আমার মনে হয় ট্রিকবিডির বেশির ভাগ ভিজিটরস ই MiXplorer ব্যবহার করেন। যারা ব্যবহার করেন শুধু তারাই জানেন MiXplorer যে কী জিনিস!

তো আজকে আপনাদের সামনে এর সম্পুর্ন ব্যবহার এবং এর যত ফিচারস আছে তা তুলে ধরার চেষ্টা করব।

আমি প্রায় প্রতি মাসেই আমার হ্যান্ড সেট টি ফ্যাক্টরি রিসেট দেই। রিসেট দিয়ে সর্ব প্রথম যেই অ্যাপ টা ইন্সটল করি সেটা হচ্ছে MiXplorer। এই পোস্ট দেখার পর আশা করি আপনিও এই অ্যাপ এর Fan হয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল পোস্টে যাই।
Size
প্রথমতই আসি অ্যাপ এর সাইজ এর কথায়। এর সাইজ মাত্র 2.1MB। তাই আপনি ২৫৬ এম্বি র‍্যাম এর মোবাইলেও এই অ্যাপ আরামে ব্যবহার করতে পারবেন।

একের ভিত অনেক
MiXplorer ছোট্ট একটা অ্যাপ হলেও এটা কতগুলো অ্যাপ এর কাজ করতে পারে তা আপনি ভাবতেও পারবেন্না। চলুন দেখি এই একটা অ্যাপ দিয়ে আপনি কয়টা অ্যাপ এর কাজ করতে পারবেন।
1.File Explorer
2.Music Player
3.Video Player
4.Google Drive
5.Mega
6.Root Explorer
7.PDF Reader
8.Code Editor
9.++++
বাকি গুলা ইন্সটল করলেই দেখবেন। আসুন উপরের লিস্ট টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি।
MiXplorer মূলত File Exploer ই। তাই এটা আর নতুন করে বলতে হবেনা। শুধু একটা কথাই বলব- এটাই আমার দেখা সব চাইতে সেরা File Explorer.

এই অ্যাপ এ আপনি চাইলে আপনার Google drive Access করতে পারবেন একদম ইজিলি। Google Drive Android অ্যাপ থেকে আমার কাছে এটার ইন্টারফেস বেশি ভালো লাগে। কারণ এটার আপ্লোড স্পিড ভালো এবং ফাইল আপ্লোড ও ডাউনলোড সিস্টেম টা একদম সেই।

আর মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার তো আছেই।

Storage Saver
প্রথমত এর সাইজ একদম কম এবং র‍্যাম ও অনেক কম ইউজ করে। দ্বিতীয়ত আপনি যদি এই অ্যাপ ঠিক ভাবে ব্যবহার করতে পারেন তাহলে আমি উপরে যেই লিস্ট টা দিয়েছি এর একটা অ্যাপ ও আপনার দরকার পড়বে না যেগুলোর সাইজ আনুমানিক ২০০-৩০০এমবি হবে।। So, রেজাল্ট দাড়াচ্ছে MiXplorer আপনার ২০০-৩০০এম্বি সেভ করে দিল। আর র‍্যাম এর কথা না হয় নাই বললাম।

এগুলা হচ্ছে এর মেইন ফিচারস। এছাড়াও ভিতরে মন মুগ্ধ করার মত অনেক ছোট খাট ফিচারস রয়েছে।

MiXploer কিছু স্ক্রিনশট নিছে দিয়ে দিলাম।
★সব ক্যাটগরি আকারে সাজানো

★Music Player

★Video Player

★Drive & Other Web servers

★Open with System Like PC

★আপানার ইচ্ছামত সহজেই ফাইল সিলেক্ট জরতে পারবেন।

★এখানে সব ক্যাটগরি তে ফাইল রাখা আছে তাই খোঁজার ঝামেলা নেই

★অনেক গুলো ট্যাব একসাথে ইউজ করতে পারবেন। এতে ফাইল কপি/পেস্ট করা একদম ইজি

★Code Editor, HTML Viewer etc

এছাড়াও এটা দিয়ে আপনি প্লেস্টোর থেকে ডাউনলোড করা অ্যাপ ব্যাকআপ রাখতে পারবেন।

এই ছোট্ট একটা অ্যাপ এ আর কী ছান?
যাই আর কথা বাড়াবোনা।

MixXploer Play Store এ নেই। তাই নিচে Mediafire Link দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে নিন।

