***বিসমিল্লাহির রাহমানির রাহিম***
আসসালামু আলাইকুম।।
আশা করি আল্লাহর অশেষ রহমতেে আপনারা সবাই ভালোই আছেন।
আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
অনেকদিন পড়ালেখা এবং অন্যান্য কাজের জন্য পোষ্ট করতে পারিনি।
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি Apps Review. হয়ত আপনাদের ভালো লাগবে।
পোষ্টঃ-
এখানে পাচ্ছেন Camera to Ai Mode..
Ai=Artificial intelligence. যার অর্থ হয় কৃত্রিম বুদ্ধিমত্তা..
এই Ai মোডের সাহায্য আপনি কিসের পিকচার তুলছেন সেটি অটোমেটিক ক্যামেরা ধরে নিতে পারে,, এখানে ১৬টি Ai ফিচার দেয়া আছে।
এটির কাজঃ- আপনি যদি কোন খাবারের ছবি তুলেন তবে ক্যামেরা Food অপশনটি চালু করে নিবে,যদি ফুলের ছবি তুলেন তবে এটি অটোমেটিক Flower অপশন চালু করে নিবে।
• এটিতে আপনি পাচ্ছেন Blur/Portrait mode..
এটি সকল ফোনের ক্যামেরাতে কাজ করবে।।
এটির Pro অফশনে আপনি পাচ্ছেন ইচ্ছামত সবকিছু পরিবর্তনের সুবিধা।।
আরো পাচ্ছেন Gif পিকচার তোলার সুবিধা,পাচ্ছেন QR Code স্কানের সুবিধা ক্যামেরাতেই,,।
আরো পাচ্ছেন ছবিতে সময় এবং তারিখ এর ওয়াটারমার্ক।।
এবার চলুন এপসটির সাথে পরিচিত হইঃ-
Name:-S Pro Camera-Selfi,AI,Portrait,Ar Sticker, Gif
Size:-53Mb
Download Now
ভাল লাগলে লাইক,কমেন্ট,এবং শেয়ার করুন।।ধন্যবাদ।।
ফেসবুকে আমি