এক্সপার্টরা দুরে থাকুন, নতুনদের জন্য এই পোস্ট।
আপনি হয়তো জানেন যে সবচেয়ে সহজ উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ভালো এ্যাপ হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার, যার মেগাবাইট ও খুব কম মাত্র তিন মেগাবাইট।
কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার তিন মেগাবাইটের এটা নিয়ে রিভিউ লিখতে বসিনি,
আমি এদের কোম্পানিরই নতুন একটা এ্যাপ যেটির নামও ব্যাকগ্রাউন্ড ইরেজার মেগাবাইট ৭ এটির রিভিউ লিখতে বসেছি।
এই ব্যাকগ্রাউন্ড এ্যাপটির ফিচারস গুলো টোটালি ওই পুরনো এ্যাপটির ফিচারসের চেয়ে আলাদা।
পুরনো ব্যাকগ্রাউন্ড ইরেজার এ্যাপটিতে গুগল প্লে সার্ভিস আপডেট না করলে ব্যবহার করা যায়না।
(১) দেখুন পুরানো ব্যাকগ্রাউন্ড ইরেজারে ক্লিক করলাম
(২) দেখুন গুগল প্লে সার্ভিস আপডেট করতে বলতেছে, আপডেট না করলে এ্যাপটি এ্যাপটি চলবে না।
(৩ ) এই সমস্যাটি নতুন ব্যাকগ্রাউন্ড ইরেজারে নেই।
প্রবেশ করলাম নতুন ব্যাকগ্রাউন্ডে
(৪) সিলেক্ট করলে এরকম ইমেজটি ক্রুপ করতে বলবে
(৫) অটোতে ক্লিক করুন
(৬) ইমেজটি যেহুতু তিনভাগে বিভক্ত তাই ডানপাশে নিচে ক্লিক করলাম
[
(৭) এখন বামপাশে উপরে ক্লিক করলাম
এরপর লেখার মাঝে ক্লিক করলাম
(৮ ) ম্যাজিকে ক্লিক করে আশেপাশের যেগুলো রিমুভ হয়নি ওগুলো মুছলাম
(৯) এবার সেভ করুন।
গুরুত্বপূর্ণ কথাঃ আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড এক রংয়ের হতে হবে, যেমনটা আমি এই পোস্টে দেখিয়েছি।
এ্যাপটি ডাউনলোড করতে
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com