আজকে আমি এই টিউনে দেখাবো কিভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সহজেই।

এক্সপার্টরা দুরে থাকুন, নতুনদের জন্য এই পোস্ট।

আপনি হয়তো জানেন যে সবচেয়ে সহজ উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ভালো এ্যাপ হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার, যার মেগাবাইট ও খুব কম মাত্র তিন মেগাবাইট।

কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার তিন মেগাবাইটের এটা নিয়ে রিভিউ লিখতে বসিনি,
আমি এদের কোম্পানিরই নতুন একটা এ্যাপ যেটির নামও ব্যাকগ্রাউন্ড ইরেজার মেগাবাইট ৭ এটির রিভিউ লিখতে বসেছি।

এই ব্যাকগ্রাউন্ড এ্যাপটির ফিচারস গুলো টোটালি ওই পুরনো এ্যাপটির ফিচারসের চেয়ে আলাদা।

পুরনো ব্যাকগ্রাউন্ড ইরেজার এ্যাপটিতে গুগল প্লে সার্ভিস আপডেট না করলে ব্যবহার করা যায়না।

(১) দেখুন পুরানো ব্যাকগ্রাউন্ড ইরেজারে ক্লিক করলাম

(২) দেখুন গুগল প্লে সার্ভিস আপডেট করতে বলতেছে, আপডেট না করলে এ্যাপটি এ্যাপটি চলবে না।

(৩ ) এই সমস্যাটি নতুন ব্যাকগ্রাউন্ড ইরেজারে নেই।
প্রবেশ করলাম নতুন ব্যাকগ্রাউন্ডে

প্লাসে ক্লিক করে একটা ইমেজ সিলেক্ট করুন

(৪) সিলেক্ট করলে এরকম ইমেজটি ক্রুপ করতে বলবে

(৫) অটোতে ক্লিক করুন

(৬) ইমেজটি যেহুতু তিনভাগে বিভক্ত তাই ডানপাশে নিচে ক্লিক করলাম
[
(৭) এখন বামপাশে উপরে ক্লিক করলাম

এরপর লেখার মাঝে ক্লিক করলাম

(৮ ) ম্যাজিকে ক্লিক করে আশেপাশের যেগুলো রিমুভ হয়নি ওগুলো মুছলাম

(৯) এবার সেভ করুন।
গুরুত্বপূর্ণ কথাঃ আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড এক রংয়ের হতে হবে, যেমনটা আমি এই পোস্টে দেখিয়েছি।

এ্যাপটি ডাউনলোড করতে

এখানে ক্লিক করুন

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

11 thoughts on "পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন, অল্প সময়ের মধ্যে খুব সহজেই ।"

  1. nadim3205 Contributor says:
    অনেক ভালো পোস্ট ভাই অসংখ্য ধন্যবাদ।
  2. nadim3205 Contributor says:
    অনেক ভালো পোস্ট ভাই অসংখ্য ধন্যবাদ।
    1. স্বপ্ন Author Post Creator says:
      আপনাকে ও ধন্যবাদ
  3. Md Al-Amin Contributor says:
    Background Eraser নিয়ে কয়েকটা পোস্ট আছে, একটা পোস্টের লিংক দিলাম https://trickbd.com/apps-review/525728 পোস্ট করার আগে অবশ্যই চেক করে নেওয়ার দরকার ছিল। আর ব্যাকগ্রাউন্ড রিমোভ করার জন্য remove.org তে গিয়ে ছবি আপলোড করেই রিমোভ করলে “ব্যাকগ্রাউন্ড ইরেজার” থেকে ভাল কাজ করে।
    1. Md Al-Amin Contributor says:
      সরি http://www.remove.bg হবে।
    2. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ কষ্টকরে উপদেশ দেওয়ার জন্যে, আপনি হয়তো ভালোভাবে লক্ষ্য করেন নি বা আমার লেখাটি মনোযোগসহকারে পড়েনি, আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার যেটা নিয়ে পোস্ট করেছি।
      এটা নিয়ে পুরো ট্রিকবিডিতে একটা পোস্ট পাবেন না।
  4. স্বপ্ন Author Post Creator says:
    ধন্যবাদ কষ্টকরে উপদেশ দেওয়ার জন্যে, আপনি হয়তো ভালোভাবে লক্ষ্য করেন নি বা আমার লেখাটি মনোযোগসহকারে পড়েনি, আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার যেটা নিয়ে পোস্ট করেছি।
    এটা নিয়ে পুরো ট্রিকবিডিতে একটা পোস্ট পাবেন না।
  5. স্বপ্ন Author Post Creator says:
    ধন্যবাদ ভাই
  6. MD_Tuofiq Contributor says:
    সব পিক ভাল হবে না এসব এপপস ভাল না picart best
  7. Kmrasel Contributor says:
    vai eid er din kicu bollm na…Ai sob simple pic j kono remover diye easily remove kora jabe…parle nijer natural 1 ta pic er bg remove kore then post koren dki kmn pare apnar app
  8. Uzzal Mahamud Pro Author says:
    এর চেয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার site টা আনেক ভালো

Leave a Reply