আসসালামু অলাইকুম।
আমি কথাই নয় কাজে বিশ্বাসী।
আমি লিখতে তেমন ভালোবাসী না।
তবুও ট্রিকবিডিতে তো আর এমনি এমনি পোস্ট করলে চলপ না,লিখতে তো হবেই।
যায় হোক কাজের কথায় আসি।
এপটার বিবরণ
App Name :Screenshort Touch
Size :3Mb
লিংক :Apkpure link
কাজ :এটা দিয়ে আপনি ScreenSort নিতে পারবেন পাওয়ার বাটন ছাড়ায়।একটা Camera Icon থাকবে ঐ টায় ক্লিক করলেই Ssort নিবে।
আর সেই Ssort আপনি এই এপে ঢুকে Edit করতে পারবেন।আর মজার ব্যাপার হলো Original pic টায় Edit হয়ে যাবে,অথাৎ এমনি কোনো এপ দিয়ে Edit করলে যেমন ২টা পিক হয়ে যায়, (একটা Original Screenshort আর একটা Edit করা)আর এইখানে শুধু Edit করা টা থাকবে।
এক কথায় ৩ এম্বির ভিতর এতোগুলা ফিচার সত্যিই অসাধারণ।
আমি এই এপ দিয়েই নিচের Ssort গুলা Edit করছি
কিভাবে Ss নিবো
প্রথমে এপটা ডাওনলোড করুন,
তার পর Ss ফলো করুন।
কিভাবে Ss Edit করবো
১ম এ এপে ঢুকুন, পিকচার icon এ ক্লিক করুন তারপর Ss ফলো করুন
তারপর Save করে দিন।
কিভাবে Screen record করবো
১ম এ নোটিফিকেশন বার নিচে নামান,
ভিডিও তে ক্লিক করলে ভিডিও শুরু হয়ে যাবে,এবং Mobile এর টাইম এ ক্লিক করলে Video শেষ হবে।
মাঝে মাঝে এপটা stop হয়ে যায়।তখন App টার ডাটা ক্লিয়ার করলে ঠিক হয়ে যাবে।
খোদা হাফেজ
কোনো সমস্যা হলে কমেন্ট করেন