আসসালামু অলাইকুম।

আমি কথাই নয় কাজে বিশ্বাসী।
আমি লিখতে তেমন ভালোবাসী না।
তবুও ট্রিকবিডিতে তো আর এমনি এমনি পোস্ট করলে চলপ না,লিখতে তো হবেই।
যায় হোক কাজের কথায় আসি।

এপটার বিবরণ

App Name :Screenshort Touch
Size :3Mb
লিংক :Apkpure link
কাজ :এটা দিয়ে আপনি ScreenSort নিতে পারবেন পাওয়ার বাটন ছাড়ায়।একটা Camera Icon থাকবে ঐ টায় ক্লিক করলেই Ssort নিবে।
আর সেই Ssort আপনি এই এপে ঢুকে Edit করতে পারবেন।আর মজার ব্যাপার হলো Original pic টায় Edit হয়ে যাবে,অথাৎ এমনি কোনো এপ দিয়ে Edit করলে যেমন ২টা পিক হয়ে যায়, (একটা Original Screenshort আর একটা Edit করা)আর এইখানে শুধু Edit করা টা থাকবে।

আরো আপনি এই এপ দিয়ে Screen record ও করতে পারবেন।
এক কথায় ৩ এম্বির ভিতর এতোগুলা ফিচার সত্যিই অসাধারণ।
আমি এই এপ দিয়েই নিচের Ssort গুলা Edit করছি

কিভাবে Ss নিবো

প্রথমে এপটা ডাওনলোড করুন,
তার পর Ss ফলো করুন।

কিভাবে Ss Edit করবো

১ম এ এপে ঢুকুন, পিকচার icon এ ক্লিক করুন তারপর Ss ফলো করুন

তারপর Save করে দিন।

কিভাবে Screen record করবো

১ম এ নোটিফিকেশন বার নিচে নামান,
ভিডিও তে ক্লিক করলে ভিডিও শুরু হয়ে যাবে,এবং Mobile এর টাইম এ ক্লিক করলে Video শেষ হবে।

Ss দেখুন,

মাঝে মাঝে এপটা stop হয়ে যায়।তখন App টার ডাটা ক্লিয়ার করলে ঠিক হয়ে যাবে।
খোদা হাফেজ
কোনো সমস্যা হলে কমেন্ট করেন

4 thoughts on "Power Button টাচ না করেই এক ক্লিক এ Ssort নিন,সাথে রোকোডিং আর Edit ও করতে পারবেন মাত্র ৩ এম্বির App দিয়ে!!!"

  1. Ajidur Rahman Subscriber says:
    eita sob phone a support korena,,,
  2. A2 Contributor says:
    Camera icon ta ki always bese thakbe screen a nki
  3. Shadin Contributor says:
    ভালোই।

Leave a Reply