Download MiXplorer

অনলাইন আর্নিং এবং টেক রিলেটেড ভিডিও পেতে Subscribe করুন The H2O Productions

26 thoughts on "[একের ভিতর ১০+]MiXploer is really awesome – MiXploer In Depth review in Bangla"

    1. Abrarul hoque Author Post Creator says:
      Thanks
  1. SA Sokal Contributor says:
    mixplorer e built in downloader,3 category official themes ache(neon,light,amoled).post theme download link+installation
  2. SA Sokal Contributor says:
    mix Add-Ons gulo aro onek feature add kore.like(zip archiever,ebook reader,meta data editor,apk signer,mix tager e.t.c)
  3. Arafat Shahriar Contributor says:
    aita ki xiaomi er?
    1. Abrarul hoque Author Post Creator says:
      na
  4. Forhad Rahman Author says:
    Nice review.
    তবে আমার কাছে কেনো যেন এই ম্যানেজারটা ভালো লাগে নি। কিচুটা Uncomfortable. ..
    1. Abrarul hoque Author Post Creator says:
      thanks for your comment… but keno apnar uncomfortable mone hoyche? karon ta jante pari
    2. Forhad Rahman Author says:
      এমনিই। আমি Solid explorer ইউজার। আসলে যার যেটাতে সুবিধা আর কি। আমার Solid এই সুবিধা লাগে, এই আর কি… ?
  5. Soyeb Khan Author says:
    আচ্ছা এই অ্যাপ প্লেস্টর এ নেই কেন।
    1. Abrarul hoque Author Post Creator says:
      এটা XDA এর একজন Dev Create করছে। মে বি উনার কন্সোল একাউন্ট নেই।Or অন্য কোনো রিজন ও হতে পারে বাট নট শিওর
  6. Helim Contributor says:
    Ami 1 year dore use kori kub valo akta menejar sob teke valo lage je kun zip file unzip nakorei zip file a duka jai unlimited google drive account use kora jai
  7. JonyKar2 Contributor says:
    Bro er theke X-Plore onek better. And more features
    1. Abrarul hoque Author Post Creator says:
      যার কাছে যেটা ভালো লাগে আর কী? আমার কাছে এটাই বেস্ট??
  8. Soyeb Khan Author says:
    আপনি যেমনটা বলেছিলেন, আমিও ফোন রিসেট দেওয়ার পরে পরে আবার এই এপটি ইনস্টল দেই আর যখন থেকে এটি পেয়েছি তখন থেকেই আমার ফোনে ইন্স্টল আছে।
  9. Jakir Hossain Contributor says:
    অনেকদিন থেকেই ব্যবহার করছি। এখন পর্যন্ত আমার দেখা সেরা ফাইল ম্যানেজার।
  10. Jakir Hossain Contributor says:
    এটাতে নিজের মত থিম ক্রিয়েট করা যায়।
  11. Jakir Hossain Contributor says:
    পুরো অ্যাপটাই নিজের মত কাস্টমাইজ করা যায়।
    1. Abrarul hoque Author Post Creator says:
      hmm
    1. Abrarul hoque Author Post Creator says:
      thanks
  12. Mojahid Author says:
    সুন্দর রিভিউ..?
  13. Riasat Ali Contributor says:
    ভাই থিম চেঞ্জ করে কিভাবে?
  14. Akondo Subscriber says:
    ব্যাবহার বুঝলে এটি সেরা, এটি এবং mt Manager এর তুল্য আর কোন ফাইলম্যানেজার নেই
  15. MD Shohag Contributor says:
    হেল্প প্লিয কেউ আমাকে 4.4.4 কিটকেট ভার্সনের স্কিন রেকর্ডার দিতে পারবেন।&post author plz see & help me

Leave a Reply