যে অ্যাপটি আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে।

ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন কিন্তু এর আগে সেখানে কোনদিনও যাননি একদম নতুন স্থানে।
হঠাৎ করে যদি আপনার পকেটের টাকা ফুরিয়ে যায় কিন্তু আপনার কাছে একটি এটিএম আছে কিন্তু এমন জায়গায় আপনি আছেন। সেখান থেকে কোথায় অবস্থান এটিএম বুথের সেটা জানেন না।
এমন কি আশেপাশে কেউ নেই যে বলে দেবে এটিএম বুথ কোনদিকে রয়েছে তাহলে আপনি কি করবেন?
এমন পরিস্থিতিতে কিন্তু অনেকের পড়তে হয়। বিশেষ করে ভ্রমণপিপাসু হযলেতো কথায় নেই। এই ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে আপনার হাতে থাকা স্মার্টফোনটি।
এর জন্য আপনাদের ফোনে “ওয়ার্ল্ড অ্যারাউন্ড মি” নামে একটি আপ্লিকেশন ইন্সটল করা থাকতে হবে। তাহলে সব সমস্যার সমাধান।
অ্যাপটিতে রয়েছে আরো দারুন কিছু ফিচার যা আপনার কাজে লাগবেই। তো চলুন দেখে নেয়া যাক কি কি আছে এই অ্যাপের মধ্যে।
অ্যাপটির ইন্টারফেস খুবই সুন্দর যা প্রথম দেখাতেই আপনাদের অনেক ভাল লাগবে।
এই অ্যাপ টি তে যা প্রয়োজনে আসবে আপনার এতে রয়েছে লোকেশন অনুযায়ী প্রয়োজনীয় প্রতিষ্ঠান, খাবার দোকান, পার্ক, ব্যাংক, এটিএম বুথ, সিনেমা হল, বাস স্টেশন, হাসপাতাল, শপিং সেন্টার, মসজিদ ইত্যাদি সম্পর্কে।
এখন থেকে আর কাউকে জিজ্ঞেসও করতে হবে না এগুলা কোথায় আছে নিজেই খুঁজে নিতে পারবেন।
অ্যাপটি ওপেন করলে ক্যাটাগরি দেখতে পারবেন তো আপনি ওখান থেকে নির্বাচন করবেন যে কোন স্থানে তথ্য প্রয়োজন। তারপর ক্যামেরা চালু হবে এবং স্থানটি কোন দিকে রয়েছে তা স্ক্রিনে দেখা যাবে।
তাছাড়া বন্ধুরা আপনারা চাইলে অ্যাপটিতে পছন্দের স্থান যুক্ত করে রেখে দিতে পারবেন।
অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে। কারণ অ্যাপটি সম্পূর্ণ ইন্টারনেটের ওপর নির্ভরশীল।
অ্যাপটি ডাউনলোড করতে আপনাকে ৮ মেগাবাইটের মত খরচ হবে।এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।


বন্ধুরা পোস্ট টি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সেএ। আর আপনি যদি এমন আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট পেতে পছন্দ করেন তাহলে সেটাও বলতে পারেন কমেন্ট বক্সেএ ।
তো দেখা হচ্ছে আগামী পোস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।
ডলার – ক্রয় বিক্রয় করতে এখানে ক্লিক করুন।

20 thoughts on "হাতের স্মার্টফোনটি জানাবে আপনার আশেপাশে কি আছে | জানতে চাইলে পোস্টটি পড়ুন।"

  1. SK MUHAMMAD Contributor says:
    bro apnar sate dorkar cilo apnar phone namber otoba apnar facebook id name den
    1. SK MUHAMMAD Contributor says:
      plzz bro den ami opekkay aci apnar
    2. Imran Khan Contributor Post Creator says:
      fb.com/imrankhan770
    3. Imran Khan Contributor Post Creator says:
      fb.com/imrankhan770
  2. H M Khalid Mahmud Contributor says:
    Wow! Abar author! ?
  3. Mr.Badal Contributor says:
    vai ata toh gmaps o acha
  4. Eshtiak Ahmad Badhon Author says:
    Bangladesh a ki kaj kora suru korese?
  5. IMDAD SHUVRO Author says:
    Bro…Phoner screen er sob kichu choto korchen kemne??? Eita niye 1ta post koren…
    1. Shadin Contributor says:
      হা, হা।
      এটা ওনার মোবাইল না।
      অ্যাপ রিভিউ থেকে স্ক্রিনশটটা নামিয়ে নিছে।
      দেখেননা, ঐখানে আমেরিকার জায়গা!
    2. IMDAD SHUVRO Author says:
      Na bro…Eita onar e phone…
      Notification dekhen sob kichu choto…Tachara onar aro post dekhen sob kichui choto…
    3. Shadin Contributor says:
      হা, হা, দেখেন ওনার ফোনে আমেরিকার স্থান দেখাচ্ছে।
  6. Shadhin Author says:
    আরোও বিস্তারিত ভাবে লিখলে ভালো হত ।
  7. Noman1122 Contributor says:
    Google map a o ace a gula
  8. Shadin Contributor says:
    এগুলো গুগল ম্যাপসেই আছে।
    আলাদা অ্যাপের দরকার কি!
  9. Shadin Contributor says:
    ভাই, আপনার মোবাইলের স্ক্রিনের সকল বিষয়বস্তু ছোট করছেন কিভাবে?
    1. Shadin Contributor says:
      ওহ, দুঃখিত।
      ঐটা তো আপনার মোবাইলের স্ক্রিনশট না।

Leave a Reply