Site icon Trickbd.com

[একের ভিতর ১০+]MiXploer is really awesome – MiXploer In Depth review in Bangla

আমার মনে হয় ট্রিকবিডির বেশির ভাগ ভিজিটরস ই MiXplorer ব্যবহার করেন। যারা ব্যবহার করেন শুধু তারাই জানেন MiXplorer যে কী জিনিস!

তো আজকে আপনাদের সামনে এর সম্পুর্ন ব্যবহার এবং এর যত ফিচারস আছে তা তুলে ধরার চেষ্টা করব।

আমি প্রায় প্রতি মাসেই আমার হ্যান্ড সেট টি ফ্যাক্টরি রিসেট দেই। রিসেট দিয়ে সর্ব প্রথম যেই অ্যাপ টা ইন্সটল করি সেটা হচ্ছে MiXplorer। এই পোস্ট দেখার পর আশা করি আপনিও এই অ্যাপ এর Fan হয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল পোস্টে যাই।
Size
প্রথমতই আসি অ্যাপ এর সাইজ এর কথায়। এর সাইজ মাত্র 2.1MB। তাই আপনি ২৫৬ এম্বি র‍্যাম এর মোবাইলেও এই অ্যাপ আরামে ব্যবহার করতে পারবেন।

একের ভিত অনেক
MiXplorer ছোট্ট একটা অ্যাপ হলেও এটা কতগুলো অ্যাপ এর কাজ করতে পারে তা আপনি ভাবতেও পারবেন্না। চলুন দেখি এই একটা অ্যাপ দিয়ে আপনি কয়টা অ্যাপ এর কাজ করতে পারবেন।
1.File Explorer
2.Music Player
3.Video Player
4.Google Drive
5.Mega
6.Root Explorer
7.PDF Reader
8.Code Editor
9.++++
বাকি গুলা ইন্সটল করলেই দেখবেন। আসুন উপরের লিস্ট টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি।
MiXplorer মূলত File Exploer ই। তাই এটা আর নতুন করে বলতে হবেনা। শুধু একটা কথাই বলব- এটাই আমার দেখা সব চাইতে সেরা File Explorer.

এই অ্যাপ এ আপনি চাইলে আপনার Google drive Access করতে পারবেন একদম ইজিলি। Google Drive Android অ্যাপ থেকে আমার কাছে এটার ইন্টারফেস বেশি ভালো লাগে। কারণ এটার আপ্লোড স্পিড ভালো এবং ফাইল আপ্লোড ও ডাউনলোড সিস্টেম টা একদম সেই।

আর মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার তো আছেই।

Storage Saver
প্রথমত এর সাইজ একদম কম এবং র‍্যাম ও অনেক কম ইউজ করে। দ্বিতীয়ত আপনি যদি এই অ্যাপ ঠিক ভাবে ব্যবহার করতে পারেন তাহলে আমি উপরে যেই লিস্ট টা দিয়েছি এর একটা অ্যাপ ও আপনার দরকার পড়বে না যেগুলোর সাইজ আনুমানিক ২০০-৩০০এমবি হবে।। So, রেজাল্ট দাড়াচ্ছে MiXplorer আপনার ২০০-৩০০এম্বি সেভ করে দিল। আর র‍্যাম এর কথা না হয় নাই বললাম।

এগুলা হচ্ছে এর মেইন ফিচারস। এছাড়াও ভিতরে মন মুগ্ধ করার মত অনেক ছোট খাট ফিচারস রয়েছে।

MiXploer কিছু স্ক্রিনশট নিছে দিয়ে দিলাম।
★সব ক্যাটগরি আকারে সাজানো

★Music Player

★Video Player

★Drive & Other Web servers

★Open with System Like PC

★আপানার ইচ্ছামত সহজেই ফাইল সিলেক্ট জরতে পারবেন।

★এখানে সব ক্যাটগরি তে ফাইল রাখা আছে তাই খোঁজার ঝামেলা নেই

★অনেক গুলো ট্যাব একসাথে ইউজ করতে পারবেন। এতে ফাইল কপি/পেস্ট করা একদম ইজি

★Code Editor, HTML Viewer etc

এছাড়াও এটা দিয়ে আপনি প্লেস্টোর থেকে ডাউনলোড করা অ্যাপ ব্যাকআপ রাখতে পারবেন।

এই ছোট্ট একটা অ্যাপ এ আর কী ছান?
যাই আর কথা বাড়াবোনা।

MixXploer Play Store এ নেই। তাই নিচে Mediafire Link দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে নিন।

Download MiXplorer

অনলাইন আর্নিং এবং টেক রিলেটেড ভিডিও পেতে Subscribe করুন The H2O Productions