***বিসমিল্লাহির রাহমানির রাহিম***
আসসালামু আলাইকুম।।
আশা করি আল্লাহর অশেষ রহমতেে আপনারা সবাই ভালোই আছেন।
আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
অনেকদিন পড়ালেখা এবং অন্যান্য কাজের জন্য পোষ্ট করতে পারিনি।

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি Apps Review. হয়ত আপনাদের ভালো লাগবে।
পোষ্টঃ-

প্রথমে রিভিউ দেখে নিনঃ-

এখানে পাচ্ছেন Camera to Ai Mode..
Ai=Artificial intelligence. যার অর্থ হয় কৃত্রিম বুদ্ধিমত্তা..
এই Ai মোডের সাহায্য আপনি কিসের পিকচার তুলছেন সেটি অটোমেটিক ক্যামেরা ধরে নিতে পারে,, এখানে ১৬টি Ai ফিচার দেয়া আছে।
এটির কাজঃ- আপনি যদি কোন খাবারের ছবি তুলেন তবে ক্যামেরা Food অপশনটি চালু করে নিবে,যদি ফুলের ছবি তুলেন তবে এটি অটোমেটিক Flower অপশন চালু করে নিবে।
অর্থাৎ এই Ai এর সাহায্যে আপনি যে ছবি তুলবেন সেটির ছবি তার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বুঝে নিবে এবং সে ছবিটি যেমন হলে ভাল হয় তেমনভাবে ক্যামেরাকে (setting) ফিট করে নিবে এবং আপনাকে সুন্দর ছবি প্রদান করবে।


• এটিতে আপনি পাচ্ছেন Blur/Portrait mode..
এটি সকল ফোনের ক্যামেরাতে কাজ করবে।।

এটির Pro অফশনে আপনি পাচ্ছেন ইচ্ছামত সবকিছু পরিবর্তনের সুবিধা।।

আরো পাচ্ছেন Gif পিকচার তোলার সুবিধা,পাচ্ছেন QR Code স্কানের সুবিধা ক্যামেরাতেই,,।

আরো পাচ্ছেন ছবিতে সময় এবং তারিখ এর ওয়াটারমার্ক।।
এবার চলুন এপসটির সাথে পরিচিত হইঃ-

Name:-S Pro Camera-Selfi,AI,Portrait,Ar Sticker, Gif
Size:-53Mb
Download Now

তো আজ এই পর্যন্তই, সকলেই ভাল থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন একটি ভাল জব করতে পারি।। কোন প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন, ইনশাআল্লাহ ভুলটি সংশোধন করে নিব।
ভাল লাগলে লাইক,কমেন্ট,এবং শেয়ার করুন।।ধন্যবাদ।।

ফেসবুকে আমি

দয়া করে সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।
আল্লাহ হাফেজ।।।

23 thoughts on "নিয়ে নিন দারুন একটি ক্যামেরা,যেখানে থাকছে ক্যামেরা টু এ আই ( Camera to Ai) মোড এবং ব্লোয়ার (Portrait) মোড,Gif,QR code স্ক্যান সহ সকল ফিচার, সকল ফোনেই সাপোর্ট করবে। Ai মোড কি বিস্তারিত"

  1. Avatar photo SafiullahArqami Contributor says:
    এমন কোন ক্যামেরা আছে যাহা ছবি তোলা সঙ্গে সঙ্গে ডেট তারিখ ও সময় সেকেন্ড সহ এডজাস্ট হয়ে উঠবে
    1. Khairul Islam✅ Author Post Creator says:
      ভাই ক্যামেরায় শুধু তারিখ এবং সময় থাকে, সেকেন্ড থাকেনা,,আমার জানামতে নেই।।

      তবে পিকচারের নাম থেকে সকল কিছু জানা যায়। যেমনঃ-
      • IMG_20190326_175135.jpg
      • img_ পিকচার বোঝায়।
      •2019- সাল
      •03-মাস
      •26-তারিখ
      •17-১৭টা =৫টা
      •51-৫১ মিনিট
      •35-৩৫ সেকেন্ড।।

  2. Avatar photo SafiullahArqami Contributor says:
    এমন কোন ক্যামেরা আছে যাহা ছবি তোলা সঙ্গে সঙ্গে ডেট তারিখ ও সময় সেকেন্ড সহ এডজাস্ট হয়ে উঠবে
    1. Avatar photo Riaz khan Contributor says:
      ক্যামেরায় ওয়াটারমার্ক অপশন থেকে সিলেক্ট করলে অবশ্যই উঠবে। ডিফল্ট ক্যামেরা সেটিং দেওয়া আছে
  3. Avatar photo Riaz khan Contributor says:
    Play store 53 MB?
    1. Khairul Islam✅ Author Post Creator says:
      ধন্যবাদ ভাই,,আমার ডাটা সহ ১১১ দেখাচ্ছিলো play store এ,,মূলত ৫৩মেগাবাইট আপনার টাই ঠিক।।।
    1. Khairul Islam✅ Author Post Creator says:
      ?
  4. md_rokib_1997 Contributor says:
    Pro version link চাই
    1. Khairul Islam✅ Author Post Creator says:
      এটাই!!
    1. Khairul Islam✅ Author Post Creator says:
      Tnx..vai
    2. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
      welcome
    1. Khairul Islam✅ Author Post Creator says:
      Tnx..vai
  5. Avatar photo Argho Contributor says:
    ব্লার ভিডিও করার কোন অ্যাপ আছে ভাই?
    1. Khairul Islam✅ Author Post Creator says:
      অেক আগে একটি দেখেছিলাম, কিন্তু নাম মনে নেই ভাই
  6. Avatar photo Shahed Noor Contributor says:
    4.4.2 kitkat e support kore naki
    1. Khairul Islam✅ Author Post Creator says:
      সঠিক বলতে পারছিনা ভাই।
  7. Avatar photo SPK Contributor says:
    storage path মেমোরি কার্ডে দিলে insufficient memory দেখাচ্ছে। কিন্তু আমার মেমোরিতে ২৬ জিবি যাইগা।
    1. Khairul Islam✅ Author Post Creator says:
      Clear data দেন ভাই
  8. Avatar photo SPK Contributor says:
    হচ্ছে না
    1. Khairul Islam✅ Author Post Creator says:
      Vai Apni ki Ama k ss dite parben aktu..

Leave a Reply